এভিরার বৈধ লাইসেন্স পাবার কৌশল

এন্টিভাইরাস হিসেবে আমর প্রথম পছন্দ এভিরা। ব্যবহার করছি প্রায় ৩ বছর খেকে। সবধরনের এন্টিভাইরাস ব্যবহার করা হয়ে গেছে, তবে ব্যক্তিগতভাবে ভাইরাস ডিটেকশন পরীক্ষায় এভিরা সবার চেয়ে এগিয়ে। 97% ডিটেশকনের জন্য ইতিমধ্যে পুরষ্কারও পেয়েছে। যদিও এর ফলস পজেটিভ ডিটেকশন বেশী অর্থাৎ সন্দেহজনক ফাইল কে ভাইরাস বলে বেশী ডিটেক্ট করে তবে উল্টোটা কখনো দেখিনি। অর্থাৎ ভাইরাসকে ডিটেক্ট করতে ভুল করেছে এমনটা হয়নি।

দীর্ঘদিন ফ্রি ভার্সনটিই ব্যবহার করেছি। এন্টিভাইরাসের ক্ষেত্রে, প্যাচ পছন্দ করিনা। বেশীরভাগ ক্ষেত্রেই এরা ফায়ারওয়ালে ফুটো করে রাখে, ফলে হ্যাক হবার চান্স থাকে। 6 মাস আগে ইন্টারনেট ব্যাংকিং শুরু করায় পিসির সুরক্ষা বাড়ানোর প্রয়োজন অনুভব করলাম, তাই এভিরার ইন্টারনেট সিকিউরিটি নেবার চিন্তা করলাম (ফায়ারওয়াল ও এন্টিস্পাইওয়্যার সুবিধা রয়েছে)  । একটু নেট ঘাটতেই পেয়ে গেলাম এভিরার জার্মান অফার যেখানে এভিরা 6 মাসের লাইসেন্স বিনামূল্যে দিচ্ছে। জার্মান সেজে ওখান থেকে জেনুইন 6 মাসের লাইসেন্স নিয়ে খুব আরামে কাটালাম। বন্ধুদের শেয়ার ও করেছিলাম লাইসেন্সটি। এই মাসে লাইসেন্স শেষ হবে, তাই আবার সার্চ দিয়ে পেয়ে গেলাম রাশিয়ান অফার। রাশিয়াতে এভিরা 3 মাসের লাইসেন্স দিচ্ছে বিনামূল্যে। নূতন লাইসেন্স করিয়ে পোষ্ট করতে বসলাম এভিরা প্রেমীদের জন্য।

বৈধ লাইসেন্স পাবার প্রসেসঃ

1. প্রথমে আপনাকে রাশিয়ান প্রক্সি ব্যবহার করতে হবে, যাতে আপনি রাশিয়ার ইউজার বলে গন্য হোন। ফায়ারফক্সে কিভাবে প্রক্সি সেটাপ দেবেন দেখাচ্ছি নিচে-

ক) Tools থেকে Option এ ক্লিক করুন

খ) Network ট্যাব থেকে Settings এ ক্লিক করুন

গ) Manual Proxy Configuration রেডিও বাটনে টিক দিন।

SOCKS Host: এর ঘরে 212.158.161.96 লিখুন

Port: 1080 দিন

OK চেপে বেরিয়ে আসুন।

2. এবার এভিরা রাশিয়ার ওয়েব সাইটে প্রবেশ করুন। (SSL এনক্রিপ্টেড, ব্যাংকের সাইটগুলোর মত)

3. ফর্মটি নিচের ছবির তথ্যানুসারে পূরণ করুন। সাবিমট করুন।

4. পরের পেজ আসলে ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।

৫. ছবিতে দেখানো যায়গায় ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে HBEDV.KEY ফাইলটি। এটিই আপনার বৈধ লাইসেন্স আগামী তিন মাসের জন্য।

ভাষা বোঝার প্রয়োজনে গুগল ট্রান্সেটরে সাহায্য নিতে পারেন।

... পিসিকে সুরক্ষিত করুন, ভালো থাকুন।

--- নেট মাস্টার।
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank’ share.

avira_premium_security_suite for life

http://bit.ly/aviralifetime

    এন্টিভাইরাসের ক্ষেত্রে ক্রাক ও প্যাচ ব্যবহার করা নিজের জন্যই ক্ষতিকর। একটি ক্রাক করা কাসপারস্কাই এর চেয়ে সাধারণ মানের ফ্রি এন্টিভাইরাস আপনাকে অনেক ভালো সাপোর্ট দেবে।

    এন্টিভাইরাস ডাউনলোডের ক্ষেত্রে ওদের নিজস্ব সাইট ছাড়া অন্য কোনো সাইট থেকে করা উচিত নয়। আপডেটের ক্ষেত্রেও তাই।
    … এই নীতি মেনে চলার জন্যই সম্ভবত ভাইরাসের উৎপাত কখনো সহ্য করিনি। শুধু ধরেছি, আর মেরেছি!! 🙂

    একমত।ক্র্যাক – প্যাচ এণ্টিভাইরাসের ক্ষমতা কমিয়ে দেয়।

    ভাই ক্যাস্পারস্কি ইন্টার্নেট সিকুইরিটি এর সিডি কী কৈ পাব? আর এর ডাটাবেজ আপডেট এর লিংক টা দিয়েন . ধন্যবাদ.

    ৥সুমন রায়ঃ কাসপারস্পাই এর নিজস্ব ওয়েবের এই লিংক থেকে আপনি প্রয়োজন ও আপনার ভার্সন অনুসারে আপডেট নিতে পারেন।
    কাসপারস্কাই এর হাজারো ক্রাক-প্যাচ পাবেন টেকটিউনে বা Google এ। তবে বৈধ লাইসেন্স শেয়ার করতে দেখিনি কখনো। আমি কাসপারস্পাই এর চেয়ে এভিরা তে বেশি আস্থা রাখি। তাই কাসপারস্কাই এর লাইসেন্স নিয়ে কখনো ঘাটাঘাটি করিনি।

    নিশাচর নাইমঃ আপনার বক্তব্যকে স্বাগত জানাই 🙂

A+

এবার এভিরা রাশিয়ার ওয়েব সাইটে প্রবেশ করুন। (SSL এনক্রিপ্টেড, ব্যাংকের সাইটগুলোর মত)
vai ai thikanai dhukle to onno kisu dekhasse apner screenshot daoar moto na.plz hlp

    আপনাকে অবশ্যই রাশিয়ান কোনো প্রক্সি ব্যবহার করে ঢুকতে হবে। নাহলে ফর্ম আসবে না। আপনি উপরের দেখানো নির্দেশনা অনুসারে ফায়ারফক্সে প্রক্সি সেটাপ দিন তারপর রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করুন।

আমার eset nod32 antivirus

নেট মাস্টার ভাই, খুবই একটা কাজের টিউন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসলে এভিরা এন্টিভাইরাস আমারও প্রিয়। ২০১০ সালের মে মাসে একটি ৬ মাসের লাইসেন্স নিয়েছিলাম। কিন্তু বিগত জানুয়ারী মাসে তার মেয়াদ শেষ হয়ে যায়। তাই আপনার দেওয়া পদ্দতিতে দেখে ঝটপট শুরু করে দিই, কিছুতেই ফ্রক্সি সাইটে ঢুকতে পারছিলাম না।আপনার দেওয়া SOCKS Host: 212.158.161.69 ও Port: 1080 দ্বারা। শেষ পর্যন্ত ভুলটা ধরা পড়ল পরের স্ক্রীনসট টা দেখে। স্ক্রীনসটে কিন্তু SOCKS Host: 212.158.161.96 লিখেছিলেন। তাড়াতাড়ি ভুলটা সংশোধন করে দিন। নয়তো অনেকে হাবা হয়ে যাবে………. সবকিছুর পরেও চমৎকার……..!

    অনেক ধন্যবাদ! কিছুক্ষণ আগে ভুলটা নজরে আসায় সংশোধন করে দিয়েছি। 🙂

সুন্দর টিউন । এ ধরনের আরও টিউন প্রত্যাশা করি। ধন্যবাদ।

ধন্যবাদ। আমার avast 5 internet seccurity বা pro এর জন্য ব্যবস্থা করতে পারবেন? হেল্প!!

    আপাতত আমার জানা নেই। আশা করছি avast ব্যবহারকারী টিউনাররা আপনাকে সাহায্য করবেন।

    avast pro er cd key amar kache ache email karun.pathie dibo.

    ধন্যবাদ, সুমন রায় সাহেব কে। [email protected] ঠিকানায় মেইল করে আপনি সুমন রায় সাহেবের কাছ থেকে সিরিয়াল নিয়ে নিন।

ধন্যবাদ নেট মাস্টার ভাই, এভিরা আমার অনেক দিনের প্রিয়। কিন্তু বর্তমানে এভাস্ট দিয়ে চালাচ্ছি। কেন যেন মনে হল, এভিরা ইদানীং বেশী রিসোর্স খাচ্ছে…

    এভাস্ট ও ভালো এন্টিভাইরাস। তবে এভিরা বেশি রিসোর্স নেয় সেটা মনে কখনো মনে হয়নি। হালকাই মনে হয়েছে সবসময়।

ESET Samrt Security 4 Full Version টা আপনাদের কাছে এখন কেমন মনে হয় ? একটা জানা দরকার ছিল।

    ESET NOD 32 অবশ্যই ভালো মানের এন্টিভাইরাস। দ্রুত স্ক্যান করার ব্যাপারে এর বেশ সুনাম রয়েছে। তবে খেয়াল রাখবেন, ক্রাক বা প্যাচ ব্যবহার করে যেন ফুলভার্সন করা না হয়। আর সবসময় লেটেস্ট ভার্সনটি ব্যবহার করবেন। আমার জানা নেই 4 ভার্সনটি লেটেস্ট কিনা। 2011 সালের হালনাগাদ ভার্সনটি ব্যবহার করুন।

ভাই আমিতো পারছিনা। বাংলালায়ান ব্যাবহার করছি একটু উপায় জানাবেন

আমি আগে Avira anti virus free version ব্যবহার করেছি ভালো লাগত।কিন্তু এখন Eset Node 32 4.2.71.2 ব্যবহার করতেছি।

Valo hoich kaje lagbe

Level 0

brother, i tried with your proxy address bt failed. Is your screen shot is right? here in your screen shot you have port 80 in your HTTP tab?is this correct? if your screen shot is right then I have got problem in my pc..Can you suggest anything else?

Level 0

ভালই লেখেছেন