আসুন আজকে আমরা জেনে নেই কি ভাবে কম্পিটারের হার্ড ড্রাইভ পার্টিশন দিতে হয়।
যে ভাবে আপনি আপনার কম্পিউটারের হার্ড ড্রেইভ ভাগ করবেন, এ নিয়ে অনেকেই অনেক প্রব্লেম এ পরেব, এবং আমাকে অনেকেই তা সলুশন করার জন্য বলেছেন, আর কথা না বারিয়ে কাজের কথায় আশি।
আপনি হার্ড ড্রাইভ দুই ভাবে পার্টিশন দিতে পারবেন, ১) কম্পিউটেরে উইন্ডোজ দেওয়ার সময়, ২) উইন্ডোজ ছারাই
আজ ২ নং টা নিয়ে আলোচনা করবো,
থিওরি না পড়ে আমরা যদি সরারদি ব্যবহারিকটা শিখে ফেলি তাহলে মনে হয় সব থেকে ভালো হবে,
এর জন্য আপনাকে একটা হেল্প করতে পারি তাহলো, আপনি সরাসরি নিচের ভিডিও টা দেখতে পারেন , তাহলে বেশি উপক্রিত হবেন
নিচের কমেন্ট অপশনে আমার একটি ভিডিওগ্রাফি করা আছে, যদি একটু কষ্ট করে দেখেন, কারন সেইটা আপবাদের জন্যই বানানো।
আমি আব্দুর রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/526164