ক্যারিয়ার গড়ুন ফ্রিলান্সার হিসেবে।১০০% এই টিউনটি আপনার জিবঙ্কে পালতে দিবে

হয়তো অনেকেই এই টিউনটি পড়ে বিশ্বাসি করতে চাবেন না। কিন্তু একটা কথা কি যানেন আজ বিশ্বাস না করুন, 5 বছর পরে হলেও আমার কথাটি বিশ্বাস করতে হবে। আমি আপনাদের সাথে এমন একটি ইউটিউব চ্যানেল এর সাথে পরিচয় করতে যাচ্ছি। যেই চ্যানেলের ভিডিও দেখলেই বূঝতে পারবেন আমার কথার সাথে মিল আছে কি না? যখন আমি নিজেই এই চ্যানেলের ভিডিও দেখতে শুরু করেছিলাম, তখন আমি নিজেই বিশ্বাস করতাম না যে। আজো কি অনলাইনে ভালো মানুষ আছে, যে বেকার সমাজকে মুক্ত করছে। আমি সব ভিডিও গুলো 1দিন সময় নিয়ে দেখতে লাগলাম। দেখে এতোটাই অবাক হয়ে ছিলাম যে,  এতো গুলো মানুষ তারা তো আর মিথ্যা কথা বলবে না। যারা অনলাইনে কাজ শিখে সফলতা লাভ করেছে। সবার মুখেই একটি কথা যে, ভাই যে যাই বলুক আমরা কাজ শিখে সফলতা লাভ করেছি। তাহলে কেন আপনারা পারবেন না। আপনারা ভিডিও সব গুলো আগে দেখুন। আর ভাবুন কাজ করবেন কি না? আমিও তাদের এই কথার সাথে মত দিয়ে, কাজে নেমে গেলাম। কাজ করার আগে শুধু এটুকু ভেবে ছিলাম যে. জিবনে এটাই শেষ চিকিৎসা যাই হোক কাজ শুরু করি। আজ আমি তাদেররি মতো একজন সফল অনলাইন ওয়ার্কার। আমি কোন দিন এই টেকনিউনস্ এ টিউন করিনি। কিন্তু এখন থেকে আমি সব সময় টিউন করবো তার কারন। আমি যার চ্যানেলটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। তার নামে বাজে টিউমেন্ট এবং টিউন করেছিলো কিছু বাজে মনমানসিকতার লোকজন। আচ্ছা আপনারাই যাছাই করুন। এই লিংককে ক্লিক করে সব ভিডিও দেখে তারপরিই বলুন। আমার কথার সাথে কাজে মিল আছে কি না? যারা বাজে টিউন এবং টিউমেন্ট করে তারা কি মানুষ তাই মনে হয় আপনাদের? যদি ভালো মানুষি হতো কারো নামে কিছু না যেনে টিউন ও টিউমেন্ট করতো না। তারা আপনাদের সঠিক পথ দেখানোর জন্য ভালো ভালো ইনফরমেশন দিতো। তাই বলবো আপনারা ভালো করে সব ভিডিও গুলো দেখুন। বাংলাদেশে এই রকম চ্যানেল 2য় একটি দেখাতে পারবেন না।

Level 0

আমি ইয়াসিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস