অপ্রয়োজনীয় ও অনাখাঙ্কিত Website Block করবেন কিভাবে আপনার কম্পিউটার থেকে।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সব সময় ভাল থাকুন এটাই কামনা করি। প্রতিদিনের মত আজও একটা বিষয় নিয়ে লিখতে বসলাম। আশা করি আমার সাথেই থাকবেন।

আমি লেখার পাশাপাশি আমি আমার চ্যানেলের ভিডিও গুলোও শেয়ার করে থাকি। কারন আমার চ্যানেলে নিয়মিত ভাবে IT Related ভিডিও আপলোড করি। সবার সহযোগীতায় আমার চ্যানেল অনেকদূর এগিয়ে যাবে এটাই সবার কাছে আশা করি।

আজ আলোচনা করব কিভাবে অপ্রয়োজনীয় বা অনাখাঙ্কিত সাইট আপনার পিসি থেকে ব্লক করবেন। অনেক সময় বাসার ছোট কেউ বা অফিসে কিছু সাইট ব্লক করার দরকার হয় তাই আমি ২টি উপায়ে ব্লক কারার উপায় নিয়ে ভিডিও তৈরী করেছি।

প্রথমে আপনি আপনি পিসির C Drive C:\Windows\System32\Drivers\etc এই লোকেশনে যেতে হবে। তার পর ডান পাশে দেখবেন Hosts নামে একটা ফাইল আছে সেই ফাইলটা নোটপেডে ওপেন করুন। তারপর সেই ফাইলের সবার নিচে 127.0.0.1 http://www.youtube.com এই রকম ভাবে আপনি যে ড্রাইভটা ব্লক করবেন সেই ওয়েব সাইটটা টাউপ করে সেভ করুন। দেখবেন আর সেই সাইটটা ব্রাউজ করা যাবে না।

২য় উপায় হল গুগুল ক্রোমে ব্রাউজারে Block site নামে এক্সটেনশন ইন্সষ্টল করে নিন। তারপর যে সাইটা ব্লক করতে চান সেই সাইটটা এড করুন দেখবেন আর ব্রাউজ করা যাবেন না। এমন কি আপনি সাইট রিডাউরেক্ট ও করে দিতে পরবেন।

বুঝতে সমস্যা হলে ভিডিওটা দেখে নিতে পারেন।

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে

Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস