রিমুভাল ডিক্স থেকে উইন্ডোজ ৭ ইন্সটল করুন, without সফটওয়্যারঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম

টেকটিউনসে আমার জানা মতে রিমুভাল ডিক্স থেকে উইন্ডোজ ইন্সটল সম্পর্কে যে টিউনগুলো আছে সেগুলো হল, উইন্ডোজ এক্সপির উপর ও এগুলোতে কাজ করতে হলে সফটওয়্যার প্রয়োজন হয়। তার মানে আপনাকে রিমুভাল ডিক্স (পেনড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি) থেকে ইনস্টল করতে হলে প্রথমে সফটওয়্যার নিতে হবে, তারপর সফটওয়্যার দিয়ে ডিক্সটিকে বুটেবল করতে হবে। এরপর ইনস্টল, তাই না? তবে অনেকে বেশ সমস্যা ও বিরক্তিবোধ করেন। আবার সফটওয়্যার হাতে কাছে না থাকলে তখন??? এই জন্য আপনাদের জন্য আমার এই ছোট্ট টিউন।

ভূমিকা

সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ। আর এটি আমরা সাধারণত ইন্সটল করি সিডি বা ডিভিডি থেকে। সমস্যা হল আপনার সিডি/ডিভিডি রমে যদি সমস্যা থাকে, যেমন- কাজ না করে, নষ্ট বা সিডি/ডিভিডি ডিস্কে সমস্যা থাকে। তখন? তখন কী করবেন? খুবই চিন্তার বিষয়! এ অবস্থায় আমাদের খুব বিপাকে পড়তে হয়। এখন যদি আপনার কাছে ৪ গিগাবাইট বা এর চেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন একটি ফ্লাস ডিস্ক থাকে তাহলে কোন চিন্তাই নেই। ফ্লাস ডিস্ক হিসেবে আপনি নিতে পারেন পেনড্রাইভ বা মেমোরি কার্ড ইত্যাদি। যাক, এবার কাজের কথায় আসি। এখন কীভাবে সম্ভব? তাই না। দেখুন নিচের ধাপগুলোঃ

উপকরণ

§   ৪ গিগাবাইটের একটি ফ্লাস ডিক্স। যেমন- পেনড্রাইভ, মেমোরি কার্ড।

§   একটি উইন্ডোজ সেভেনের ডিভিডি।

কার্যপ্রণালী

  • প্রথমে আপনার কম্পিউটারে রিমুভাল ডিক্সটি প্রবেশ করান।
  • কম্পিউটারে রিমুভাল ডিক্সটি NTFS ফাইলে ফরম্যাট করুন। এজন্য,
  • স্টার্ট মেনু থেকে রানে যান।
  • cmd লিখে এন্টার করুন। তাহলে কমান্ড প্রোম্পট চালু হবে।
  • এখানে লিখুন diskpart এবং এন্টার প্রেস করুন।
  • আবার list disk লিখুন করুন এবং এন্টার দিন।
  • আবার লিখুন select disk 1 এবং এন্টার দিন। এখানে, 1 হল আপনার রিমুভাল ডিক্স এর ডিস্ক নাম্বার। আপনার রিমুভাল ডিক্স এর নাম্বার যে নাম্বার দেখাবে তা এখানে লিখুন।
  • clean লিখুন এবং এন্টার দিন।
  • create partition primary লিখে এন্টার দিন।
  • এবার লিখুন active লিখে এন্টর করুন।
  • এবার রিমুভাল ডিক্সটি এনটিএফএস ফাইলে ফরম্যাট করার জন্য FORMAT FS=NTFS লিখে এন্টার দিন।
  • Assign লিখে আবার এন্টার করুন।
  • এবার Exit লিখে এন্টার করুন।
  • ব্যস মোটামুটি কাজ শেষ।
  • এবার আপনার কম্পিউটারে উইন্ডোজ ৭ এর ডিভিডিটি প্রবেশ করান।
  • এই অবস্থায় আপনার কাজ করা কমান্ড প্রোম্পটি বন্ধ করবেন না। তাহলে সব মাটি হয়ে যাবে।
  • এবার আপনার ডিভিডি রমটি যদি G হয় তাহলে লিখুন G:CD BOOT এবং এন্টার কী চাপুন।
  • আবার CD BOOT লিখুন ও এন্টার কী চাপুন।
  • এবার মাই কম্পিউটার খুলে দেখুন আপনার রিমুভাল ডিক্সটির ড্রাইভ লেটার।
  • ড্রাইভ লেটার H হলে লিখুন BOOTSECT.EXE/NT60 H: এরপর এন্টার দিন।
  • ব্যস কাজ শেষ। তাহলে আপনার রিমুভাল ডিক্সটি বুটেবল ডিক্স হয়ে গেল।

উইন্ডোজ সেভেন ইনস্টল

Ø  এখন মনেকরি আপনি পেনড্রাইভকে বুটেবল ডিস্ক হিসেবে তৈরি করেছেন্

Ø  তাহলে পেনড্রাইভটি কম্পিউটারের প্রবেশ করান।

Ø  এবার সিস্টেম রিবুট করুন।

Ø  বায়োস সেটিংসে যান। এক্ষেত্রে আপনার মাদারবোর্ডের যে কী চেপে বায়োস সেটিংসে যেতে হয় উক্ত কী চাপুন। তবে বেশির ভাগই বায়োসে যেতে Delete/F2/F12 চাপতে হয়।

Ø  বুট ডিভাইস অপশনে যান।

Ø  প্রথম বুট ডিভাইস হিসেবে Removal Device নির্বাচন করুন।

Ø  এবার F10 চেপে বায়োস সেটিংস সংরক্ষণ করুন।

Ø  এবার ফ্লাসডিস্কটি বুট হলে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করুন এবং সেট আপ করতে এন্টার চাপুন।

Ø  এবার কম্পিউটার ফাইল কপি শুরু হবে। কপির পরে কম্পিউটার রিস্টার্ট হবে।

Ø  এবার 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করুন। তাহলে Setup শেষ হবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ....

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanx…

Level 0

vhaiya. . .aro sohoj e ki pendrive diye setup jai na!

দি ডিজিটাল জোন XP কিভবে করব? দয়া করে জানাবেন…

thanks

Level 0

" দি ডিজিটাল জোন says:
২৭ মার্চ, ২০১১ at 7:01 অপরাহ্ন
পদ্ধতি টা একই রকম। আপনি উই্ন্ডোজ সেভেনের জায়গায় এক্সপির লোকেশন দেখিয়ে দিন, তাহলেই হবে, ধন্যবাদ… ""
মনে হয়না হবে !!

    মিঃ আপনি কি আমাকে অপমান করছেন?
    আপনি ইচ্ছা করলে মেহেদি আকরাম ভাইয়ের https://www.techtunes.io/other/tune-id/32504/ এই পোষ্টটা দেখতে পারেন। ধন্যবাদ…
    তবে সকল রকম বেয়াদবি থেকে দূরে থাকুন….

প্রিয়তে রাখলাম ।

ধন্যবাদ।
আমার নেট বুকে optical ROM নাই। তাহলে আমি কিভাবে কাজ চালাব। DVD ROM copy করে হার্ড ডিস্কে নিলে কাজ হবে?

    বন্ধু-বান্ধব কারও পিসি থেকে পেনড্রাইভ বুটেবল করে নিতে পারেন

ভাই, জিনিশটা বোধহয় রিমুভাল ডিস্ক নয়, রিমুভেবল ডিস্ক

    ধন্যবাদ, ভুল ধরিয়ে দেয়ার জন্য…. আপনার নামটি এই রকম কেন???

    আসলে শুধু রনি নামটা আগেই কেউ একজন নিয়ে নিয়েছেন তো তাই আমি নামের শেষে ইউনিভার্সিটির রোল নং টা বসিয়ে দিয়েছি…………..যাই হোক আমার অ্যাপাচার ৪ জিবি পেনড্রাইভ থেকে এভাবে ইন্সটলেশন শেষ কতে মাত্র(!!!!) ২ ঘন্টা ২৫ মিনিট লাগলো……সময়টা কমানোর কোন উপায় আছে কি?

"ড্রাইভ লেটার H হলে লিখুন BOOTSECT.EXE/NT60 L: এরপর এন্টার দিন।"
এখানে আমি বুঝতে পারছিনা কারন "এইচ" তো কোথাও নাই! প্লিজ সমাধান দিন।

Level 0

ভাই সবকিছু ঠিকভাবে করতে পারলাম। শান্তি পাইলাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে পেন ড্রাইভ ফরম্যাট দিলে ফরম্যাট হয় ঠিকই কিন্তু কিছু জায়গা দখল করে রাখে। এটার সমাধান কি ভাই?

Level 0

thank u…. 😀

Level 0

EXIT DILE TO CMD CLOSE HOYE JASSE?
ABAR BOLSEN CMD OPEN RAKTE BUJLAM NA?
pLZ EXPLAIN ME?