আর নয় ড্রাম অর্জিনাল কার্টিজ রিফিল করে ব্যবহার করুন।

সর্ব প্রথম আল্লাহতায়ালার কাছে শুকরিয়া যানাচ্ছি যে, আমার প্রচেষ্টা ও তার সাহায্যের মধ্যমে কজটি করতে পেরেছি।

প্রিয় পাঠক, লেখার ভুল-ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।

এবার কাজের কথায় আসি। আজ আমি আপনাদের সাথে আমার নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করব।

আমরা কমবেশি সবাই কাজের প্রয়োজনে প্রিন্টার ব্যবহার করি। আমরা জানি প্রিন্টারের অর্জিনাল কার্টিজ রিফিল করা যায় না। যার কারনে আমারা প্রিন্টার ভেদে বিভিন্ন ড্রাম ব্যবহার করি। অনেক দিন ধরে ভাবছিলাম যদি এমন হতো যে, অর্জিনাল কার্টিজ রিফিল করা যেতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, তাও এখন সম্ভব। অবাক হবার কিছুই নেই।

আমি নিজেই রিফিল করে ব্যবহার করছি, তাও আবার ব্রাদার প্রিন্টার। গত দুই বছর যাবৎ চেষ্টার ফলাফল আজ পেলাম। আমি Brothers MFC-J3520 এই প্রিন্টার ব্যবহার করছি। আমার দেখা এতো কম প্রাইজে এতো ফিচার্স অন্য কোনো প্রিন্টার-এ পইনি। আমি নিজে Canon, Epson, Brother এই তিন ব্র্যান্ডের প্রিন্টার ব্যবহার করছি।

তাই বলছি আপনিও Brothers MFC-J3520 মাল্টি ফাংশনের প্রিন্টারটি ব্যবহার করতে পারেন। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের যাহায্য করতে পারি। প্রসেসটি দেখাতে পারলাম না কারন বিষয়টি একটু কঠিন। একটু ভুল হলে কার্টিজ নষ্ট হয়ে যাবে। তখন আম ছালা দুটোই যাবে।

 

আজ আর নয়। ভাল থাকবেন সুস্থ থাকবেন। দোয়া করবেন আবার যেন নতুন কিছুনিয়ে আপনারেদর সামনে আসতে পারি। কষ্টকরে পড়ার জন্য ধন্যবাদ।

খোদহাফেজ

 

ফেইবুকে আমি

Sakhawat Hossain

Level 0

আমি সাখাওয়াত হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস