WINDOWS XPর অনেকগুলু সমস্যার ১ টি সমাধান ( MINIPOST )

আমরা যারা উইন্ডোজ এক্সপি ইউস করি তারা প্রায়ই ভিবিন্ন সমস্যার সম্মুখিন হই যেমন:
  • ১  ফোল্ডার ওপেন করলে আওয়াজ হয় না ।
  • ২ ডেক্সটপ আসতে অনেক দেরি হয়
  • ৩ ডেক্সটপ আসলেও উইন্ডোজ স্টার্টআপ সাউন্ড আসতে দেরি হয়
  • ৪ my Computer ওপেন করলে নিচের মত স্ক্রীন আশে ফোল্ডার শো করেনা
Untitled 1 WINDOWS XPর অনেকগুলু সমস্যার ১ টি সমাধান ( MINIPOST ) || বিডিরঙ.কম
  • ৫ ফোল্ডার অপশন ডিজেবল হয়ে যায় হাইড ফাইল শো করেনা
  • ৬ ফোল্ডার এ Double ক্লিক করলে ওপেন হতে অনেক দেরি হয় ঘন ঘন পিসি হ্যাঁঙ করে
  • ৭ ফাইল কপি হতে দেরি হয়
ইত্যাদি ইত্যাদি
আমরা যারা উপরের সমস্যার মুখুমুখি হই তারা কোন উপায় না পেয়ে নতুন করে উইন্ডোজ ইন্সটল দেই তখন আর ঝামেলা পোহাতে হয় ড্রাইভার সেটাপ দেয়া নতুন করে সব সফট ইন্সটল দেয়া ইত্যাদি । কিন্ত আজ আমি আপনাদের কে ১ টা ট্রিক্স শিখাব যার ফলে এই সব সাধারন সমস্যার জন্য আর নতুন করে উইন্ডোজ ইন্সটল দিতে হবে না । এই জন্য যা  করতে হবে প্রথমে আপনার ডেক্সটপ থেকে সব ফাইল ভিতরে অন্য কোন ড্রাইভ এ সরিয়ে নেন এবার মাই ডকুমেন্টস থেকে দরকারি ফাইল সরিয়ে নেন । এবার আপনার পিসি তে ১ টা ইউজার একাউন্ট খুলুন ইউজার একাউন্ট খুলার জন্য কন্ট্রোল প্যানেল এ যান
Untitled 2 WINDOWS XPর অনেকগুলু সমস্যার ১ টি সমাধান ( MINIPOST ) || বিডিরঙ.কম
এবার create new account এ ক্লিক করুন
Untitled 3 WINDOWS XPর অনেকগুলু সমস্যার ১ টি সমাধান ( MINIPOST ) || বিডিরঙ.কম
করে নতুন একাউন্ট তৈরি করুন
একাউন্ট তৈরি করা শেষ হলে আপনার পিসি রিস্টার্ট দিন
রিস্টার্ট হলে নতুন একাউন্ট দারা পিসি ওপেন করুন
এক্ষেত্রে পিসি স্টার্ট হতে ১ টু দেরি হবে কম্পিউটার চালো হলে আবার
কন্ট্রোল প্যানেল এ যান ইউজার একাউন্ট এ ক্লিক করুন তার পর আপনার আগের
আকাউন্ট এর উপর ক্লিক করুন
Untitled 4 WINDOWS XPর অনেকগুলু সমস্যার ১ টি সমাধান ( MINIPOST ) || বিডিরঙ.কম
এরপর delete the account e click করুন
এবার delete files এ ক্লিক করুন
Untitled 6 WINDOWS XPর অনেকগুলু সমস্যার ১ টি সমাধান ( MINIPOST ) || বিডিরঙ.কম
এবার delete account এ ক্লিক করুন
সব শেষে পিসি পুনরায় রিস্টার্ট দিন  এখন আপনার পিসি উপরের ঝামেলা মুক্ত তবে কিছু কিছু ক্ষেত্রে সব ঝামেলা দূর নাও হতে পারে । কার কার হল জানাবেন।

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিপস।

    ei problem gulu niye ami onek vugesi tai jeno ar kauke vugte na hoy sei jonnoi dilam

এটা বেশ কিছু ক্ষেত্রে কাজ করবে ! ভালো টিউন ! যারা যানে না তাদের জন্য বেশ কাজে আসবে !

ha ha ha

    vai tune kore ki hashir patro holam naki:d:d

Level 0

notunn user acount toiri korar poreo delite hossena.eta korar pore amar mozollar bookmar delite hoae gese.ami oporer niom motoi shob koresi.ami kivabe amar bookmarkgulo fire pabo pls bhai help koren.

Bhalo hoyce vai

XP-র অনেক Problem নিচের Soft-এর সাহায্যে Solve করতে পারবেন…

Portable, Size: 550.21 KB

http://www.mediafire.com/?akl6xg8q87c4ef0

Level 0

Thank