Smart TV কে WiFi দ্বারা রিমোটিন করুন স্মার্ট মোবাইল দিয়ে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

বন্ধুরা আসসালামুআলাইকুম, সবাই কেমন আছো?

আমাদের বাসায় যাদের স্মার্ট টিভি আছে তাদের জন্য এই অ্যাপসটি অনেক কার্যকর হবে, আমি নিজেও ব্যবহার করে অনেক সুবিধা পাচ্ছি।

১। প্রথমে লিঙ্ক থেকে টিভির জন্য অ্যাপটি নামাতে হবে। https://shrtz.me/xSZ0MsnW

২। এবার অ্যাপসটি টি.ভি তে ইন্সটল করে ওপেন করতে হবে।  (মোবাইলে কানেক্ট হওয়ার পর এটি ক্লোজ করে দিন সমস্যা হবে না)

৩। এখন মোবাইলের অ্যাপস টি লিংক থেকে ডাউনলোড করুন।  https://shrtz.me/Ga8dwZ

৪। এবার মোবাইলে অ্যাপস টি ইন্সটল করুন এবং ওপেন করুন।

৫। অ্যাপস টি ওপেন করার আপনার স্মার্ট টিভি টিভি শো করবে ছবির মত তারপর আপনার স্মার্ট টিভির আইকনে ক্লিক করুন দেখবেন খুব সহজেই কানেক্ট হয়ে গেছে স্মার্ট ফোনের সাথে টিভি টি।

৬। রিমোট এর বিকল্প হিসাবে আপনার স্মার্ট মোবাইল দিয়ে ব্যবহার করুন এবং এর কয়েকটি মোড আছে আপনি আপনার ইচ্ছামত মোড ইউজ করে এটি ব্যবহার করতে পারবেন।

বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন, কোন ধরনের ভুল বা জানার কিছু থাকলে কমেন্টস করবেন আল্লাহ হাফেজ।

Level 3

আমি বদরুল আলম অপু। Industrial Engineer, Palmal Group, Gazipur City.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস