কিভাবে ব্যাকগ্রাউন্ডএ রাইট ক্লিক করে যেকোন সফটওয়্যার ওপেন করা যায়

আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আজকে আমরা যে বিষয়টি শিখব তা হল কিভাবে ব্যাকগ্রাউন্ডএ রাইট ক্লিক করে যেকোন সফটওয়্যার ওপেন করা যায়। তাছাড়া এই ট্রিকসটি ফাইল এক্সপ্লোরার এও কাজ করে।মানে ফাইল এক্সপ্লোরার এর যেকোন খালি জায়গায় রাইট ক্লিক করে দরকারি সফটওয়্যার টি ওপেন করা যাবে দ্রুত। এতে দুটি উপকার হবে। এক, ব্যাকগ্রাউন্ডএ অযথা শর্টকাট রাখতে হবে না।দুই্‌ প্রয়োজনে দ্রুত যেকোন সফটওয়্যার ওপেন করা যাবে। ত চলুন শুরু করা যাক :----
1.প্রথমে Run command চালু করি।
2."regedit" লিখে ok ক্লিক করি।

3."HKEY_LOCAL_MACHINE" থেকে "SOFTWARE" থেকে "Classes" থেকে "Directory" তে যাই।

4."Directory" থেকে "background" থেকে "shell" এ যাই।

5.shell এর উপর রাইট ক্লিক করি।

6.New>Key তে যাই, নতুন একটি key তৈরি করি নাম দিলাম Firefox কারন এই সফটওয়্যার টি ব্যাকগ্রাউন্ড এ আনব।তবে এক্ষেত্রে যেকোন নাম দিতে পারি।

7.নতুন key (firefox) এর উপর রাইট ক্লিক করি।
8.new>key তৈরি করি। তবে এটার নাম দিতে হবে "command"।

9. firefox  ক্লিক করে ঐ পাশের প্রপারটিস থেকে ডিফাল্ট লিখায় ক্লিক করি।

10.valu data বক্সে মজিলা ফায়ারফক্স লিখি। এই লিখাটিই ডিসপ্লেতে প্রদর্শন করবে।ok ক্লিক করি।
11.new>string value তে ক্লিক করি। "icon" নাম দিতে হবে।icon এ ক্লিক করে value data বক্সে firefox ফাইল পাথ দেই, যেমন (C:\Program Files\Mozilla Firefox\firefox.exe) এটা আপনারা c:\program files অথবা c:\program files(x86) তে খুঁজে পাবেন। মানে যেখানে সফটওয়্যারটি ইন্সটল করেছেন।

14. "command" এর প্রপারটিস থেকে ডিফাল্ট লিখায় ক্লিক করে value data বক্সেও (C:\Program Files\Mozilla Firefox\firefox.exe) এটি পেস্ট করে দেই।ok ক্লিক করি। ব্যাস কাজ শেষ। এখন ব্যাকগ্রাউন্ড এ গিয়ে রাইট ক্লিক করে দেখুন Mozilla Firefox এসে পরেছে।

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন

ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারন পরবর্তীতে আমি এতে আর ভাল ভাল ভিডিও দেয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

Level 1

আমি Rakib Riad। Honours, Netrakona Govt. College, Netrakona। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস