হায় বন্ধুরা,
সবাই কেমন আছেন, আশা করি সবাই নিশ্চয়ই খুবই ভালও আছেন, কারন যারা টেকটিউনসের সাথে থাকে তারা সবসময় ভালও থাকে এটাই শাভাবিক,কারন আমি মনে করি টেকটিউনসে মানুশ ভিসিট করলে সর্বদা নতুন নতুন কিছু শেখে আর সবার সাথে শেয়ার করে, আমি প্রায় ২ বছর যাবত টেকটিনসে প্রতিদিন ভিজিট করি,অনেক কিছু শিখেছি অনলাইনে,আজ প্রায় ১ বছর ধরে অনলাইনে ইনকাম করছি,তো ভাবলাম এবার আমার এই জানা তথ্য হয়তোবা অনেকের কাছে অজানা থাকতে পারে,তাই আমার মাধ্যমে হয়তোবা কারও কোন রকম উপকার হতে পারে,
তো বন্ধরা,আজকাল প্রায়ই অহরহ একটি ব্যাপার হয়ে উঠেছি যে অনলাইন ইনকাম তথা আউটসোর্সিং নিয়ে, তাই সে বিশয়েই বলছি, অনলাইন ইনকাম এর আসলে অনেক মাধ্যম আছে, আপনাকে কাজ জানতে হবে,কাজ করার জন্য আপনাকে অনলাইনে ইনকাম করার জন্য আপনাকে ধৌয্য ধরতে হবে, সঠিক নিয়মে কাজ করতে হবে,অনলাইনে তথা টেকটিউনসে যে সব বন্ধরা নতুন বিশেয করে ফ্রিল্যান্সিং এ নতুন কোন গাইডলাইন পাচ্ছেন না,আসলে তাদেরকে নিয়ে আজকে আমার এই টিউন,বন্ধরা অনলাইন এ যারা নতুন এবং এই নতুন থেকে এক্সপার্ট লেভেলে যেতে চান তাদের জন্য আমি একটি android app সেয়ার করতে চাচ্ছি,এই এন্ড্রয়েড সফটওয়্যারটি আমার কাছে খুবই ভালো লেগেছে,আমি এটি প্রতিদিন ই ব্যাবহার করছ, আপনারাও এটি ব্যাবহার করতে পারেন, এই সফটওয়্যারটিতে আউটসোর্সিং এর সকল কাজ দেখানো আছে,এমন কোন কাজ নেই যে যেটা এই আপের মধ্যে পাবেন না, সফটওয়্যারটিতে ফ্রিল্যান্সিং এর সকল বিশয়ে কাজ করার নিয়ম শেখানো আছে,এমনকি আপনারা আপনাদের কাজের দক্ষতাও যাচাই করে নিতে পারেন,
তবে নিজের দক্ষতা যাচাই করার জন্য আপনার ফোনে ডাটা তথা ইন্টারনেট সংযোগ চালু করতে হবে
সুতরাং বন্ধরা আপনারা সফটওয়্যারটির ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম,,
সফটওয়্যারটি কেমন আমাকে জানাবেন
আমি মোঃ হুমায়ুন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://youtu.be/ooBJjcAyCoQ
আপনি কি 3D তে অঙ্কন করতে চান? আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সবচেয়ে সহজ ভাবে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে এক মিনিটেই অঙ্কন করতে পারবেন আপনার ইচ্ছ মতো 3D আ্যাট।এবং পাঠিয়ে দিতে পারবেন আপনার বন্ধুর নিকট। আর অবাক করে দিন আপনার বন্ধুকে।
https://youtu.be/ooBJjcAyCoQ