হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা নিয়ে বলতে গেলে প্রায় সবার আগ্রহ আছে। সবাই টাকা উপার্জন করতে চান। কিন্তু কার বা কিসের মাধ্যমে করবেন জানেন না। তাদের জন্য মূলত আজকের এই টিউনও।
আপনার লেখা থেকে টাকা উপার্জন হয় মূলত দুই ভাবে। একটি হলো কেউ আপনার লেখা টি কিনে নিতে পারে যেটা থেকে মূলত আপনি একবারই কোন টাকা উপার্জন করতে পারবেন। আর অপরটি হল ব্লগে আপনার লেখাটি টিউন করে। তখন কোন বিশ্বাস্যযোগ্য সাইট আপনার হয়ে আপনার ব্লগে বিজ্ঞাপন প্রকাশ করবে। যতবার আপনার সাইটে ভিজিটর আসবে তারা যদি ওই বিজ্ঞাপনে যায় বা কেটে দেয় বিজ্ঞাপনটি তবে আপনি আপনি একটি নির্দিষ্ট পরিমাণ করে লভ্যাংশ পাবেন। অনেকভাবে বিজ্ঞাপন দেওয়া যায় যেটা আমি এখানে বলব না আপাতত।
বিশ্বাস্যযোগ্য এসব বিজ্ঞাপন দেওয়া সাইটের মধ্যে গুগল অ্যাডসেন্স সবার প্রথমে। এর কারণ হল, এটি গুগলের নিজস্ব তাই টাকা হারানোর কোন ভয় থাকবে না যদি না আপনি গুগলের কোন নিয়ম ভাঙেন।
তাহলে চলুন জানি গুগল অ্যাডসেন্স কি?, গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশিদারী প্রকল্প যার মাধ্যমে গুগল ও তার ব্যবহারকারী তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জন করতে পারেন। একটি ওয়েবসাইট বা ব্লগের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপণ দেখানর বা স্থাপনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। আজকের অনলাইন বিশ্বে এই বিষয়টি ব্যপক সাড়া জাগিয়েছে। বিজ্ঞাপণদাতাদের নিকট থেকে প্রাপ্ত অর্থের ৫০ থেকে ৬০ ভাগ টাকাই ওয়েবসাইটের মালিকদের মাঝে ভাগাভাগি করে নেয়। আর গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যেকেউ অর্থ আয় করতে পারে। প্রচুর বাংলাদেশী ব্লগার এবং ওয়েবসাইটের মালিক গুগল অ্যডসেন্সের বিজ্ঞাপণ প্রদর্শণের মাধ্যমে বর্তমানে অর্থ আয় করছেন।
কিন্তু আপনার ব্লগে বা ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপনের অনুমতি পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। গুগল অ্যাডসেন্স এসব ব্যাপারে অনেক বেশি কঠোর। উচ্চমানের ব্লগ বা সাইট ছাড়া কেউ গুগল অ্যাডসেন্স এর অনুমতি পায় না কারণ পৃথিবীর অনেক বড় বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন গুগল অ্যাডসেন্স দেয়। তাই মানের ব্যাপারে তারা অনেক কঠোর। যদি কোন ভাবে অনুমতি পান, তবে সবসময় চেষ্টা করবেন গুগলের সবরকম নিয়ম মেনে চলার।
গুগল অ্যাডসেন্স পেতে হলে নিচের কয়েকটি বিষয় আপনার সাইট বা ব্লগে থাকতে হবে ঃ
১। আপনার সাইট বা ব্লগটি অবশ্যই গুগল অ্যাডসেন্স অনুমোদিত ভাষার হতে হবে।
২। আপনার ব্লগ বা সাইটটি একটি নির্দিষ্ট বিষয়ের উপর হতে হবে অর্থাৎ ধরুন আমার এই সাইটে যদি বাংলা গল্প টিউন করে সেটি আমার ব্লগের নাম বা মেটা ট্যাগের সাথে মিল পড়ে না। এটি যদি করেন গুগল অ্যাডসেন্স তো পাবেনই না বরং আপনার সাইট বা ব্লগের রাঙ্ক আর ভিজিটর কমে যেতে পারে।
৩। আপনার ব্লগের প্রত্যেকটি লেখা যেন সাজানো থাকে যাতে ভিজিটর আসলে খুব সহজে তার পছন্দের বিষয় খুঁজে নিতে পারে। এরমানে হচ্ছে যে বিষয় নিয়ে লিখছেন তার সাব পার্ট গুলো যেন আপনার মেনু বারে থাকে। একটু ভালো করে বুঝতে আমার ব্লগের হোমপেজ থেকে ঘুরে আসুন।
৪। অযথা অতিরিক্ত ছবি ব্যবহার করবেন না যেটা আপনার ব্লগের স্পীড কমায়ে দেয়।
৫। যথেষ্ট পরিমাণে ভিজিটর আর টিউন না হওয়া পর্যন্ত গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন না। যদিও এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনার লেখার মান যদি অনেক বেশি ভালো হয় আর আপনার সাইট বা ব্লগ যদি মোটামুটি সাজানো থাকে তাহলে ক্ষেত্র বিশেষে খুব দ্রুত আপনি অনুমতি পেতে পারেন। তবে আমার মতে কিছু সময় অপেক্ষা করাটা ভালো। এতে আপনার ভিজিটর আর টিউন বাড়বে। ৬ মাস অপেক্ষা করাটা ভালো যদি আপনি গুগল অ্যাডসেন্স পেতে চান। এই সময় আপনি আপনার ব্লগ বা সাইটকে ডেভেলপ করুন।
৬। কখনও নকল কোন লেখা আপনার ব্লগ বা সাইটে দেবেন না। এটা অবশ্যই আপনাকে মানতে হবে আপনি যদি গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপনের অনুমতি নাও পান। কপি পেস্ট করলে আপনার ব্লগ বা সাইট রাঙ্ক কমে যেতে পারে। সাথে আপনার ভিজিটর কমে যাবে।
৭। চেষ্টা করবেন মানসম্মত লেখা লিখতে এতে যদি আপনার সপ্তাহে ২-৩টি লিখতে হয় তবু। এতে দুইটি উপকার হবে। একটি হলও, ভিজিটর আপনার সাইট বা ব্লগে অনেক বেশি সময় থাকবে এবং ভবিষ্যতে আবার ফিরে আসবে সাথে নতুন ভিজিটর নিয়ে। আর দ্বিতীয়টি হলও, গুগল খুব দ্রুত আপনার ব্লগ বা সাইটকে পড়বে এবং রাঙ্কে নিয়ে আসবে।
৮। অতিরিক্ত আর অপ্রয়োজনীয় Gadgets ব্যবহার করবেন না।
৯। অনুমতি পাবার পর প্রয়োজন ছাড়া নিজে কখনও নিজের সাইট বা ব্লগে ঢুকবেন না। গুগল এটাকে স্প্যাম ভিজিট হিসেবে ধরতে পারে।
১০। আপনার বয়স অবশ্যই ১৮ হতে হবে।
এগুলো মানলেই গুগল অ্যাডসেন্স এর অনুমতি পাবার ৯০% থেকে ৯৫% কাজ হয়ে যাবে, অ্যাপ্লাই করার আগে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই এর নিয়মাবলী জেনে নেবেন। এতকিছু করার পরও যদি কোন কারণ এ অনুমতি না পান তবে অনুমতি না পাবার কারণগুলো দূর করার চেষ্টা করে আবার অ্যাপ্লাই করবেন (দুই বারের বেশি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না)। তারপরও যদি অনুমতি না পান তবে হতাশ হবেন না, গুগল অ্যাডসেন্স ছাড়াও আরও অনেক সাইট আছে যার মাধ্যমে আপনি আপনার সাইটে বিজ্ঞাপন দিয়ে উপার্জন করতে পারবেন। এটা নিয়ে অন্য আরেকদিন কথা বলব।
ভালো লাগলে শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত দিন টিউমেন্টে।
টিউনটি আমার ব্লগ থেকে শেয়ার করা হয়েছে। টিউন লিংকঃ https://bdtechnologyzone.blogspot.com/2017/11/google-adsence-approval.html
আমি মাহমুদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।