Professional হবার পথে বিভিন্ন ধাপ এবং যে ভূলগুলো হয়।

Internet এ অনেকেই সফল হয় । কেন হয়? এর কারনগোলো জানলে আপনি হয়তো সফল হবেন। অথবা আপনি সফল কারন আপনি এর কাছাকাছি কোন পদ্ধতি মেনে চলেছেন।

সফলতার ধাপ সমূহ:

  • ০১. Surfing: ঘাটতে ঘাটতে নিজের জানার আগ্রহটা বেড়ে যায়। এই আগ্রহটাই একজন নবীনকে সফলতার পথে নিয়ে যায়। Search করার কৌশলটাই আপনার অর্ধেক সফলতা এনে দিবে।
  • ০২. Test Work: যার মাধ্যমে জানাটাকে কাজে রুপান্তরিত করা হয়। এখানে ধৈর্যটা বড় বিষয়। যে ধৈর্য ধরবে সে টিকে থাকবে।
  • ০৩. Hacking: এই জিনিসটা না জানলে অনলাইনে আপনি হেরে যাবেন। চোর ধরতে হলে আগে চোর হতে হয়। আপনার কাজকে নিরাপদ করতে Hacking জানা দরকার। প্রাথমিকভাবে Phishing, Keylogger, DDoS, XSS, Cookies Stealing, আপনি যে CMS/Script নিয়া কাজ করবেন তার দুর্বল দিকটা জানা.....এগোলো হলেই চলবে।
  • ০৪. Income: আয় না থাকলে উৎসাহ থাকে না। আয়টা যদি নৈতিক উপায়ে হয় তাহলে উৎসাহ আরো বেড়ে যাবে। Freelancing, Advertising, Direct Contact, Affiliation যে কোন এক বা একাধিক উপায়ে সেটা হতে পারে।
  • ০৫. Expertness: যে কাজ করা হচ্ছে তার উপরে Pro Level Expertness তৈরি করতে চেষ্টা করবেন। মনে রাখবেন আপনি যে কাজটা করেন তা নিয়ে আরো হাজারোজন কাজ করে কিন্ত Expert (Consultant Level) লোক খুবই কম। অনেকে নিজেকে Consultant দাবি করবে তবে সত্যিকার Expert রা কাজ বেশি পাবে এবং Recommendation-ও । (আমি নিজেকে Expert দাবি করি, কিন্ত জানি খুবই কম)
  • ০৬. Branding: প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় থাকবে। পরিচয়টা আপনাকে চিহ্নিত করতে সহায়তা করবে। Buyers আপনার Brand টাকে অনেক গুরুত্ব দেবে। আপনার Brand ই আপনার কোম্পানি । মনে রাখবেন আপনার কোন অবহেলা আপনার Brand কে নষ্ট করে ফেলবে।

যে ভূলগুলো হয়:

  • ০১. Surfing: এখানেই অনেকে বাদ পরে যায়। মূল কারনগোলো হলো Porno Site Surfing, Long time chatting, Heavy Social Networking, Movie related content downloading আরো অনেক প্রতিবন্ধকতা আছে। মূল ব্যপারটা হলো Time Killing
  • ০২. Test Work: ধৈর্য হারানো। উৎসাহের অভাব।
  • ০৩. Hacking: যারা এই ধাপে নষ্ট হয় তারা আসলে আত্মঅহংকারের কারনে নষ্ট হয়। Hacking শিক্ষার পর তা বানিজ্যিক ভিত্তিতে প্রয়োগ করা, বিভিন্ন যায়গায় নিজেকে জাহির করা প্রধান কারন। অর্থনৈতিক ব্যাপারে Hacking প্রয়োগ করলে সে আর টিকতে পারবে না। যে মানুষ টাকা আয় করে সে খুব ভালো করে জানে টাকা চুরি গেলে কি করতে হবে।
  • ০৪. Income: এই ধাপে নষ্ট হবার মূল কারন ভূল যায়গায় আয় করার পদ্ধতি অবলম্বন করা এবং প্রতারিত হওয়া। যেমন PTC, Weak referral, Scammed sites, Self click on Advertisement, Self signup on Affiliation etc. যারা Freelancing করেন তাদের প্রাথমিকভাবে খুবই খুবই serious হতে হয়। এখানে ধৈর্যের পাহাড় নিয়ে নামতে হয়। অনেকে এই ধৈর্যের পরীক্ষায় হেরে যায়।
  • ০৫. Expertness: অনেকে Expert না হয়ে ভিন্ন বিষয়ে কাজ শুরু করে। এক কাজ থেকে আরেক কাজে ঘুরে বেড়ায়।
  • ০৬. Branding: এই কাজটা অনেকে করে না। করলেও মান বজায়ে রাখতে পারে না

আরো যে ভূল হয়:

  • i. Copy Paste content
  • ii. অন্যের সাথে ধাক্কা লাগা। আপনি হয়তো টেরই পাবেননা আপনি যার সাথে তর্কে জরিয়ে পরলেন তার ওজন ১ কেজি না ১০০০০ কেজি। তবে কিছুদিন পরে সেটা টের পাবেন। সে হয়তো আপনার জীবনটাই ধ্বংস করে দিতে পারে।
  • iii. অতি লোভ
  • iv. না জেনেশুনে টাকা বিনিয়োগ করা। Casino, Bat, Share, fake Forex etc
  • v. Spamming. যা আপনাকে কাঠগড়ায় তুলতে পারে

..............এবং আরো অনেক কারন আছে। এই মুহুর্তে মনে পরছে না।

ব্লগে লেখার জন্য পর্যাপ্ত সময় পাই না
আশা আছে - SEO, eCommerce নিয়ে কিছু টিউন করবো।

Level 0

আমি Farhad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Online Consultant (SEO, eCommerce, Custom Web Solution) and Photographer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর আগের পোস্টে আমি দুইটা মন্তব্য করেছিলাম। আপনার পোস্ট দেখে নয় সকলের মন্তব্য দেখে। আমি দেখেছি কিভাবে তারা একটি মানুষ কে ………। তাই আমি সেখানে আপনার বিরুদ্ধে কোন মন্তব্য করি নাই। তবে এত কিছু হবার পরেও আপনি আমাদের সাথে আছেন আমার খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

আর ভাইয়া আমি SEO তে খুব আগ্রহী।

বেশ কিছু কথা যুক্তিযুক্ত, তবে কিছু কথা এমনভাবে লিখেছেন যাতে নবীন দের বুঝে উঠতে বেশ বেগ পেতে হবে, তাই একটু আপডেট করে দিন।

যেমনঃ
". অন্যের সাথে ধাক্কা লাগা। আপনি হয়তো টেরই পাবেননা আপনি যার সাথে তর্কে জরিয়ে পরলেন তার ওজন ১ কেজি না ১০০০০ কেজি। তবে কিছুদিন পরে সেটা টের পাবেন। সে হয়তো আপনার জীবনটাই ধ্বংস করে দিতে পারে।"

এই কথাটির অর্থ অনেকেই হয়তো বুঝবে না… তাই কিছুটা আপডেট করুন 😆

    ". অন্যের সাথে ধাক্কা লাগা। আপনি হয়তো টেরই পাবেননা আপনি যার সাথে তর্কে জরিয়ে পরলেন তার ওজন ১ কেজি না ১০০০০ কেজি। তবে কিছুদিন পরে সেটা টের পাবেন। সে হয়তো আপনার জীবনটাই ধ্বংস করে দিতে পারে।" – me2

    Level 0

    ধাক্কা লাগা বলতে "কাউকে ক্ষমতার দাপট দেখানো। ভূলবশত কারো ক্ষতি করে ফেললে মাফ চাইবেন। আন্তরিকতার সাথে। কিন্তু আপনি যদি ……ওমক করুম…..তোমক করুম….ধরনের কথা বলেন তবে সে হয়তো আপনার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারে। অনেকের কাছে এমন ধরনের Tools/Script আছে যা আপনি কল্পনায় আনেননি। আবার অনেকে Google, ICCAN এর কর্মকর্তাদের সাথে সম্পর্ক রাখে। অনেকে Hacker কিন্তু পরিচয় দিবে না।"

    আমি নগদ ১,৬০,০০০ টাকা (Adsense), Hostgator (VPS) hosting, Domain De-indexing PR4 ১ সপ্তাহের মধ্যে হারিয়েছি। আমি অবশ্য attacker এর PR5 সাইট, Adsense Account, Hosting নস্ট করে দিয়েছিলাম । কিন্তু তাতে কি লাভ হলো? আমিকি সেই টাকা ফিরে পাবো? বরং ৫ দিন সময় নষ্ট করেছি এবং ১ বৎসর শুধু হায় হায় করেছি।

    আশাকরি ব্যপারটা পরিষ্কার হলো।

    আচ্ছা একটা বিষয়ে আমার খুব জানতে ইচ্ছা করতেছে।সেটা হলো কেন আপনার সাইটে হ্যাকিং করা হলো?জানানো যাবে কি?

    Level 0

    আমি চাইলেও অনেক তথ্য Share করতে পারবো না। হয়তো আপনিও দেখবেন আপনার হাতে অনেক প্রমান আছে কিন্তু আপনি অসহায়। Share করলে আপনাকে অনেক বেশি মূল্য দিতে হতে পারে। তাই না করাই ভালো।

Level 0

হুমম, সুন্দর হল। seo নিয়ে টিউন করুন, ভালো হবে। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে টিউন করার জন্য, আমি আপনার প্রথম টিউনটি দেখছিলাম.প্রথম টিউনে এত মন্তব্য ছিল যে, আমি মন্তব্য করার জায়গা পাই নাই, বা ইচ্ছা হয় নাই। কারন আমি কোন টিউনারকে সমালোচনা করতে চাই না। টিউন করা আনেক কঠিন কাজ। আশা করি আপনে SEO নিয়ে কিছু টিউন করবেন।আমি আপনা পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ। কথাগুলো সুন্দর করে গুছিয়ে লেখার জন্য।

এরকম লেখা আরও লিখবেন।

ভাল থাকবেন।

Level 0

ধন্যবাদ

Level New

vaiya,

i've read ur previous & running tunes. max. comments were childish_there has no creativity.
i request everybody to rectify themselves.
Farhad vai, i actually enjoy & respect ur Freelancing profession & i also want to be a better freelancer.
Pls advice me how can be a perfect freelancer.

    Level 0

    ভাল freelancer হতে হলে আপনার ইচ্ছাশক্তি দিগুন করেন।

ধন্যবাদ।

Level 0

ইশ! এই টিউনটা যদি দুই দিন আগে পাইতাম!!!

SEO নিয়ে করা টিউনের অপেক্ষায় থাকলাম।

onek donnobad apnaky..paroborti tune gulor oppekkhi roilam

অনেক সুন্দর টিউন করেছেন ভাই, খুব সুন্দর ভাবে এবং গুছিয়ে উপস্থাপন করেছেন। নতুনদের(বিশেষ করে আমার মত) অনেক কাজে লাগবে।SEO টিউন এর আসায় রইলাম। আসা করি আমাদের সবাইকে হতাশ করবেন না। আবারো ধন্যবাদ।

Level 0

আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে টিউন করেছেন খুব ভাল লেগেছে।তবে আমি মনে করি সফলতার সাথে ভাগ্য ও পরিশ্রম খুব জরুরি।আপনি জীবনে যত বড় হতে চাইবেন আপনাকে তত বেশি পরিশ্রম করতে হবে।আমাদের সার্কেলের বেশিরভাগ মানুষকে দেখেছি নেটে প্রচুর টাইম কিলিং করে,এবং শিখার কিংবা পরিশ্রম করার আগ্রহ খুব কম।আমার কিছু বন্ধু শুধুমাত্র ফেইসবুকে ৪-৫ ঘন্টা প্রতিদিন ব্যয় করে।
আরে ভাই কাজ না পেলি টাকা না পেলি এ সময় কিছু শিখলেওতো তোর জ্ঞানের বাহিরে কিছু শিখা হয়। আবার দেখা যায় অনেকেই ফ্রিল্যান্সিং এ অনেক বিড করে করে যদিও কাজ পায় তার পরে বায়ারকে সন্তুষ্ট করতে পারেনা।কারন কাজের প্রতি দ্বায়িত্বশীল নয়।
তবে অনলাইনে সঠিক পথে আয় করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়।

ভাল লাগল।ভাল ভাল টিউন করবেন।ধন্যবাদ।

মাঝে মাঝে আপনাকে দেখে হিংসা হয়। এতো কম বয়সে এতো বেশী আয় তো বিল গেটস হবার লক্ষণ । একটু কষ্ট করে টিউন চালিয়ে যান- আমার মতো চুনোপুটিদের আয়ের হালাল পথ সুগম হবে ; ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ …
[email protected]

অনেক ধন্যবাদ ফরহাদ ভাই আপানার এই টিউনটির জন্য।আশা করি সামনে আপনার কাছ থেকে আরো অনেক ভালো ভালো টিউন আমরা উপহার পাবো।আর আমি SEO নিয়ে অনেক আগ্রহী যদি পারেন তাহলে SEO নিয়ে টিউন করবেন।ধন্যবাদ

Level 0

আপনার এই টিউনটি থেকে অনেক শিক্ষনীয় বিষয় জানা গেল। আর আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনার টিউণের জন্য………., শুধু এই টুকুই বলব আপনি যা জানাতে চান/শেখাতে চান তা যেন অবশ্যই সুন্দরভাবে উপস্থাপিত হয় এবং সকলের বোধগম্য হয়। সেটাই আপনার কাছে কামনা করি………
ধন্যবাদ…………

ফরহাদ ভাই আপনাকে ধন্যবাদ । আমি বলবো সত্যিই আপনার ধৈর্য্য আছে। যার প্রমান আমাদেরকে সুন্দর এই টিউন উপহার দেওয়া।সামনে আসা করি এই ব্লগের সাথে থাকবেন। আমরা আপনার কাছ থেকে ভালো ভালো টিউন আসা করি।

"Expertness: অনেকে Expert না হয়ে ভিন্ন বিষয়ে কাজ শুরু করে। এক কাজ থেকে আরেক কাজে ঘুরে বেড়ায়।"
আপনার এই লাইন আমার সাথে মিলে যায়। নতুন কোন কিছু খুব আগ্রহ নিয়ে শুরু করি কিন্তু কয়দিন পর আর ভাল লাগে না।

এটা ঠিক অনলাইেন সফলতা পেতে চাইলে প্রচুর ধৈর্য্যশক্তি থাকতে হয়। আপনি ২০০৬ থেকে SEO নিয়ে আছেন, আশা করি এতদিনের SEO নিয়ে অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন খুব তারাতারি। আমিও মনে করি, যারা নতুন তাদের এই টিউনটা কাজে লাগবে। এই কথাটি দারুন লেগেছে,

++আপনি হয়তো টেরই পাবেননা আপনি যার সাথে তর্কে জরিয়ে পরলেন তার ওজন ১ কেজি না ১০০০০ কেজি। তবে কিছুদিন পরে সেটা টের পাবেন। সে হয়তো আপনার জীবনটাই ধ্বংস করে দিতে পারে।++

আমিও তাই মনে করি এ ব্যাপারে, জীবনটা ধ্বংশ করতে না পারলেও অন্তত অনলাইন ক্যারিয়ার টা ধ্বংস হয়ে যেতে পারে। ভাল থাকবেন।

Level New

Please help me by a better suggestion, i've a wave site but sometimes it can not be opened but in the same time any others site can be open. whats may problem ?
Now , wt can i do ??

    Level 0

    try to check whether it is cached or not. Propagation completed or not. if so go to your c:/windows/system32/driver/etc/host.file the change below way

    your site I.P http://www.yoursite.com

    example below
    255.255.1.255 http://www.yoursite.com

    if still problem check your host/domain/name server

    wish a solve

Level New

Thanks a lot Farhad Vai, my problem has solved. Wishing your good luck…………

টিউন টি খুবই উপকারি…………. ধন্যবাদ শেয়ার করার জন্য।

ফরহাদ ভাই আপনার অনুমতি পাইলে আপনার টিউনটি
আমার ব্লগে রাখতে চাই সাথে এই টিউনটার লিংক থাকবে।

প্রথম টিউনটা তো দেখতে পারলাম না। দেখতে ইচ্ছে করছে……………………………