পোর্টেবল হার্ডডিস্ক কেনার আগে

ডেটা বা তথ্য সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে হার্ডড্রাইভ। ফাইল, ডকুমেন্ট, ভিডিও, ছবি সহ সকল ধরনের ডেটাই সংরক্ষিত থাকে হার্ডড্রাইভে। তবে অনেক ব্যবহারকারীর ডেটা বা তথ্যের পরিমাণ বেশী হবার কারণে নতুন আরেকটি হার্ডড্রাইভ প্রয়োজন পরে।

আরও পড়ুন- এসএমএস করে জাতীয় পরিচয়পত্রের নাম্বার জানবেন যেভাবে

তবে হার্ডড্রাইভ কেনার আগে কিছু দেখে কেনা উচিৎ নয়তো ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে এটি নিয়ে। তাই এই আর্টিকেলে আলোচনা করা হবে যে বিষয়গুলো দেখে নেয়া উচিৎ হার্ডড্রাইভ কেনার আগে।

* হার্ডড্রাইভের পারফর্মেন্স অনেকটাই নির্ভর করে এর স্পিড বা ক্ষমতার ওপর। যেসব হার্ডড্রাইভের RPM (Rotations Per Minute) যত বেশি থাকে সেগুলোতে তত দ্রুত ডাটা একসেস হয়। তাই হার্ডড্রাইভ কেনার ক্ষেত্রে RPM দেখে কিনুন। এক্সটার্নাল হার্ডড্রাইভ গুলোর RPM সাধারণত ৫৪০০ থেকে  ১০, ০০০ পর্যন্ত হয়ে থাকে। তাই RPM যত বেশি হবে হার্ডড্রাইভের পারফর্মেন্স ও তত ভালো হবে। আর RPM যতো বেশি হবে, দামও ততো বেশি হবে।

* বাজারে নানান ধরনের পোর্টেবল হার্ডড্রাইভ পাওয়া যায়। ইউএসবি, ফায়ারওয়্যার, প্যারালাল ইত্যাদি। তবে সাধারণ ব্যবহারের জন্য ইউএসবি হার্ডড্রাইভ-ই উত্তম।

* কেনার আগে সম্ভব হলে হার্ডড্রাইভটি কোনো কম্পিউটারের সাথে লাগিয়ে দেখুন চেক করে নিন। কোনো ফাইল সেভ করলে তা নিচ্ছে কি না সেটা দেখে নিন। সবচেয়ে ভালো হয় সম্পূর্ণ হার্ডড্রাইভটি একবার পূর্ণ করে তারপর খালি করে পরীক্ষা করা।

* পাওয়ার সাপ্লাইয়ের প্লাগটা একটু পরীক্ষা করে দেখুন। অনেক সময় ব্যবহৃত হার্ডড্রাইভের পাওয়ার সাপ্লাইতে সমস্যা দেখতে পাওয়া যায়।

* পোর্টেবল হার্ডড্রাইভের সঙ্গে এর বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টির মেয়াদকাল সর্ম্পকে জেনে নিন এবং কোথা থেকে এই সুবিধা পাওয়া যাবে সেটিও জেনে রাখুন।

লেখাটি পূর্বে TechFAQBD-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যার লিংকঃ https://www.techfaqbd.com/2020/05/how-to-choose-external-hard-drive.html

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস