Firefox Addon : ডাউনলোডের সময় ‘অপেক্ষমান সময়/ক্যাপচা’ যেভাবে পরিহার করবেন

মিলিয়নের চেয়ে বেশী ব্যবহারকারী ফাইল শেয়ার এবং ফাইল হোষ্টিং সার্ভার যেমন: মেগাআপলোড, রেপিডশেয়ার, মিডিয়াফায়ার ইত্যাদি থেকে বিভিন্ন ধরণের ফাইল ডাউনলোড করে থাকে। premium ব্যবহারকারীর মত free ব্যবহারকারীরা সুবিধা অনুযায়ী ডাউনলোড করতে পারে না। তাই free ব্যবহারকারী, যার জন্য ঐ সাইটগুলো থেকে ডাউনলোডের সময়- সীমিত সময় বা ক্যাপচা দিয়ে থাকে। ক্যাপচা দেওয়ার পরেও আবার সীমিত সময় যেমন: ১০মি. ২০মি. অথবা ৩০মি. বা এর চেয়ে বেশী পর্যন্ত সময় অপেক্ষা করতে হয়।

skip screen হল firefox addon যার দ্বারা মেগাআপলোড, রেপিডশেয়ার, মিডিয়াফায়ার ইত্যাদি ফাইল হোষ্টিং সার্ভার থেকে ফাইল  ডাউনলোডের সময় অপেক্ষমান সময়ের জন্য আর অপেক্ষা করতে হবে না।

addon- টি এখান থেকে ইনষ্টল করে নিন।

যে সমস্ত সাইট সাপোর্ট করে :

এখানে skip screen এর  ভিডিওটি দেখতে পারেন।

তাছাড়া Rapidshare এর ক্ষেত্রে যা করা হয়, কোন ফাইল ঐ সাইট থেকে নামানোর সময় অপেক্ষমান সময়কে বিদায় জানানোর জন্য এই কোডটি javascript:alert(c=0) অথবা

javascript:var c=0

পেষ্ট করা হয় (অর্থাৎ অপেক্ষমান সময় চলার সাথে সাথেই উক্ত কোডটি address bar এ past করা হয় এবং enter press করা হয়।), ফলে অপেক্ষমান সময় সাথে সাথে শূন্যের কোটায় নেমে যায়। এবং ডাউনলোড হওয়া শুরু করে।

আমি মনে করি যারা Rapidshare এ এই কোড   javascript:alert(c=0) বা javascript:var c=0 ব্যবহার করেন, এর থেকে Skipscreen কাজের,কারন এখানে বার বার এড্রেসবারে copy-past করতে হয় না। আর যে সার্ভার ডাউনলোড করার সময় অপেক্ষমান সময় এবং ক্যাপচা দুটোই দেয়। সে ক্ষেত্রে ক্যাপচা দিতে হবে। অপেক্ষমান সময়ের কাজ skip screen করে নিবে।

তাছাড়া আপনি firefox এর Tools>skipscreen>option থেকে অপ্রয়োজনীয় সার্ভার বাদ দিতে পারেন।

আশা করি সবার ভাল লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Level New

আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kotin tune

    যতটা পেরেছি ততটা সহজ করার চেষ্টা করেছি। তার পরেও……:)) :)) :))

jotillllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

১ কেজি ধইন্না।

what a tune! let's try! thanks man!

আপনাকে ১ কেজি ধইন্যা পাতা সাথে সব রকমের মসল্লা ।

অসম্ভব জটিল হইছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!……………………………………………………….।

THANK U

কাজের জিনিস।

http://www.techvission.com

আপনাকে আমার বলার কিছু নাই।

ভালো টিউন..
ধন্যবাদ 😀

সাথে সাথেই কাজে লাগিয়ে দিলাম। ধন্যবাদ।

ধন্যবাদ ভালো জিনিস শেয়ার করেছেন। তবে অনেক সময় দেখা যায় বড় বড় ফাই রেডিডশেয়ার বা হটফাইল হতে ডাউনলোড করতে হয়। এবং রিজিউম সাপোর্ট না করবার কারনে ফাইলটি ডাউনলোড করা হয় না। ইলেক্ট্রিসিটি চলে গেলেই বরবাত। যদি এই জন্য কিছু থাকে প্লিজ শেয়ার করুন। তবে এই টিউনটিই বেশ কার্যকর। অনেক সময় বেশি সময় অপেক্ষা করতে হয় যা এখন আর লাগছে না।

Level 0

চাবুক………………………….।

ধন্যবাদ। আমাকে Firefox এ Adult site এ restriction দেবার বুদ্ধি দেন।add on ছড়া Firefox এ এটা কি সম্ভব?
Please Help me.
[email protected]

চরম

কি আর বলতে পারি আপনাকে বলার আর কিছুই নাই……………..

দাওয়াত কবুল……..