Skitto সিমের নাম শুনেছেন আপনি?জ্বী বাংলাদেশের সিম!দেখে নিন এর সুবিধা অসুবিধা !

যাদের ওয়াইফাই নাই তারা মারাত্মক সমস্যায় পড়েন ডাটা কিনতে যেয়ে!
প্যাকেজ পছন্দ হলে টাকায় পোষায় না।
আবার টাকায় পোষালে প্যাকেজ পছন্দ হয়না।

স্কিটো নিয়ে এলো সমস্যার সমাধান।
আপনি কম টাকায় দুর্দান্ত ডাটা প্যাক আচ্ছেন!
তার উপর লো কলরেট তো আছেই!

আর নেটওয়ার্কের চিন্তা?
এই সিম গ্রামিনফোনের নেটওয়ার্কের আওতাধীন!
সো বাংলাদেশের চিপায় চুপায়ও এর নেটওয়ার্ক পাবেন :)

ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে ভিডিওটি দেখতে পারেন

Skitto Sim User Experience

 

অনেকেই ভাবতে পারেন যে এইটার কোড কি।

জ্বী এইটার কোড গ্রামীনফোনের ০১৭ দিয়ে।

 

এইটা সম্পূর্ণ স্পেশাল ভাবে তৈরি।

অন্যান্য গ্রামীনফোন সিম থেকে সম্পূর্ণ আলাদা ডিজাইন,সুবিধাসম্পন্ন।

তাই ব্যবহার করে ভালো সুবিধাই পাবেন।

কলরেট দুর্দান্ত!

 

সিম এবং এর কার্যাবলি দেখে নিন।

কার্যাবলী কিন্তু নরমাল না।

স্কিটো এপের মাধ্যমে এর কাজ করা লাগে।

আপনি ডায়ালার ইউজ করে এই সিমের কোনো কাজ করতে পারবেন না!

কি?

যন্ত্রণাময় লাগছে?

ভিডিওটি দেখে ফেলুন।

তাহলেই বুঝতে পারবেন।

 

আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন।

নতুন আরো ভিডিও আসবে ইনশাল্লাহ।

প্রতি সপ্তাহে প্রযুক্তি বিষয়ক কোনো না কোনো ভিডিও দেয়া হবে।

আশা করি কাজে লাগবে আপনাদের।

 

ধন্যবাদ 🙂

Level 2

আমি ইফতেখার আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস