তৈরি করুন পাসওয়ার্ড রিসেট ডিস্কঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল মাইক্রোসফট উইন্ডোজ। উইন্ডোজের সবচেয়ে বড় সমস্যা হল নিরাপত্তা। কম্পিউটারে যাতে অন্য ব্যবহারকারী ব্যবহার করতে না পারে সে জন্য আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি। উইন্ডোজ এক্সপিতে আমরা সাধারণত ইউজার পাসওয়ার্ড দিয়ে থাকি। ইউজার পাসওয়ার্ড না দিলে উইন্ডোজে প্রবেশ করা যায় না। তখন আমাদের বেশ বিপাকে পড়তে হয়। এক্ষেত্রে বিভিন্ন উপায়ে পাসওয়ার্ড ভাঙা যায়, কিন্তু পাসওয়ার্ড ফিরে পাওয়া যায় না। আপনি ইচ্ছা করলে খুব সহজেই পাসওয়ার্ড রিকভার করতে পারেন। তবে এ কাজটি করতে হলে আপনাকে পাসওয়ার্ড দেয়ার পরপরই আপনাকে একটি পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করতে হবে। তাহলে আসুন কীভাবে তৈরি করা যায় User Password reset Disk তা জানি।

কার্যপ্রণালী

ü  উপকরণ হিসেবে লাগবে একটি রিমুভাল ডিস্ক, যেমন- পেনড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি।

ü  আপনার রিমুভাল ডিস্কটি কম্পিউটারে সংযুক্ত করুন।

ü  এবার স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যান।

ü  এখান খেকে User Accounts খুলুন।

ü  আপনার ইউজার এ ক্লিক করুন।

ü  এখন দেখুন ইউজার একাউন্টের বামদিকে একটি Related Task নামে একটি প্যানেল আছে।

ü  উক্ত প্যানেলে Prevent a forgotten password নামে একটি লিংক লেখা আছে।

ü  উক্ত লিংকে ক্লিক করুন, একটি উইজার্ড আসবে।

ü  Next করুন ও রিমুভাল ডিস্কটি দেখিয়ে দিন।

ü  আবার Next করুন।

ü  এখন আপনি আপনার ইউজারে যে পাসওয়ার্ড ব্যবহার করেন তা Current user account password এ লিখুন।

ü  এবার Next করে Finish করুন।

ü  এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও নতুন পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারে প্রবেশ করুন।

আরেকটা কথা, আপনি যে রিমুভাল ডিস্কটি পাসওয়ার্ড রিসেট ডিস্ক হিসেবে ব্যবহার করছেন, তাতে যদি কোন প্রয়োজনীয় তথ্য বা উপাত্ত থাকে তাহলে তার ব্যকআপ করে নিন। তা না হলে আপনি আপনার সকল তথ্যকে ধুলার সাথে মিশিয়ে দিবেন এক নিমিষেই।

তবে এক্ষেত্রে অব্যবহৃত রিমুভাল ডিস্ক ব্যবহার করাই উত্তম/শ্রেয়।

সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন, আল্লাহ হাফেজ......

বিঃদ্রঃ আমি জানি, স্ক্রীণশর্ট দিলে ভাল হতো। তবুও দেইনি, কারণ আমার কম্পিউটারের ভাষা বাংলা। মনে কিছু নিবেন না। ভুলের জন্য ক্ষমা প্রার্থী।।

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank u

Level 0

আপনাকে ধন্যবাদ। অনেক জানলাম। ভাই যদি সিডিতে রাইট করতে চাই তাহলে কি সম্ভব?

    সম্ভাবনা নেই, তবে কেউ যদি পারেন, তাহলে অবশ্যই বলবেন, ধন্যবাদ…

User Password reset Disk নীয়ে একবার বিপদে প্রেছিলাম। তাই আর ব্যাবহার করা হয়নি।

    নতুন পন্ডিত ভাই আরেক বার দেখুন আশা করি সমস্যায় পড়বেন না, ধন্যবাদ আপনাকে….