কিভাবে whatsapp দিয়ে বন্ধুদের চমকিয়ে দিবেন।

প্রিয় টেকটিউনসবাসী কেমন আছেন সবাই? অনেকদিন পর আসা হলো। ব্যস্ততা আর ঝামেলার ফলে দূরে থাকা। তবে খুবই মিস করছিলাম লেখা লেখিকে।

আজ আপনাদের সামনে কয়েকটা কুল হোয়াটস এপ ট্রিক নিয়ে হাজির হলাম। ফ্রেন্ডদের সাথে হোয়াটস এপে চ্যাট করতে গেলেই এইসব ট্রিকস ব্যবহার করেই খুবই ফান করা যায়। চলুন তাহলে আজকে দেখি তাহলে এসম কেমন ট্রিক।

  • ট্রিক ১: বোল্ড লেখা: হোয়াটস এপে বোল্ড লেখা যায় না। আপনি চাইলে সহজেই আপনার মেইন টেক্সট এর আগে ও পরে * দিয়ে পুরা লেখাটাকে বোল্ড করতে পারেন।
  • ট্রিক ২ : ইটালিক লেখা: লেখাকে ইটালিক করতে চাইলে মুল লেখার আগে এবং পরে আন্ডারস্কোর (_) দিয়ে দেখুন। লেখা ইটালিক হয়ে গেছে।
  • ট্রিক ৩: কাট টেক্সট: লেখাকে কাট দেখাতে চাইলে তাহলে মুল লেখার আগে এবং পরে ~ এই সিম্বলটি ব্যবহার করতে পারেন।

হোয়াটস এপে লেখা অন্যান্য আরোএইসব ট্রিকস ব্যবহার করে বন্ধুবান্ধবীদের সাথে ফান করতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন।

কারেন্ট চলে যাওয়াতে আর বেশি লিখতে পারছিনা। ব্যাকাপ কম। আজ এখানেই শেষ করতে হলো। দু:খিত খুব বেশি লিখতে পারিনি বলে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level New

আমি ডিজিটাল পরিব্রাজক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমকালাম না