আপনার কম্পিউটার নিয়ন্ত্রন করুন নিজের কথার মাধ্যমে (ভয়েস এক্টিভেটেড কম্পিউটার)

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন।আমি আপনাদের মাঝে তুলে ধরব Windows Vita & Windows 7 এর একটি অসাধারন ফিচার।সম্প্রতি ঢাকার ডিজিটাল মেলায় নাকি বুয়েটের কিছু ছাত্র এই বিষয়টি প্রদশরন করে।কিন্তু তারা নাকি দাবি করে এটা তাদের নিজেদের আবিষকার।আসলে এই Software টি

নিরমান করেছে Microsoft Company.যাই হোক আমরা এই Software এর মাধ্যমে Computer কে নিজের Voice এর সাহায্য  নিয়ন্ত্রন করতে পারব।এজন্য Computer এর সাথে একটি Microphone হলেই আপনি কাজ করতে পারবেন।

এবারে আসুন কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আলোচনা করি।

প্রথমে Control Panel এ গিয়ে Search করুন Speech Recognition তারপর নিচের নিয়মে কাজ করুন।

কিছু Screenshot দিলাম এবং নিয়মাবলি।

Microphone setup

আপনি প্রথমেই আপার Microphone Setup করে নিন।উপরের চিত্র অনুযায়ী।

Select Microphone

আপানার Microphone কি ধরনের সেটা নিরবাচন করুন।

Microphone Test

Microphone Adjust করার জন্য কিছু লেখা দিবে সেগুলো পড়তে হবে।

Tutorial

তারপর প্রথম ছবির চিত্র অনুযায়ী Take Speech Tutorial এ ক্লিক করুন।তখন এরকম একটি

Screen আসবে।এখানে যেটা বলবে সেটা আপনাকে করতে হবে।

Tutorial

speech Recognition এর Switch ON\OFF এর জন্য Start listening\Stop listening

Voice ব্যবহার করতে হবে অথবা Microphone logo তে ক্লিক করতে হবে।

Tutorial

এখানে বলা হয়েছে  say next to continue এখানে next বললে এটা পরবরতী স্তেপ এ চলে যাবে।

notepad,Wordpad,Microsoft office এর প্রোগ্রাম এ আপনি যেটা বলবেন সেটা Text এ পরিনত হবে।

মনে করেন একটা প্রোগ্রাম এ আপনি কাজ করছেন তখন আপনি Minimize that বললে সেটা Minimize হয়ে যাবে।Close that বললে  বন্ধ হয়ে যাবে।

Scroll bar এর নিয়ন্ত্রন করার জন্য বলতে হবে Scroll Down\Up. তাহলে Scroll bar Move করবে।

Windows পরিবেশে start বললে Start Button Click হবে।

মেনু সিলেক্ট এর জন্য go to<menu name>বললে সেই মেনুতে চলে যাবে।

আপনি আপনার প্রোগ্রাম ওপেন করবেন Start<Program Name>. Start  বলে প্রোগ্রাম এর নাম

বললেই সেই প্রোগ্রাম অন হবে।

তারপর মেনু থেকে Speech Recognition Voice Training এ ক্লিক করে আপনাকে Training দিতে হবে।এটা করলে কম্পিউটার এর সাথে আপনার Voice টা Adjust হবে।

এখানে কিছু লেখা দিবে সেগুলো আপনাকে পড়তে হবে।

Windows পরিবেশে Computer,RecycleBin ইত্যাদি বললে সেটা সিলেক্ট হবে,আর Enter বললে সেটা অন হবে।

যেকনো জায়গায় আপনি Show Numbers বললে সেখানে বিদ্যমান সকল Object এর উপর নাম্বার ভাসতে থাকবে আপনার পছন্দমত নাম্বার টি বললে সেটা সিলেক্ট হবে তারপর Ok বললে সেটা অন  হবে।

যেকনো এডিটর স্ক্রীন এ আপনি কথার সাহায্য লিখতে পারবেন।

আশা করি আপনারা এটি উপভোগ করবেন।

windows XP তে ব্যবহার এর জন্য নিয়ম দেখুন এখানে  http://support.microsoft.com/kb/306537

ধন্যবাদ সবাইকে ,ভালো থাকবেন।

Level 0

আমি RUMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi Im Imran-Rumon From Satkhira Polytechnic Institute.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jossssssssssss boss……………..

Windows Xp er jonno ki amon kono software ase??