UC BROWSER এর এডাল্ট নিউজ দেখতে দেখতে আপনি কি বিরক্ত? তাহলে টিউনটি আপনার জন্য…

বর্তমানে আমাদের দেশে এন্ড্রয়েডে ব্যবহিত সবথেকে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে ইউছি ব্রাউজার। এর দ্রুত স্পিড এবং সুন্দর ইন্টারফেসের জন্য এবং বিভিন্ন অকেশনে নানা রকম গিফট দেবার জন্য এর জনপ্রিয়তা এবং ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এই ব্রাউজার ব্যবহার কারী রা সবথেকে যে সমস্যা বেশী ফেস করেন তা হলো এর থেকে প্রদত্ত উলটা পালটা বাংলা নিউজ এবং সেগুলোর নটিফিকেশন। অনেকের কাছেই এই ব্যাপার টি চরম বিরক্তির কারণ।

তো আপনার কাছে যদি মনে হয় যে আপনি ইউছির হোমপেজ এবং আপনার নটিফিকেশন বারে আর এই সব নিউজ দেখতে চাননা তাইলে ফলো করুন আমার আজকের টিউনটি। আপনি চাইলে নিচের ভিডিও টি দেখতে পারেন আবার নিচে থেকে বিস্তারিত নিয়ম পড়েও নিতে পারেন। ভালো ভাবে বুঝার জন্য ভিডিও টিউটোরিয়াল আর যাদের সেই সময় নেই তারা নিচ থেকে পড়ে ফেলুন পুরো প্রসেস...

চলুন প্রথমেই বন্ধ করে আসি এইসব নিউজের নটিফিকেশন গুলো:

প্রথমে ব্রাউজার ওপেন করে অপশন এ যান। এরপর সেটিংস এ ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে নটিফিকেশন সেটিংস এ ক্লিক করুন। সেখানের সমস্ত নটিফিকেশন অফ করে দিন। এবার হোম পেজে ফিরে আসুন। স্ক্রল ডাউন করে নিচে যান এবং Manage Cards এ ক্লিক করুন। সেখান যেসব নিউজ কার্ড গুলো অন আছে সবগুলো অফ করে দিন। এবার ব্যাক করে দেখুন আপনার UC BROWSER এর হোম্পেজ একদম ফ্রেশ। সেখানে আর কোন নিউজই শো করছে না।

তো এই ছিল আজকের ছোট্ট কিন্তু দরকারী একটি টিউন। জানি ভিডিও দিলে আপনারা অনেক সময় বিরক্ত হোন তাই আমি ডিটেইলস বলে দিয়েছি। আশা করি ভিডিও না দেখলেও বুঝে যাবেন। তবুও একটা জিনিস নিজে চোখে দেখে নিলে ব্যপার টা আরো সহজ হয়ে যায়। এতদূর কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি অরণ্য ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Valo laglo.