
Hello everyone
বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, অনেকদিন পর আবার টিউন করতে ইচ্ছা হল. চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই.সবাই শিরোনাম দেখেই বুঝে গেছেন নিশ্চয় কি নিয়ে লিখছি ! হ্যাঁ, খুবই ছোট কিন্তু কাজের একটা টিউন. আজ আমি আপনাদের সাথে এমন কয়েকটি android App share করবো যা আগে কেউ কখনো করেনি
এখন প্রায় সবার হাতেই Android phone থাকে। অনেকেই হয়তো শুধু games, video করেই সময় ট কাটিয়ে দেন। কিন্তু আপনি কি চিন্তা করেছেন যে যদি অবসর টাইমে কিছু টাকা ইনকাম করতে পারেন তাহলে কেমন হবে। অনেকেরই হয়তো computer নেই। অনেকেই মনে করেন যে online এ টাকা ইনকাম করতে হলে computer লাগে। কিন্তু আপ্নারা কি জানেন এমন কিছু android App আছে যা ব্যবহার করে আপনি টাকা income করতে পারবেন। যদিও এই সব App থেকে খুব বেশি টাকা income করা যায়না কিন্তু তারপরেও আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি কয়েকটি App একসাথে ব্যবহার করে প্রতিদিন অন্তত ২ থেকে ৩ Dollar টাকা ইনকাম করতে পারবেন। যদিও এইটা খুব বেশি টাকা না কিন্তু যারা একেবারেই কিছুই করেননা তারা যদি এই টাকা টুকুও ইনকাম করেন তাহলে ক্ষতি কি। আমিও এই App গুলি থেকে টাকা ইনকাম করেছি।
আমি আপানাদের সাথে আজকে top $ 5 $ android app নিয়ে একটী video share করবো।
এখানে details লিখা আমার পক্ষে সম্ভব না। তাই video share করলাম। আসা করি উপকৃত হবেন। আর যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করবেন।
Top 5 android App থেকে টাকা income করুন।
আর হ্যাঁ পরের post এ হয়তো আমি আপানাদের সাথে share করবো android এর আর কিছু tricks। আসা করি পাশেই থাকবেন
আমি আহসান হাবীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় আহসান হাবীব,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।