(২য় পর্ব) ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন।আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!!

আজ আপনাদের কে এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেবো যেটি দিয়ে আপনার ওয়েব ক্যামেরা টি ক্লোজড সার্কিট ক্যামেরা হিসাবে ব্যাবহার করে নির্দিষ্ট স্থানে আপনার অনুপস্থিতে যে কেউ যদি ক্যামেরার সামনে আসে তা হলে আপনাকে অ্যালার্ম এর মাধ্যমে সংকেত দেবে!! অথবা আপনি চাইলে শুধু অ্যালার্ম কেন? অটোমেটিক আপনার কাছে ঐ ব্যাক্তির ছবি সহ ইমেইল চলে যাবে।
প্রথমে একটু বলে নেই। এই টেকটিউন্সে পোস্ট করার আগে সার্চ করে দেখলাম এই বিষয় নিয়ে আগেও একটি পোস্ট করা হয়েছে। একই জিনিস নিয়ে আবার পোস্ট করলে আবার অনেক সময় বিতর্কিত হতে হয়।এই জন্যে আমি আগের বিষয় গুলো নিয়ে এখন বলবো না তবে ঐ পোস্ট এ খুব বেশি ডিটেইল ছিল না।কিছু দিন আগে এটি নিয়ে আমি বিভিন্ন ব্লগে পোস্ট করার পর অনেকেই আমার কাছে অনেক রকম প্রশ্ন  করেছেন। তো আমি সেই প্রশ্ন গুলোর উত্তর দিতেই এই পোস্ট টি করলাম।
তবে যারা এই পোস্ট এর প্রথম পর্ব মিস করেছেন তারা এখান থেকে দেখে নিন।(কিছু দিন আগে এই ব্লগে লিখেছি) এখানে স্ক্রীনশট সহ বাংলা টিউটোরিয়াল আঁকারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সাথে ভিডিও টিউটোরিয়ালও রয়েছে।প্রথম পর্ব টি ভালো করে না জানলে এই পোস্ট টির কিছুই বুঝতে পারবেন না। সুতরাং যারা আগে দেখেননি তারা একবার দেখে নিন। (প্রথম পর্ব না দেখলে কিছুই বুঝতে পারবেন না)

এবার কাজের কথাই আসি। আগের পোস্ট এ আপনারা দেখেছেন এই সফটওয়্যার দিয়ে কি ভাবে একটি ভিডিওর মধ্যে কোন অবজেক্ট কে ডিটেক্ট করে। তবে অনেকেই জনতে চেয়েছেন যে ভিডিওর মধ্যে যদি মানুষ বাদে কোন টিকটিকি বা ইদুর যায় তা হলে কি অ্যালার্ম বেজে উঠবে?? অথবা গাছের পাতা যদি নাড়া-চাড়া করে তা হলে কি অ্যালার্ম বেজে উঠবে??
হ্যাঁ অবশ্যই বেজে উঠবে তবে এটার সমাধানও আছে।এরকম ভাবে করতে হবে যেন শুধু মাত্র মানুষ ভিডিওর সামনে আসলে অ্যালার্ম বেজে উঠে। তবে অন্য কিছুতে যাতে অ্যালার্ম না বেজে ওঠে, তার জন্যে বেশ কিছু সেটিংস করতে হবে। সেটা নিয়েই এখন বিস্তারিত বলবো।

১। সফটওয়্যার টি চালূ করে মনিটর ভিউ অর্থাৎ মুল উইন্ডোতে আসুন। তারপর নিচে "any object com table" এ ক্লিক করে "Edit Rule" এ ক্লিক করুন।(New Rule এ ক্লিক করলেও চলবে)

undefined

২। তারপর "Rule Editor" উইন্ডো আসবে। এবার আপনাকে বিভিন্ন সেটিং পরিবর্তন করতে হবে।মনে করুন আপনি চাইছেন যে ভিডিওর সামনে শুধু মাত্র বড় কোন অবজেক্ট অর্থাৎ মানুষ আসলে টা ডিটেক্ট করবে এবং অ্যালার্ম বেজে উঠবে। বা তার ছবি আপনাকে ইমেইল করবে। এবং ছোট কোন অবজেক্ট কে উপেক্ষা করবে অর্থাৎ ছোট অবজেক্ট হলে অ্যালার্ম বেজে উঠবে না। তো এটা করার জন্যে আপনাকে প্রথমে।"Rule Editor" উইন্ডো থেকে "Lock for" অপশন এ ক্লিক করুন। তারপর ডান পাশে দেখুন নিচের ছবির মতন কিছু অপশন দেখা যাচ্ছে।

undefined

৩। সাধারনত "Look for" অপশনে "any object" সিলেক্ট করা থাকে তবে আপনি এটি কে পরিবর্তন করে "People" সিলেক্ট করুন।

undefined

৪। তার নিচে দেখুন "Ignore objects smaller than" অপশন রয়েছে ওখানে 30 pixels অথবা আপনার ইচ্ছে মতন সিলেক্ট করুন।এটার মানে হচ্ছে ছোট কোন

undefined

অবজেক্ট যদি ভিডিওর সামনে সঞ্চালিত হয় তা হলে তাতে অ্যালার্ম বাজবে না। অর্থাৎ গাছের পাতা নড়া বা টিকটিকি, ইদুর ইত্যাদি ভিডিওর সামনে আসলে তা ডিটেক্ট করবে না বা অ্যালার্ম বাজবে না।:)

এবার Ok তে ক্লিক করুন। তা হলে আপনার পরিবর্তন গুলো সেভ হয়ে যাবে। এবার খেয়াল করে দেখবেন যে ছোট কোন বস্তু ক্যামেরার সামনে আসলে সেটা শুধু রেকর্ড হবে তবে ডিটেক্ট করবে না বা অ্যালার্ম বাজবে না। তবে বড় কোন বস্তু আসলে বা কোন মানুষ আসলেই তা ডিটেক্ট করতে পারবে এবং অ্যালার্ম বাজবে।(তবে ছোট বস্তু যেমন ইদুর,বিড়াল ইত্যাদি ধরতে গেলেও সফটওয়্যার টি অনেক কাজে আসবে।:D)

এবার আপনি যদি মনে করেন যে ভিডিওর নির্দিষ্ট কিছু অংশে যদি কোন অবজেক্ট আসে তা হলে সেটা ডিটেক্ট করবে। যেমন একটা রুমের মধ্যে আপনার মোবাইল রাখা রয়েছে।আপনি ঐ মোবাইল এর দিকে ক্যামেরা টি তাক করে রাখবেন। তারপর কেউ যদি ঐ মোবাইল এ হাত দেই তা হলেই অ্যালার্ম বেজে উঠবে। আর যদি হাত না দেই তা হলে বাজবে না। এটা করার জন্যে আপনাকে "That are" অপশন টি ব্যাবহার করতে হবে। এই That are অপশন এর ব্যাবহার জানতে এখানে ক্লিক করুন। আমি স্ক্রীনশট সহ এখানে বিস্তারিত লিখেছি। আপনারা এটি খেয়াল করুন।আশা করি বুঝতে কোন অসুবিধা হবে না। তারপরেও কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

আর এই পোস্ট এর ১ম পর্ব টি দেখতে এখানে ক্লিক করুন।

যাই হোক আমার এই পোস্ট থেকে যদি কেউ সামান্যতম উপকৃত হন বা ভালো লাগে তা হলে মন্তব্য করতে পারেন। ধন্যবাদ সবাই কে।

এই পোস্ট টি পুর্বে প্রকাশ এখানে

Level 0

আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবাই পোস্ট পড়ে তারপর মন্তব্য করবেন। আমার পোস্ট কিন্তু ভিন্ন। অর্থাৎ আগের টিউনাররা যা করেছেন তার সাথে মিল নেই। একজন লেখা পোস্ট টি কপি করে এই ব্লগে পেস্ট করেছে। তবে সেটার লিঙ্ক আমি এই পোস্ট এর মধ্যে দিয়েছি তবে আমি এখন যেটা নিয়ে লিখেছি এটা ২য় পর্ব। আর প্রথম পর্ব টি আমি বেশ কিছু দিন আগেই এখানে লিখেছি।

অনেক ধন্যবাদ। ডিজিটাল দুনিয়াতে ডিজিটাল চুরের জন্য এই সপ্টউয়ার জরুরি। [ সাহায্য করতে এগিয়ে আসুন ? আমার 8 গিগা usb flash ড্রাইব এর অতি জরুরি ডাটা পুরা পরমেট হয়ে যাওয়াতে অনেক কষ্টে আছি।অলরেডি iCareDataRecoverySoftware4.0 এবং EASEUS Data Recovery Wizard Free Edition 5.0.1 দিয়ে Recovery খরেছি তাথে ১ গিগার চেয়ে বেশি save করা জাই না। থোবে আরও অনেক Software দিয়ে Recovery খরেছি থাতে সাপুট খরে না। যদি কেউ পারেন দইয়া খরে এই Software দুটির full varson এবং License Key দিলে অনেক খুশি হব ।ভাল অন্য ১ টা দিলে চলবে। ধন্যবাদ ….. [email protected] yahoo= sohel_978

চুরি করার পর চোর যদি ইন্টারনেট কানেকশান অফ করে দায়, অথবা সিস্টেম রি-ইনস্টল করে? 😀

    😀 প্রথমত চোর ক্যামেরার সামনে আসা মাত্রই ছবি উঠে সরাসরি ইমেইল এড্রেস এ চলে যাবে। এটার জন্য আমার প্রথম পর্ব টি দেখুন। আর দ্বিতীয়ত চোর আসার পর আপনি অ্যালার্ম দিয়ে রাখেন তা হলে তা বেজে উঠবে তখন আপনি তাড়াতাড়ি চোর কে ধরতে পারবেন। আর যদি আপনি বাড়ি না থেকেই এরকম সিস্টেম করে রেখে দেন। তা হলে চোর আপনার কম্পিউটার সহ নিয়ে চলে যাবে। 😉 তবে আপনি শুধু ইমেইল এড্রেস চেক করে চোরের ছবি টা দেখতে পাবেন। 😀

এক কথায় অসাধারণ! 🙂 🙂
একটা ওয়েবক্যাম কিনে ফেলতে হয় দেখি ! 😀

    ধন্যবাদ আপনাকে 🙂 আমার এই পোস্ট টি দেখে অনেকেই ওয়েব ক্যাম কিনেছেন। এরকম জিনিস দেখে সবার ইচ্ছে হচ্ছে একটু টেস্ট করে দেখতে 🙂

বাহ..চমৎকার 🙂

Level New

so much thank for reply
today i will do like that.

Level New

i am successe. thank you dear brother.

now i am useing bitamin d vedio software.

again lot of thanks & regards.

Level New

vhai a bitamin d camer ar product key chai. karo kasa thakla email koran ([email protected])

ভাই সফটওয়্যারটির নামব তো দিলেন না। কেমন হলো বলেন তো।

    @মো: রাকিবুর আলম (জীবন): পুরো পোস্ট টি পড়ে দেখেন সবই দেওয়া আছে। আসলে আমার অনুমতি ছাড়াই এই পোস্ট এর প্রথম পর্বটি কপি করে এই ব্লগে এক জন পোস্ট করেছিল। এই জন্যে আমি শুধু দ্বিতীয় পর্বটি এখানে লিখেছি আর আমার লেখা প্রথম পর্বের লিংক দিয়ে দিয়েছি।