খুজেঁ বের করুন যে কোন সফটওয়্যারের সিরিয়াল কী অথবা ক্র্যার্ক ফাইল এবং ডাউনলোড করুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.০৫

নেট থেকে আপনি সহজেই অনেক সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন কিন্তু সিরিয়াল কী’র অভাবে হয়তো কিছুদিন পর আর ব্যাবহার করতে পারবেন না। পেইড সফটওয়্যারগুলো একটিভ রাখতে সেগুলো কে সিরিয়াল কী বা ক্র্যাক দ্বারা একটিভ রাখতে হয়। নেট থেকে সিরিয়াল কী, ক্র্যাক খুজে বের করতে আমি তিন’টি পথ অনুসরন করি আপনিও এভাবে খুজলে পেয়ে যাবেন।

১) Craagle সফটওয়্যার

২) গুগল সার্চ টিকস্ এবং

৩) সিরিয়াল সার্চ ওয়েবসাইট

১) Craagle সফটওয়্যার :

এটি একটি ফ্রি টুলস যা দ্বারা আপনি নেট থেকে খুব সহজে সিরিয়াল কী / ক্র্যাক নামিয়ে নিতে পারবেন। এই সফটওয়্যার’টি মুলত জনপ্রিয় সব সিরিয়াল কী সাইট থেকে সিরিয়াল কী / ক্র্যাক খুজে দেবে আপনাকে। প্রথমে ছোট্ট এই সফটওয়্যার’টি নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন তারপর সার্চ অপশনে আপনার সফটওয়্যার নাম এবং ভার্শন দিয়ে সার্চ করুন । সার্চ দেবার পর কিছুক্ষন অপেক্ষা করুন তারপর পর আপনার কাঙ্খিত সফটওয়্যার সিরিয়াল বা ক্র্যাক। এটি ব্যাবহার করার সময় আপনার কম্পিউটারের এন্টিভাইরাস বন্ধ করে রাখবেন আর না হয় এটি’কে ভাইরাস হিসেবে চিহ্নিত করবে। এটি কম্পিউটারের কোন ক্ষতি করবে না।

Craagle 4.0

২) গুগল সার্চ টিকস্ :

গুগল সার্চে 94FBR কিওয়ার্ডের সাহায্যে খুব সহজেই অনেক প্রয়োজনীয় সফটওয়্যারের সিরিয়াল কী খুজে পাওয়া যায়। প্রথমে গুগল সার্চে প্রবেশ করুন (www.google.com) তারপর যদি আপনি ফটোশপের সিরিয়াল কী খুজতে চান তাহলে সার্চ বক্সে নিচের মত করে সার্চ করুন।গুগল সার্চে 94FBR কিওয়ার্ডের সাহায্যে খুব সহজেই অনেক প্রয়োজনীয় সফটওয়্যারের সিরিয়াল কী খুজে পাওয়া যায়। প্রথমে গুগল সার্চে প্রবেশ করুন (www.google.com) তারপর যদি আপনি ফটোশপের সিরিয়াল কী খুজতে চান তাহলে সার্চ বক্সে নিচের মত করে সার্চ করুন।

  • “Photoshop 7″ 94FBR
  • “Age of Mythology” 94FBR
  • “Nero Burning Rom 5.5″ 94FBR

প্রথমে আপনি যে সফটওয়্যারের সিরিয়াল খুজতে চান তার নাম এবং 94FBR দিয়ে সার্চ করুন।

৩) সিরিয়াল সার্চ ওয়েবসাইট :

নেটে অনেক ওয়েবসাইট আছে যারা ফ্রি সিরিয়াল কী বা ক্র্যাক দেয়। সেসব সাইটে প্রবেশ করে আপনি সহজেই খুজে পেতে পারেন প্রয়োজনীয় অনেক দামী সফটওয়্যারের সিরিয়াল কী বা ক্র্যাক।
সিরিয়াল কী বা ক্র্যাক খোজাঁর কিছু সাইট হলো :

* পোস্ট’টি আমার ব্লগ 'নীলাঞ্চলে' প্রকাশিত।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.০৫ (IDM 6.05) ফ্রি ডাউনলোড করুন

ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের নতুন ভার্শন ৬.০৫। নতুন ভার্শনে আগের তুলনায় বেশী কার্জকরী করা হয়েছে এছাড়া আগের ভার্শনের তুলনায় ৫গুন বেশী গতিতে ডাউনলোড করতে পারবেন।

রিজ্যুম ক্যাপাসিটি আরো শক্তিশালী করা হয়েছে। আরো অনেক সুবিধা পাবনে।

এই.ডি.এম ৬.০৫ প্রিএক্টিভেট :IDM 6.05 Build 1 Preactivated

অথবা

এই.ডি.এম ৬.০৫ প্যাচ সহ : IDM 6.05 with patch

বি:দ্র: আই.সি.সি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ অনলাইনে লাইভ ম্যাচ দেখতে বুকমার্ক করে রাখুন - "লাইভ ক্রিকেট"

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধু ভালো না….খুবই ভালো
আন্তরিক অভিন্দন রইল……

Level 0

শুধু ভালো না….খুবই ভালো

Level 0

খুবই ভালো

Level 0

ভাই crack and serial key পাওয়ার এইরকম একটা tune করার জন্য ধন্যবাদ।

আর ভাই টিটিতে already IDM এর অনেক গুলা patch file দেয়া আছে।

    ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য 😛

    Internet Download Manager 6.05 কিছুদিন হলো রিলিজ পেলো 😉 হয়তো পুরোনগুলোর প্যাচ দেয়া আছে। আর যদি অনেক থাকে তাহলে আমার দেয়া ফাইল থেকে তবুও ত ডাউনলোড করছে (টিউন ভিজিটর ১৯০ আই.ডি.এম ডাউনলোড ১৫৬ জন… এখন পর্যন্ত)।।।। তবে প্রিএক্টিভেট টা ভাল… সাইলেন্স ইন্সটল হয়ে যাবে 😀

কাজ করে না।

দরকারি জিনিস।

Level 0

PRIYO TE RAKHLAM, THANK YOU, GIVE MORE.

আগে এটি নিয়ে টিউন হয়েছিল। প্রিয়তে রাখলাম।

    তা হলে তো কপি পেস্ট মারছি মনে হৈতেছে 😛 ধন্যবাদ 🙂

দ্বিতীয় পদ্ধতিটি দিয়ে তো ফ্রি ডাউনলোড হয়না ।তবে অন্যান্যগুলো ভালো লেগেছে।

Level 0

নাবিল ভাই,
১ নাম্বারে(Craagle সফটওয়্যার) একটা এডওয়ার আছে,
আপনি কি চেক করে দেখেছেন?

    আমি চেক করেছি সমস্যা নেই… আমার ডেস্কটপে প্রথমে ব্যাবহার করেছি, তারপর ল্যাপটপে…. তারপর বন্ধুর কম্পিউটারে।।।

অনেক দিন ধরে এরকম সফটয়্যার খুঁজছিলাম অসংখ্য ধন্যবাদ Craagle দেবার জন্য

Level 0

সাবধান ভাইরাস থাকে ।হ্যাক টুলস তু থাকবেই

    …………………… এটি কম্পিউটারের কোন ক্ষতি করবে না।

Many many X 100000000000000000000000000000000000000000000
Thanks.
3 bochhor dhore ja pai ni , aj tai khuje pelam. 100 % working.!!!!

    ভাল লাগল মনে থেকে ধন্যবাদ দেবার জন্য 🙂 এটা দিতে অনেকেই কাপূন্য করে…

Level 0

Bro, apnar IDM 6.05 Build 1 Preactivated softare ti install ar jonno ki ager IDM uninstall kora lagbe? Ar ati install korar process ki normal ar motoi?

    প্রি-এক্টিভেট মানে কোন প্রকার সিরিয়াল কী বা ক্র্যার্ক ফাইলের দরকার নেই আর এটি সাইলেন্স ইন্সটল হবে মানে আপনি ডাউনলোড করার পর ইন্সটলে ক্লিক করলে অটো ইন্সটল হয়ে যাবে… নেক্সট…. নেক্সট চাপার দরকার নেই 😉 আগের’টা থাকলেও সমস্যা নেই রিপ্লেস হয়ে যাবে যদি সমস্যা হয় তাহলে আগের’টা আনইন্সটল করে নিবেন। আর ভুলেও আপডেটে ক্লিক করা যাবে না তাতে আম ছালা দু’টো যাবে 🙂

ধন্যবাদ নাবিল ভাই , আপডেট করা যাবে।

    কোন’টা আপডেটের কথা বলছেন… বুঝলাম না !!! তবে আই.ডি.এম আপডেট করলে ক্র্যার্ক বা সিরিয়াল তখন হারানোর সম্ভবনা থাকে 🙁

কাজে আসবে ধন্যবাদ আপনাকে।

কেস্পারস্কি আপনার পোস্টে ঢুকতে দেয়নাই মানে ব্লক করসে কারনকি যানতে চাই।
অবশ্যই কাজে লাগাব। আপনাকে অনেক অ…………………………..নে………………… ক ধন্যবাদ।

    ক্র্যাগেল এর নাম শুনলে এন্টিভাইরাসগুলো জামেলা করে।।। এন্টিভাইরাস অফ রাখুন………… এটির জন্য

উপরের সফটওয়্যারটি নিয়ে এর আগে একটি টিউন হয়েছিল। তখন এটি আমি ডাউনলোড করেছিলাম। কিন্তু এটি আমি যেই সফটওয়্যারের সিরিয়াল নম্বর খুজি সেটিই পাইনা। আর এটি শুধু কয়েকটি ওয়েব সাইট সার্চ করে। নাবিল ভাই পারলে secukeeper 2.9 এর সিরিয়াল কীটা একটু খুজে দিলে খুব ভাল হয়। আমার মেইল [email protected]

    ক্র্যাগেল দ্বারা জনপ্রিয় সফট্ওয়্যারগুলোর সিরিয়াল কী পা্ওয়া যাবে। secukeeper 2.9 এর জন্য এই লিঙ্ক’টা থেকে http://www.mediafire.com/?nesl3mlxojo কিগেন সহ ডাউনলোড করে নিন (2.95 MB)

vai pls amakay kau SHUTTERSTOCK ar premium account ar coad ta ditay parban? plssssssssssssssssssssss

নাবিল ভাই আপনি যেই মিডিয়াফায়ারের লিংকটা দিয়েছেন সেখান থেকে আমি সফটওয়্যারটি নামিয়েছি। কিন্তু আমি এভিজি এন্টি ভাইরাস ব্যবহার করি। সেটি আপনার দেয়া জিপ ফাইলটা অপেন করলেই win32 নামের দুটি ভাইরাস দেখায় এবং ফাইলগুলো মুছে যায়। তাই আপনি দয়া করে এই সফটওয়্যারের কয়েকটি কী (যদি আপনার কম্পিউটারে অপেন হয় তাহলে) এখানে লিখে দিতেন বা আমার মেইল আইডিতে পাঠিয়ে দিতেন তবে খুব উপকার হতো।

দরকারী টিউন আমার কাজে লাগবে ধন্যবাদ নাবিল ভাই

প্রিয়তে

Level 0

Onek dhonnobad. khub nice tune Nabil vaiaa…

Level 0

নাবিল ভাই, DU Meter 5.30.3518 এর ক্র্যাক ফাইল থাকলে প্লিজ জানাবেন। কৃতজ্ঞ থাকব ভাইজান।