ঝকঝকে টেকটিউন এখন আপনার মোবাইল ব্রাউজারে

আমরা টেকটিউন ব্যবহারকারীরা প্রায়ই সমস্যায় পরি যখন মোবাইল দিয়ে সাইট সার্চ করি। টেকটিউন বাংলায় বলে বেশিরভাগ মোবাইল ওয়েব ব্রাউজার ঠিক মত ডিসপ্লে করতে পারে না। আমি অন্তত একজন ভুক্তভোগী। এ সমস্যা নিরসনে আজ আমার এই টিউন।

এখন বাংলা দেখতে পারবেন যে কোন java enabled মবাইলে। উপায়টি খুব সহজ।

১. প্রথমে আপ্নাত opera mini চালু করুন।

২. তারপর অ্যাড্রেস বারে গিয়ে লিখুন opera:config ।

৩. এখন খুজে বের করুন Use Bitmap font for complex script । ডিফল্ট হিসেবে এটি No আছে। Yes করে দিন।

৪. সেভ করুন।

৫. উপভোগ করুন বাংলার মাধুর্য্য সারাক্ষণ আপনার ফোনে, আপনার প্রাণে।

এটি opera mini v4.2 থেকে পরের সবগুলো ভার্সনে কাজ করে। এখানে পাবেন opera mini.আপনার পছন্দের ভার্সন টি বেছে নিয়ে ডাউনলোড করুন।

আরো কিছু সফটওয়্যার টিউটোরিয়াল সহঃ

১. s60 ফোনের ফন্ট creator
২. Win7 থীম
৩. কিছু বই
৪. Trial Time Stopper

চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।

ধন্যবাদ।

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা আপনার ডিসপ্লে নেম এমন কেন?

    Level 0

    হা হা আসলেইতো

আমার মোবাইল নোকিয়া n73
আমি opera 10 use করি
কিন্তু আপনার tricks কাজ করে না না না
pls help

    অপেরা ১০ কিন্তু অপেরা মিনি না। অপেরা মিনির ভার্সন বের হয়েছে ৬ পর্যন্ত আর অপেরা ১০ ও ১১ হচ্ছে অপেরা মোবাইল। অপেরা মোবাইলে বাংলা দেখতে হলে মোবাইলে ৪টি বাংলা ফন্ট ইন্সটল করতে হবে।

    অতিরিক্ত এক জন কে বলছি…

    অপেরা ১০ কিন্তু অপেরা মিনি না। অপেরা মিনির ভার্সন বের হয়েছে ৬ পর্যন্ত আর অপেরা ১০ ও ১১ হচ্ছে অপেরা মোবাইল। অপেরা মোবাইলে বাংলা দেখতে হলে মোবাইলে ৪টি বাংলা ফন্ট ইন্সটল করতে হবে।

    ৪টি বাংলা ফন্ট কিভাবে পেতে পারি…
    [email protected]

    আমি Nokia N8 ব্যবহার করি। কিভাবে বিভিন্ন বাংলা দৈনিক স্পষ্ট পড়তে পারব? জানা থাকলে Please help me…

thanks 6.0 te working 100%

    @Shamim, Apnar N8 opera'r kon verson support kore. Jodi opera 4, 5, 6 j kuno ekta support kore tobei apni mobile a bangla porte parben.

Bhai opera 3 te kaj kore na

    Level 0

    ভালো করে পরেন বলাই আছে v4.2 থেকে পরের সবগুলো ভার্সনে কাজ করে । 🙂

ভাইয়া ঝকঝকে কিন্তু But যা, bandwidth কাটতিছে না ওরে বাপরে…

    Level 0

    ফ্রি করে দিলে ভালো হইতো 😀

আগেই জানা ছিলো, তবুও টিউনের জন্য ধন্যাবাদ

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

আমি অনেকদিন থেকেই ব্যবহার করি

    Level 0

    🙁 কষ্ট পেলাম ভাই! আগে কেন জানান নাই? তাহলে আমাকে আর কষ্ট করে লিখতে হত না। :p
    ধন্যবাদ

ধন্যবাদ…আমার কাজে লাগবে

Level 0

এই এক জিনিষ আর কত দেখমু??

Kisu mne korben na..Erokom 2 line er tips diye ekta tune kore fellen tao abar puran pechal.exclusive kisu likhen…r nahole tune er title change koren…ami tu vablam ki na ki..

    Level 0

    সহমত

    সহমত । এসবের মানে হয় না । সরি 😐

    Level 0

    পুরানো হলেও আমার কাছে নতুন, আর আমার মত যাদের কাছে নতুন তাদের কাজে লাগলেই হবে। আপনি জানতেন, মানলাম। জানিয়েছেন কয়জনকে?

আমি opera mobile এ বাংলা use করার জন্য আমার N82 mobile এর 4 টি font replace করে বাংলা font ইন্সটল করছিলাম। কিন্তু অক্ষর গুলা একটা আর একটার উপর উঠে যাচ্ছে। কেও কি সমাধান জানেন?

Level 2

অপেরা দিয়ে opera:config ট্রিক্স ব্যবহার করে বাংলা দেখা যায় তা ঠিক আছে। তবে এতে ডাটা খরচ প্রচুর হয়। আমিও এভাবে আমার নকিয়া ৫২৩৩ তে বাংলা দেখতাম। তবে এখন বোল্ড ইন্ডিক ব্যবহার করছি। এতে বাংলা ফন্ট ব্রাউজারের সাথেই ইনষ্টল হয়ে যায়। তাই বাংলা দেখতে কোন সমস্যাই হয় না। http://boltbrowser.com/in/