Cool Home Projects [পর্ব-০৩] :: অরজিনাল অথবা ফেইক ব্যাংক নোট যেভাবে সনাক্ত করবেন (ভিডি সহ)

আস সালামু আলাইকুম। কেমন আছেন সবাই।

ফেইক /ভুয়া ব্যাংক নোট ইদানিং হর হামেশাই দেখা যাচ্ছে। কিছু অসাধু চক্র এই কাজ টি দিনের পর দিন করে যাচ্ছে। কয়েকদিন আগে আমি ১ হাজার টাকার একটি নোট ধরা খেয়ে এ ব্যাপারে জানার চেষ্টা করি আসলে কিভাবে ভুয়া নোট গুলো চিনা যায়। যদি নোট নিয়ে সন্দেহে ভোগেন তাহলে অব্যশই এই পদ্ধতির মাধ্যমে চেক করতে পারেন। এখন আসি কিভাবে আপনি সনাক্ত করবেন আসলেই এটি ফেইক ? এ জন্য আপনার যা দরকার হবে – তা হল তিন কালারের একটি ছোট লাইট। যেমন টা ছবিতে দেয়া আছে।

 

 

 

 

 

 

 

 

আর একটি অরজিনাল নোট নিতে পারেন (৫০০/ ১০০০ টাকার নোট)জাস্ট চেক করার জন্য। এর পর নোট টির যেখানে ৫০০/১০০০ লেখা আছে ঠিক তার নিচ বরাবর বেগুনী কালার এর লাইটির আলো ফেলুন। ছবিতে দেখুন-

 

 

 

 

 

 

 

 

যদি আপনার নোট অরজিনাল হয় তবে দেখবেন কয়েকটা রেখার মত ফুটে উঠেছে আর ফেইক হলে দেখা যাবে না। নিচের ভিডিও টি দেখলে আশা করি ভাল ভাবে বুজতে পারবেন।

ভিডিও দেখুনঃ

আজ এ পর্যন্তই। ভাল লাগলে টিউনটি শেয়ার করার অনুরোধ রইল। আমাকে ফলো করুন অথবা কোন  কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন।

Level 0

আমি মোঃ সাইফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস