ল্যাপটপের মতো ডেস্কটপেও কিভাবে ওয়াইফাই ব্যবহার করবেন

বন্ধুরা ল্যাপটপে আগে থেকেই সিস্টেম এ ওয়াইফাই সাপোর্ট থাকে কিন্তু মেক্সিমাম ডেস্কটপ এ ওয়াইফাই সিস্টেম ডিফল্টভাবে নেই।

অনেকেই আছেন যারা ডীরেক্ট ইথারনেট ক্যাবল লাগিয়ে ডেস্কটপ এ ইন্টারনেট চালান। বাট অনেকেই আবার চান ওয়াইফাই দিয়ে পিসি বা ডেস্কটপ এ ক্ট করতে বাট ওয়াইফাই সাপোর্ট নেই।

তো কিভাবে ওয়াইফাই এনাবল করবেন জানতে হলে আমার ভিডীও টি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না।

নিচের ভিডীও টি লোড না নিলে এই লিংক থেকে দেখে আসুন ঃ Watch Here

Level 5

আমি টেকনিকাল তানভীর। IT incharge, Medicare Medical Services, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

হ্যালো বন্ধুরা আমি তানভীর। প্রযুক্তি আমার প্রথম ভালবাসা। আর প্রযুক্তি সম্পর্কে যা ই জানি তা আমার চ্যানেলে প্রকাশ করি। চ্যানেল এর নাম Technical Tanvir . সাবস্ক্রাইব করতে ভিসিট করুনঃ https://www.youtube.com/TechnicalTanvir


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নিজের Channel এর ভিজিটর বারানোর জন্য ভিডিও গুলো দিয়ে টিউনমেন্ট করেন। এখানে ডিটেইল আলোচনা করলে কি হয় ভাই? ভিডিও দেখার সুযোগ বা ধৈর্য্য সবার থাকে বলেন?

প্রথমেই ধন্যবাদ জানাই আপনার কমেন্টের জন্য । এটা সত্য ভিডীও সবাই দেখে না । এখন কথা হচ্ছে ব্র ভিডীও একটা ক্রিএট করতে অনেক কষ্ট হয় সাথে এডীটীং এ ও এফোর্ট দিতে হয় । এতো কষ্ট করে ভিডীও তৈরি করার পর ১০০-২০০ টা ভিউ পাওয়ার জন্যই আসলে পোস্ট করা টেকটিউন্স এ । এর বেশি ভিউ ও কিন্তু হয় না । এখন ভিডীও তে ফোকাস করতে গিয়ে টেক্সট কন্টেন্ট এ ফোকাস ও করা হয় না । আরেকটা জিনিস ভিডীও তে যেভাবে জিনিসগুলো ফুটিয়ে তুমা যায় টেক্সট এ যায় না । আর মানুষজন কিন্তু আস্তে আস্তে প্রবলেম সলিউশন এর জন্য ইউটিউব দেখা শুরু করেছে । সামনে ডাটা প্রাইস যখন কম্বে আরো দেখবে লোকে । তাই ছোট এই ইয়িউটিউবার এর ছোট প্রয়াস এ আশা করি রাগ করবেন না । ধন্যবাদ