MS Excel এর ম্যাজিকাল ৪ টি ট্রিকস

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?

আশা করি অনেক ভালো আছেন। আমরা অনেকেই আছি যারা MS Excel ব্যবহার করি। তাদের মধ্য হয়তোবা অনেকে খুবই Expert, আবার অনেকে Expert না। বর্তমানে Official সবধরনের কাজের জন্য MS Excel এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এখন ছোট খাটো কোনো চাকুরিতে ইন্টারভিউ দিতে গেলে ও MS Excel এর অভিজ্ঞতা চেয়ে থাকে। তো আমি MS Excel এর উপরে ৫০ টি ভিডিও তৈরী করার আশা রেখেছি, যে গুলো প্রত্যেক এর জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা Expert এবং Beginner তারা প্রত্যেকেই এই ভিডিও গুলো দ্বারা আশা রাখছি অনেক উপকারি হবেন। আজকে সেই ভিডিও গুলোর মধ্য ১০ম ভিডিওটি শেয়ার করলাম। আশাকরি সবাই দেখবেন।

আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছি MS Excel এর ম্যাজিকাল ৪ টি ট্রিকস। যা কিনা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বেশি কথা না বলে আমরা প্রাক্টিকাল দেখে আসি।

ভিডিও টি দেখার জন্য এখানে ক্লিক করুন।

বন্ধুরা কেউ খারাপ ভাবে নিবেন না, কারন প্ররিশ্রম করে আপনাদের জন্য ভিডিও গুলো তৈরী করে থাকি। অনেকে আবার এটা কে মার্কেটিং বলেন। বন্ধুরা মার্কেটিং বলুন আর অন্য কিছু বলুন আমি আপনাদের সাথে বিনামূল্যে এগুলো শেয়ার করতেছি। হয়তোবা আপনার একটু নেট খরচ হবে, কিন্তু আমার? যাক বন্ধুরা বেশী কথা বলবো না। আমি চাই আমি নিজেও জানি এবং আশে পাশের সবাই ও জানুক। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি তানভীর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস