Pendrive বা Hard Disk এর Bad Sector রিপেয়ার করবেন কিভাবে?

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি সবাই ভাল আছেন। আজ খুবই গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনার Pendrive or Hard Disk এর Bed Sector রিপেয়ারিং করবেন। অনেকেই দেখেন আপনাদের পেনড্রাইভ বা হার্ডডিস্ক ১০০০GB কিন্তু  দেখাচ্ছে 700GB তাহলে ৩০০ জিবি গেল কোথায়। এই বিষয়টাই হল Bed Sector. এই সমস্যাটা আপনি খুবই সহজে রিপেয়ার করতে পারবেন ছোট একটি ফ্রি টুলস এর মাধ্যমে।

আপনার পেনড্রাইভ বা হার্ডডিস্কে কি Bed Sector আছে কি না তাও চেক করে নিতে পারেন।

নিচে ভিডিওতে পুরো বিষয়টা দেখে নিন। তবে ভিডিও’র নিচে সফটওয়্যারের লিংক দেওয়া আছে। আশা করি উপকারে আসবে। এই রকম অনেক ধরনের ১০০ এর উপরে ভিডিও আছে আমার চ্যানেলে তার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই Subscribe করে রাখুন।

ভিডিও দেখুন

সাবস্ক্রাইব করুন

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস