নোট প্যাড যাদু – পর্ব (২)

আজকের টিপস গুলো আপনাদের কাছে পুরান লাগতে পারে তারপর লিখছি কারণ এটা একটা নোটপ্যাডের ট্রিকসের ধারাবাহিক টিউন তাই এখানে A - Z সব থাকাই ভাল।

৪ ৩ ৩ ৫

নোটপ্যাড খুলে প্রথম লাইনে লিখতে হবে নিচের মত - তারপর txt ফরমেটে সেভ করুন।

sss.JPG

এবার নোটপ্যাডটি ওপেন করুন এবং দেখুন !!!!!!!!!!

এটা আসলে কেন হয় তা কেহ বলতে পারবেন না তবে আপনি ৪ ৩ ৩ ৫ শব্দে যা ইচ্ছা লিখে সেভ করলেই এরকম হবে।

mystring=(80000000)

পিসিকে গতিময় করে তুলতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন -

  • ১. নোট প্যাড ওপেন করুন।
  • ২. টাইপ করুন -mystring=(80000000) এবং সেভ করুন ram.vbe তে
  • ৩. এবার আপনি ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং Restart করুন আপনার পিসি।

এবার দেখুন আপনার পিসি আগের চেয়ে কত গতিময় ……

তৈরি করুন নোটপ্যাড ভাইরাস

ভাইরাসটি তৈরি করতে নিচের ধাপ গুলি অনুসরন করুন -

  • ১. আপনার ডেক্সটপে রাইট ক্লিক করুন।
  • ২. new>New Text Document ক্লিক করুন।
  • ৩. এবার Text Document টি ওপেন করুন।
  • ৪. নিচে দেওয়া কোডটি কপি পেস্ট করুন।
    X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
  • ৫. এবার সেভ করলেই তৈরি হয়ে যাবে ভাইরাস।

আপনার কম্পিউটারে এন্ট্রি ভাইরাস একটিভ থাকলে সাথে সাথে পেয়ে যাবে।

চলবে .....

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাইরাস টা দারুন। এখন সবার pendrive ভাইরাস ঢুকিয়ে দিব। হিহি

ধন্যবাদ।

এটা ভাইরাস না মইন ভাই এটা খুব ভালো করেই জানেন। আর মইন ভাই আপনি তো এই টিউন গুলো আগেও করেছেন। একটু নতুন কিছু জানান আমদের। আপনি যদি অলস হয়ে বসে থাকেন তাহলে আমরা বেশ কিছু ভাল টিউন থকে বঞ্চিত হব।

Level 0

kvwKj fvB. wKfv‡e Wm †gv‡W †d¬vWvi jK Kie `qv K‡i ej‡eb wK?

Level 0

sakil brother. can u tell me how to folder lock by dos mode

এই টেস্ট ভাইরাস সিস্টেমটা জটিল… এন্টিভাইরাস ঠিকমতো একটিভ আছে কিনা তা চেক করা যায় সহজেই…. ধন্যবাদ

Level New

আসলেই আমি দিনে দিনে অলস হয়ে যাচ্ছি যা হোক আশাকরি আগামী নোটপ্যাডের ট্রিকসটা জটিল হবে।

Level New

thanks for this.don’t be lazy.

টেকটিউনস এর নতুনদের পক্ষ থেকে মঈন ভাই- কে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ আপনি নোটপ্যাড এর কাজ গুলো A-Z পযর্ন্ত ধরাবাহিক ভাবে উল্লেখ করবেন। অপেক্ষায়….

আমি আপনাকে এমন একটি নোটপ্যাড ফাইল পাঠাতে পারি, যা 4 3 3 5 অক্ষরের টেক্সট বহন করবে কিন্তু আপনি ফাইলটি ওপেন করে লেখাগুলো ঠিকই দেখতে পারবেন। পাঠাবো? তাহলে আপনার ই-মেইল এড্রেস দিন। ভাল থাকুন।

Level New

ইসমাইল ভাই এটা কোন বেপার না..নোটপাড এ ANSI encoding করলে 4 3 3 5 অক্ষরের টেক্সট চেন্জ হয়ে যায়। ASCII or UTF-8 Unicode এ এই problem নাই।

http://bd11.freehostia.com

মহি উদ্দিন ভাইকে ধন্যবাদ ই-মেইল এড্রেস দেয়ার জন্য। তুষার ভাই যে ব্যাখ্যা দিলেন এর বাইরেও ব্যাখ্যা আছে। যাক আমি মহি উদ্দিন ভাইকে ই-মেইল করে ফাইলটি পাঠাচ্ছি। এখানে ANSI encoding করা হয়নি। তবুও 4 3 3 5 অক্ষরের লেখা প্রদরশিত হচ্ছে। ভাল থাকবেন এবং মন্তব্য দিবেন। ধন্যবাদ।

ধন্যবাদ ইসমাইল ভাই-কে আমি আপনার ই-মেইল পেয়েছি।

ইসমাইল এবং মহীউদ্দিন ভাই, 4 3 3 5 অক্ষরের লেখাটা আমরাও নিশ্চয় দেখত পাব।

এন্টি ভঅইরাস একটিখভ আছে কিনা তা জানার জন্য এই ট্রিকসটি বেশ দারুণ।

আমি তো সেইভ করতে পারছিনা।

Level New

@ selimrashe ভাই কি সেভ করতে পারছেন না একটু খুলে বলুন।

জটিল ভাইরাস! সাবাস মঈন ভাই

Level 0

জটিল ! সাবাস মঈন ভাই