পেনড্রাইভ দিয়ে কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পদ্ধতি (ভিডিও টিউন)

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভাল আছেন।
আজ আমি দেখাব কিভাবে পেনড্রাইভ দিয়ে কম্পিউটারে উইন্ডোজ ইন্সটল করা যায়। যদিও অনেকে এই বিষয়ে টিউন করে থাকে কিন্তু এই টিউনে কোন থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার না করে পেনড্রাইভ বুটেবল করা হয়েছে।
আমরা যারা কম্পিউটার চালাই উইন্ডোজ তাদের নিত্তনৈমিত্তিক ব‍্যাপার। বার বার সিডি কিনে উইন্ডোজ দেওয়া অনেকের ক্ষেত্রে ঝামেলার ব‍্যাপার। আর প্রয়োজনের সময় সিডি পাওয়াও অনেকের জন‍্য দুষ্কর। যারা নেটবুক বা নোটবুক ব‍্যবহার করেন তারা তো উইন্ডোজ নিয়ে বিশাল ঝামেলায় পড়েন। আমরা এই সবগুলো সমস‍্যার সমাধান করতে পারি মাত্র একটি কাজ করেই। পেনড্রাইভ বুটেবল করে নিয়ে।বুটেবল করে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট, টেন, ভিস্তা যা খুশি ইন্সটল করতে পারবেন।
যা যা লাগবেঃ
১। পেনড্রাইভ (৮ জিবি হলেই চলবে)
২। একটা চালু কম্পিউটার
৩। আপনার চাহিদামত একটা উইন্ডোজ সিডি (উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট, টেন, ভিস্তা)
তো আমরা শুরু করি
১। প্রথমে কম্পিউটার চালু করে start+run এ যেতে হবে এবং সেখানে cmd লিখে এন্টার চাপতে হবে (Run as Administrator Recommended)।
২। ডস মোডে কমান্ড প্রম্পট চালু হবে।
৩। এখানে diskpart লিখে এন্টার চাপতে হবে।
৪। list disk লিখে এন্টার চাপতে হবে।
৫। এখন একটা লিষ্টে পেনড্রাইভ সহ যে মেমোরি ড্রাইভগুলো কম্পিউটারে কানেক্ট করা আছে সেগুলো দেখাবে
৬। select disk 1 লিখে এন্টার চাপতে হবে। (কম্পিউটারে শুধু হার্ডডিস্ক ও পেনড্রাইভ লাগানো থাকলে disk 1 এ পেনড্রাইভ থাকে।)
(আরো ড্রাইভ লাগানো থাকলে disk 2 বা disk 3 হতে পারে। তখন select disk 2 বা select disk 3 লিখে এন্টার চাপতে হবে)
৭। clean লিখে এন্টার চাপতে হবে।
৮। creat partition primary লিখে এন্টার চাপতে হবে।
৯। select partition 1 লিখে এন্টার চাপতে হবে।
১০। active লিখে এন্টার চাপতে হবে।
১১। format fs=ntfs quick লিখে এন্টার চাপতে হবে।
১২। ১০০% ফরমেট হতে কতক্ষণ সময় লাগবে।
১৩। ফরমেট কমপ্লিট হওয়ার পর assign লিখে এন্টার চাপতে হবে।
১৪। exit লিখে এন্টার চাপতে হবে।
আমাদের বুটেবল করার জন্য পেনড্রাইভ এখন প্রস্তুত
উইন্ডোজের সিডিটি কম্পিউটারে প্রবেশ করাতে হবে এবং সিডি ও পেনড্রাইভের drive letter দেখতে হবে।
এখন আবার ডস কমান্ড প্রম্পট এ h: cd boot লিখে এন্টার চাপতে হবে। ('h' হল সিডির drive letter)
cd boot লিখে এন্টার চাপতে হবে।
bootsect.exe/nt60 i: লিখে এন্টার চাপতে হবে। ('i' হল পেনড্রাইভের drive letter)
বুটেবল এর কাজ শেষ।
এখন শুধু সিডিটা কপি করে পেনড্রাইভে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের উইন্ডোজ পেনড্রাইভ। এখন এই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দেয়া যাবে যেকোন কম্পিউটারে।

 

যদি কোন সমস্যা হয় তবে দেখে নিতে পারেন এই ভিডিওটি--

 

https://www.youtube.com/watch?v=gJODcAGDfGo

 

ধন্যবাদ সবাইকে। কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভূলবেন না।

Level 2

আমি তোফায়েল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস