Google সমাধান – অনুপস্থিত ‘Volume control’ (win xp)

কিছু দিন আগেও OS - এ ছোট খাট সমস্যার জন্য দ্রুত এবং কার্যকরি (clean) সমাধান ছিল Format অতঃপর OS Setup.

মহান আল্লাহর দেওয়া মেধার ফলস্রুতি বিজ্ঞানের মহাবিপ্লবের ধারায় এখন Google দেয় তড়িত কৌশল সম্ভার।

কিন্তু search করে কাঙ্খিত সমাধান পেতে সাধারনত অনেক সময় লেগে যায়। ব্যাক্তিগত ভাবে সেরকম কিছু গুগল সমাধান হাতের কাছে রাখার জন্য এই ছোট প্রয়াস। বলাই বাহুল্য, সবই গুগল করে জোরা তালি দেওয়া।

Win XP টাস্কবারে Volume control icon    না দেখা গেলেঃ

Sound card নিশ্চিত ভাবেই install করা, Control panel > System > Hardware > Device manager এ Sound device সব ঠিক আছে (কোন conflict নাই), তাহলেঃ

১।

  • Control panel > Sound and audio devices এ যান
  • Volume ট্যাবে ক্লিক করুন
  • Place volume in the taskbar পাশে চেক করুন
  • OK

কাজ না হলে..

২।

  • Task manager ওপেন করুন (Ctrl+Alt+Del)
  • Processes ট্যাবে "explorer.exe" right-click করে "End process" (Desktop চলে যাবে)
  • Task manager > File > "New Task (Run)"
  • "explorer.exe" টাইপ করে OK
  • সব চলে আসার কথা।

তাও না হলে..

৩।

  • Volume control program -  "Sndvol32.exe" missing হতে পারে
  • চলে যান Control panel > Folder options অথবা My computer > View > Folder options
  • View ট্যাবে uncheck করুন "Hide protected operation system files (recommended)
  • Apply/OK
  • C:\Windows\System32\dllcache ফোল্ডার ওপেন করুন
  • "sndvol32.exe" file বের করে কপে করুন
  • Back করুন C:\Windows\System32 ফোল্ডারে
  • এখানে "sndvol32.exe" Paste করুন  

ঈনশাআল্লাহ এবার চলে আসার কথা।

বিঃ দ্রঃ সম্প্রতি এরকম একটা সমস্যায় উপোরক্ত সবগুলো পদ্ধতি চালিয়েও সমাধান হয়নি, তাই নতুন কোন সমাধানের প্রত্যাশায়..

Level 2

আমি ধার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। আমি একবার এমন সমস্যায় পরেছিলাম।
কোন মন্তব্য নাই ক্যান?? নতুন টিউনারকে সবাই অন্তত কিছু সাজেশান দিতে পারতেন!!!

টিউন বেশ ভাল হয়েছে। এর জন্য ধন্যবাদ। তবে আপনার টিউনের সাবজেক্ট “Google সমাধান – অদৃশ্য ‘volume control’ (win xp)” টিকে দেখে টিউন না দেখে বুঝায় উপায় নেই যে, আপনার টিউনে আপনি কি লিখেছেন।
আর “বিঃ দ্রঃ সম্প্রতি এরকম একটা সমস্যায় উপোরক্ত সবগুলো পদ্ধতি চালিয়েও সমাধান হয়নি, তাই নতুন কোন সমাধানের প্রত্যাশায়..” টিউনটিতে ভলিওম সমস্যার সমাধান নিয়ে টিউন করার পর আপনিই আবার বিশেষ দ্রষ্টব্য এইরকম লিখাটা কি ঠিক?

আশা করি পরবর্তি টিউনগুলোতে এই কথাগুলি মাথায় রাখবেন। ধন্যবাদ।
চালিয়ে যান আপনার টিউন।

জটিল টিউন করেছেন । আমিও এই ঝামেলায় পরেছিলাম প্রথম কম্পিউটার ব্যবহার করার সময় । ধন্যবাদ ।

সুন্দর টিউন। ধন্যবাদ।

Level 0

আপনার টিউনের ভাষাটি মজার হয়েছে \m/

সুন্দর টিউন। ধন্যবাদ 🙂

আপনাকে স্বাগতম টিটিতে,আপুনি নতুন টিউনার তাই ছোট খাঁট ভূল হওয়াটা স্বাভাবিক মনে করি।আপনার শিরোনামটা মনে হয় সুন্দর হয়নি।আশা করি সামনে ভালো ভালো টিপস উপহার দিবেন ধন্যবাদ আপনাকে।

টিউন ভাল হয়েছে। কিন্তু টিউনের সাবজেক্ট দেখে কনফিউজড হয়ে গিয়েছিলাম।

আপনাকে স্বাগতম টেটিতে,
আশা করি সামনে আরো ভাল টিউন করবেন সতর্কতার সাথে,
শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর হয়েছে চালিয়ে যান ও আর একটি কথা পরর্বতি টিউন যেন আরও সুন্দর হয়………ধন্যবাদ