অনেক দিন পর টেকটিউনস-এ টিউন করছি। কপি পেস্ট পাবলিকদের জ্বালায় লিখতে ্চ্ছে করেনা। তবুও শখের বশে ফিরে আসা।
প্রথমে বলে রাখি যে এয়ারগান আমাদের দেশে বৈধ। এর জন্যে কোন License লাগেনা। তবে পাখি শিকার কিন্তু অবৈধ। সেটা মাথায় রাখবেন না। তারপরেও বলবো বাসায় একটা এয়ারগান থাকলে অবসরে শুটিং প্র্যাকটিস দারুন ইন্টারেস্টিং ব্যাপার। তাছাড়া ইঁদুর জাতীয় প্রাণী মারতে পারেন :-)। এগুলোর ক্ষেত্রে আইন আপনাকে আরো উৎসাহিত করে। আমাদের দেশে দু’ধরনের এয়ারগান কিনতে পাওয়া যায়। স্প্রিংগার এবং পিসিপি। পিসিপি’র দাম আকাশ ছোঁয়া। দেখলে মারাত্মক অস্ত্র মনেহয়! এটা কেনা খানিকটা রিস্কি-আইন শৃংখলা বাহিনী আপনাকে টেরোরিস্ট ভেবে গুলি করে বসতে পারে:-)।
দাম, পাটস খুঁজে পাওয়ার ইত্যাদির দিকে বিবেচনায় স্প্রিংগার এয়ারগান ভাল। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় এয়ারগান ছিল ডায়ানা ৩৫। ডায়ানা জার্মানী কোম্পানী। সুতরাং এর স্টিল অত্যন্ত ভাল। একটা নতুন জার্মানী এয়ারগান কিনলে জীবনভর ব্যবহার করা যাবে। তবে এখন আমাদের দেশে সবচেয়ে ভাল জার্মানী এয়ারগান হলো (RWS/Diana) ডায়ানা ৩৫০ ম্যাগনাম। এটা অত্যন্ত লং রেঞ্জ। দামও লং- ১, ৫০, ০০০-২, ০০, ০০০ টাকা। যদিও আসল দাম ৪৫০ ইউ.এস ডলার। কিন্তু এয়ারগান যেহেতু ইমপোর্ট করা প্রচুর ঝামেলার বিষয়। সেজন্য আমাদের দেশের আর্মস ডিলাররা এয়ারগানের দাম এত বেশি নেন। আরেকটি জার্মানী কোম্পানী হলো (HW/Beeman). এরা ডায়ানার থেকেও ভাল মানের পার্টস ব্যবহার করে। লংজিভিটি এর আরও বেশি।
এয়ারগান তৈরীতে মানের দিক থেকে সবচেয়ে ভাল যথাক্রমে জার্মানী, চেক, ইংল্যান্ড, আমেরিকা, তুরষ্ক, ভারত। কেনার আগে ব্যাপারটা মাথায় রাখবেন। তুরষ্কের হাটসানও আমাদের দেশে তার শক্তির জন্য জনপ্রিয়। কিন্তু লংজিভিটি কম। সে’দিক থেকে ইন্ডিয়ার এয়ারগানগুলো ভাল। শর্ট রেঞ্জ হলেও দাম কম- টিকেও অনেক দিন। এয়ারগান সম্পর্কে আরও জানতে আমার you tube ভিডিও গুলো দেখতে পারেন। https://www.youtube.com/channel/UCgISFpfD4AodtW5W96zWOhQ?disable_polymer=true
আমি মুহাম্মদুল্লাহ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক্সপ্লোরার......