ম্যাসেজ পাঠান আনলিমিটেড কিংবা রিমাইন্ডার by LuckyFM

দৈনন্দিন জীবনে চলার পথে আপনি কি নিজেকে গুছিয়ে চলতে নোটিফিকেশান বা রিমান্ডারের এর প্রয়োজনীয়তা অনুভব করেন? কিংবা হতে পারে চান যে কাউকে ঠিক একই রিমান্ডারের কাজটি করে দিতে? আবার হতে পারে আপনি চান যে বিশেষ কাউকে কিংবা সবাইকে প্রচুর টেক্সট (ম্যাসেজ) করতে মেইল করতে। তাহলে আজকের পোষ্টটি আপনার জন্যই সাজানো। 2011-02-19_172926গুগলের কেলেন্ডার সার্ভিস ই মূলত আজকের লেখার মূল বিষয়। অনেকেই হয়তো ইতি মধ্যেই এই সার্ভসটি ইউজ করেছেন। কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে এই ক্যালেন্ডার সার্ভিসটির নোটিফিকেশান আপনি ইচ্ছে করলে ইমেলে বা পপ আপের মাধ্যমে কিংবা এস এম এস এর মাধ্যমে পেতে পারেন। মূল ব্যাপারটি এখানেই। এস এম এস সার্ভিসটি ব্যাবহার করে আমরা কিন্তু যে কাউকে ম্যাসেজ আদান প্রদান ও করতে পারি। করার মধ্যে শুধু ২ টা কাজ করতে হবে। তো চলুন আমরা পদ্ধতিগুলো জেনে নিই।

গুগলের মাধ্যমে ফ্রি আনলিমিটেড এস এম এস পাঠানোর পদ্ধতিঃ

আপনাকে নির্ধারন করতে হবে যে আপনি নিজের রিমান্ডার হিসেবে ক্যালেন্ডার সার্ভিসটি ইউজ করবেন নাকি এস এম এস সেন্ড করার কাজ ইউজ করবেন? তো আমরা ২ টি পদ্ধতিতেই দেখবো কিভাবে কি করা যায়।

রিমাইন্ডার সেট করুন নিজের মোবাইলেঃ

০১. প্রথমে আপনাকে একটি জিমেইল একাউন্ট এর ব্যবহারকারী হতে হবে। আর একাউন্ট না থাকলে এখানে ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন

০২. একাউন্ট খুলার পর বা আগের একাউন্টে লগ ইন করুন তারপর গুগলের নতুন টুলবার থেকে ক্যালেন্ডারে এ ক্লিক করুন

ggl calender reminder

০৩. বামে তাকালে দুইটা অপশন দেখতে পাবেন ক্রিয়েট ইভেন্ট ও কুইক এড, ক্রিয়েট ইভেন্ট এ ক্লিক করুন।

০৪. ক্রিয়েট ইভেন্টে ক্লিক করে নতুন একটা ইভেন্ট ক্লিক করুন

ggl calender reminder 01

০৫. সেখানে বিভিন্ন অপশান দেখতে পাবেন। তবে এর মধ্য আপনার কাছে অর্থাৎ মোবাইলে আসবে টাইটেল ও কোথায় এর জায়গা সমূহ। তাই আপনার প্রয়োজনীয় বার্তাটি লিখুন হয়ার অর্থাৎ কোথায় এর স্থলে। কিন্তু আপনি কখন রিমাইন্ডার দিবেন তার টাইমো এখানে দিবেন। যেমন আপনি ৫ তায় আছর নামাজ এর জন্য রিমাইন্ডার দিলে সময় সিলেক্ট করতে হবে ০৫.০০ PM। নিচের চিত্রটি দেখুন

০৬. নিচে রিমাইন্ডার এর জায়গাটি মূল গুরুত্ব পূর্ন জায়গা। আপনি ইতিমধ্যে যদি মোবাইলের কনফার্মেশানটি করিয়ে নিন তাহলে এখানে মোট তিনটি অপশান দেখতে পাবেন, ইমেইল পপ আপ এবং মোবাইল। সো আপনিতো বুঝতেই পারছেন আপনি মোবাইলে সিলেক্ট করবেন। শটে খেয়াল করুন রিমাইন্ডারের জায়গায়।

ggl calender reminder 03

০৭. আপনি কত মিনিট আগে রিমাইন্ডার চান বা কখন ম্যাসেজ পাঠাতে চান তার উপর নির্ভর করে এখানে রিমাইন্ডারের ২য় ঘরে সংখ্যা বসাতে হবে।

০৮. সব ঠিক মত সেটিংস করা থাকলে সেইভ করে বেরিয়ে আসুন। ও হা আপনি ইচ্ছে করলে ফাইন্ড এ টাইম থেকে ও টাইম সিলেক্ট করতে পারবেন

ggl calender reminder 05

আর ইভেন্ট এডিট ও করতে পারবেন যদি চান।

ggl calender reminder 04

আশাকরি সকলেই বুঝতে পেরেছেন। না হলে আওয়াজ দিয়েন

মোবাইল কনফার্মেশান পদ্ধতি

আপনি মোবাইলে এস এম এস বা রিমাইন্ডারের জন্য যে নাম্বার সেট করবেন তার কনফার্মেশান প্রসেস নিচে দেওয়া হল

০১. আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি ঠিক করুন

০২. এরপর গুগল ক্যালেন্ডারে যান

০৩. বামে আপনার ইমেইল আইডির নিচে ADD | Setting আছে সেখান থেকে সেটিংস নির্বাচন করুন

ggl calender reminder 06

০৪. আপনি ক্যালেন্ডার সেটিংস এ প্রবেশ করলেন, মোবাইল সেটাপ ট্যাব এ ক্লিক করুন

০৫. কান্ট্রি বা দেশ সিলেক্ট করুন যেই দেশের নাম্বারে এস এম এস যাবে

০৬. ফোন নাম্বার এর জায়গায় শুধু ১১ ডিজিটের নাম্বারটি ( কান্ট্রি কোড ছাড়া বা সহ ) বসিয়ে দিন,

০৭. সেন্ড ভেরিফিকেশান টাইপের লিঙ্কে ক্লিক করুন,

০৮. আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি কোড আসবে, তা ভেরিফিকেশান কোড এর স্থলে বসিয়ে দিন

ggl calender reminder 07

০৯. আপনার মোবাইল ভেরিফাই হয়ে যাবে, সব ঠিক থাকলে

১০. এবার টেষ্টিং ম্যাসেজ পাঠিয়ে দিন

কিন্তু কিভাবে?? ওই যে নতুন ইভেন্ট করবেন আর রিমাইন্ডার সেট করবেন ঠিক কত মিনিট পর পাঠাতে চান তার থেকে ২/৩ মিনিত বাড়িয়ে।

এভাবে আপনি যতটি মোবাইলে আনলিমিটেড ম্যাসেজ পাথাতে চান ততটি ইমেইল আইডি খুলে কনফার্ম অরে নিবেন আর মন খুলে ম্যাসেজ পাঠাবেন।

আমার লেখা পোষ্টটি পূর্বে বিজ্ঞান প্রযুক্তিতে প্রকাশিত

অফটপিকঃ সালাম নিবেন সকলে, আপনাদের সবাইকে অনেক মিস করছি। আপনাদের যে কারো সমস্যায় আমাকে পাবেন ফেইসবুকে টেকনোলজী জগতের খুটি-নাটি নিয়ে

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

Level 0

এবার টেষ্টিং ম্যাসেজ পাঠিয়ে দিন……………..

কিন্তু কেমন করে………টিক বুজলাম না।

    Level 0

    উপরে দেওয়া আছে
    আশা করি বুঝতে সমস্যা হবেনা

অনেক ধন্যবাদ। সুন্দর একটি পোস্ট।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ 🙂

সুন্দর টউন। কত ক্যারেক্টার পর্যন্ত ম্যাসেজ পাঠানো যাবে? যে কোন মোবাইল এ————–?

    Level 0

    আশা করি যেকোন মোবাইলে
    আর ক্যারেক্টার ১৬০ মিনিমাম

অনেকদিনপর মনে হয় লাকী ভাই টিউন করলেন!
অনেক ভাল টিউন করেছেন,
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও গুরুত্বপুর্ন টিউনটি করার জন্য।
আশা করছি আরো নিয়মিত হবেন।

    আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহ
    অনেকদিন পর আপনার কমেন্ট দেখলাম।
    কি ব্যাপার কোথায় হারিয়ে গিয়েছিলেন????

    ওয়া আলাইকুম সালাম,সাইফুল ভাই আসলে আমি এখন দেশে আর আমার জিপি নেটের এমনই গতি কি আর বলব ঠিক মতন মেইলই চেক করতে মাঝে মাঝে কষ্ট হয়,তাই খুব একটা নেটে বসা হয় না।

    Level 0

    আতাউর ভাই ভাল আছেন ??
    দেশে কবে আসলেন??
    আর ফিরবেন কবে ??

যাক অবশেষে lucky ভাই ফিরলেন।এবার কিন্তু নিয়মিত টিউন চাই।

    Level 0

    🙂
    ফিরব, তবে সেমিষ্টার পরীক্ষা শেষে

জটিল এবং কঠিন তার পরেও নতুন কিছু শিখলাম । লাকি ভাই আপনাকে ধন্যবাদ।

    Level 0

    কঠিন 😮
    কোথায় সমস্যা খুলে বলেন, আমিতো আছিই
    মন্তব্যের জন্য ধন্যবাদ

ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুজে পাচ্ছিনা, তারপরেও বলি অসংখ্য ধন্যবাদ

    Level 0

    ভাষাটা বুঝেই নিলাম
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ

আমার কম্পিউটার সায়েন্স ডিপার্ট্মেন্টের জন্য আমি এই পদ্ধতি করেছি। স্যার বা ম্যাম কোন ইনফরমেশন ক্লাস রিপ্রেসেন্টেটিভকে দিলে সে তাগুগল ক্যালেন্ডারে আপডেট করে ফলে তা গুগল আপডেটের মাধমে সবার কাছে চলে যায়।
আমাদের সবার একটা করে গুগল একাউন্ট আছে।

    Level 0

    হুম, আসলেই জোস একটা সার্ভিস

টিটিতে টিউন করার প্রতি অনিয়মিত হয়ে গেছেন কোন এক কারণে, তবুও আপনি আবার টিটিতে টিউন করতে শুরু করেছেন দেখে বেশ ভালো লাগলো।
দারুন হয়েছে টিউনটি।

    Level 0

    😀
    ধন্যবাদ ডিজে

লাকী ভাই অনেক দিন পর আসার জন্য আপনাকে স্বাগত জানাই। অনেক দিন ধরে আপনাকে একটা প্রশ্ন করব বলে ভাবছি, আর তা হল আমি একটা ওয়েব সাইট বানাতে চাই, যারা স্বেচ্ছায় রক্ত দান করেন তাদের নিয়ে, এখানে প্রতিটি ডুনারের একটা করে প্রোফাই থাকবে যেখানে তার রক্তের গ্রুপ ও রক্ত দেওয়ার ডেট দেওয়ার অপশন থাকবে যা কতদিন পর পর রক্ত দিল তা আপডেট হবে। ওয়েব সাইট টি বানাতে কত খরচ পড়বে বা আমার কি কি পদক্ষেপ নিতে হবে যদি মন চাই একটু জানাবেন। কারণ আমি এটা সর্ম্পুণ মানব সেবার জন্য করতেছি, তাই এ ব্যপারে টেকটিউন্সের সকল টিউনার ও কমেন্টার এর কাছে আহবান জানাচ্ছি এ ব্যপারে যাদের জানা আছে তার আমাকে মতামত ও পরামর্শ জানাবেন। আমার e-mail [email protected], cell phone 01552704199.

বেশ ভালো লাগলো।

    Level 0

    ধন্যবাদ 🙂

Level New

nice post lucky vai
aro beshi post chai
onek din dekha nai
valo achen lucky vai?

    Level 0

    ধন্যবাদ কাদের ভাই 🙂
    ইনশাল্লাহ দেবার চেষ্টা থাকবে
    আমি আল্লাহর রহমেত আছি 🙂