টাস্ক ম্যানেজার ছাড়াই এক ক্লিকে বন্ধ করুন হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর বিভিন্ন বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি হল প্রোগ্রাম রেসপন্স না করা অর্থাৎ হ্যাং হয়ে যাওয়া। র‌্যাম এর স্বল্পতা, ভাইরাস, নিম্নমানের প্রোগ্রাম ডিজাইন ইত্যাদি বিভিন্ন কারনে এই সমস্যা হতে পারে। যখন কোন সফটওয়্যার হ্যাং হয়ে যায় তখন আমরা সাধারনত Alt+Ctrl+Del চেপে টাস্ক ম্যানেজার ওপেন করে সেই সফটওয়্যার বন্ধ করে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে টাস্ক ম্যানেজার খুলতেও যথেস্ট সময় লাগে, কারন এটি শুধু সেই হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম নয় বরং আরও অনেক কিছু নিয়ে লোড হয়। আর তাই টাস্ক ম্যানেজার ওপেন না করে এক ক্লিকে হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম বন্ধ করে দিলে কেমন হয় ? দেখা যাক এটি কিভাবে করা যায়।

    • প্রথমেই ডেস্কটপ এ রাইট ক্লিক করে New > Shortcut সিলেক্ট করুন।
    • এবার একটি ডায়ালগ বক্স দেখা যাবে যেখানে আপনার শর্টকাট এর লোকেশন জানতে চাইবে। সেখানে নিচের লেখাটি কপি করে পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।

taskkill.exe /f /fi “status eq not responding”

    • শর্টকাটটির পছন্দমত একটি নাম দিন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন।

 

ব্যাস কাজ শেষ। এখন কোন প্রোগ্রাম হ্যাং হয়ে গেলে শুধু এই শর্টকাটে ডাবল ক্লিক করলেই সেই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। টাস্ক ম্যানেজার ওপেন করার আর কোন ঝামেলা থাকল না।

ভিডিও টি দেখুন আর যদি কোন কিছু জানার থাকে বা বলার থাকে তা হলে ইনবক্স এ মেসেজ করতে পারেন বা এই ভিডিওটির নিচে টিউমেন্ট করতে পারেন।

যে কোনো প্রয়োজনে আমাকে পাবেনঃ

আমার ফেসবুক আইডি।

আমার ফেসবুক পেজ

আমার ফেছবুক গ্রুপ

আমার ব্লগ

আমার ভিডিও ইউটিউবে পেতে সাবস্ক্রাইব করুন।

আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।

আমার চ্যানেলটি Subscribe করলে আপনি আরো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন।

আমার অন্যান্য টিউন গুলো

টাস্ক ম্যানেজার ছাড়াই এক ক্লিকে বন্ধ করুন হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম
মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কি ভাবে বীমা প্রতিষ্ঠান প্রিমিয়াম বের করে শিখে নিন
এখন উইন্ডোজের রিফ্রেশ করার প্রয়োজন হলে সেটি স্বয়ংক্রীয়ভাবে হবে
You Tube ভিডিও তে অ্যাড শো করছে না?
খুব সহজে তৈরি করে নিন Unlimited Facebook ভেরিফাই একাউন্ট
কি ভাবে কাগজ দিয়ে মানব কঙ্কাল তৈরি করবেন শিখে নিন
YouTube Video এ ভিজিটর ১০০০০ করবেন মাত্র কয়েক মিনিটে দেখে নিন

খুব সহজেই পরিবর্তন করে নিন আপনার Wifi Router User Name and Password

মাত্র কয়েক সেকেন্ডে ফিরিয়ে আনুন ভাইরাস কারণে নষ্ট হয়ে যাওয়া ফাইল ১০০% কার্যকর।
Facebook থেকে কি ভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া ভিডিও ডাউনলোড করবেন
কি ভাবে YouTube থেকে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া ভিডিও ডাউনলোড করবেন

Level 3

আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস