কিভাবে খুব সহজেই নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন ?

আমরা সবাই আমাদের সমস্ত প্রয়োজনীয় কাজ গুলো অনলাইনেই সেরে ফেলতে চাই। তা সে বাজার করাই হোক,মুভি টিকেট বা অন্য যে কোন ধরনের কেনা কাটাই হোক অনলাইনে এই কাজ গুলো সেরে ফেলতে পারলে যে  সময় টুকু  বেচে যায় তার দাম কিন্তু অনেক !  আর আমাদের এই চাহিদাকে কেন্দ্র করেই আমাদের দেশীয় অনেক অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠান এবং ওয়েব সাইট গড়ে উঠেছে। যার অধিকাংশই ব্যবসায় সফল। আপনি কি একজন উদ্যোক্তা হতে চান ? এর জন্য বেশি কিছু নয়, প্রয়োজন শুধু সুপরিকল্পিত একটি পরিকল্পনার। আপনার পরিকল্পনা বা ব্যবসার প্লট যদি ইতিমধ্যেই তৈরি থেকে থাকে নিজের হাতে তুলে নিন উন্নতির চাবি। 🙂

সবার আগে দরকার একটি মান সম্মত ওয়েব সাইট। একটি সহজে ব্যবহার উপযোগী ও সুন্দর ওয়েবসাইট সহজেই গ্রাহকদের নজরে আসে এবং গ্রহনযোগ্যতা পায়।

মেনু ঃ

মনে করুন, আপনি হ্যান্ড ব্যাগ এর  একটি অনলাইন স্টোর খুলতে চাচ্ছেন। প্রথমত  আপনার করনীয় বিষয় হল একটি সুন্দর মেনু তৈরি করা যেখানে প্রতি টি পন্য নির্দিষ্ট ক্যাটাগরিতে সাজানো থাকবে যাতে গ্রাহক খুব সহজেই তার প্রয়োজনীয় পন্য টি খুজে পায়।

পন্যের মানসম্মত ছবি ঃ

আর অনলাইন ব্যবসার ক্ষেত্রে খুব গুরুত্ব পূর্ণ একটি বিষয় হল পণ্যের মানসম্মত  ছবি। ছবির মান ভাল না হলে গ্রাহক পণ্যটি কিনতে আগ্রহ হারিয়ে ফেলবেন। সুতরাং উন্নত মানের ছবি ব্যবহার করুন।

যোগাযোগের ঠিকানা ঃ

আপনার ওয়েব সাইট টিতে অবশ্যই আপনার সাথে অথবা কাস্টমার সাপোর্ট এর সাথে যোগাযোগের জন্য একটি সচল ইমেইল এড্রেস,ফোন নাম্বার এবং যদি আপনার কোন শো রুম বা বিক্রয় কেন্দ্র থেকে থাকে তার যথাযথ ঠিকানা যুক্ত করতে ভুলবেন না।গুগল ম্যাপে আপনার এড্রেস টি অ্যাড করুন এবং ওয়েব সাইটে সেটি যুক্ত করুন।

সোশ্যাল মিডিয়া লিঙ্কঃ

আপনার পন্যের যদি ফেইসবুক,টুইটার বা অন্য যে কোন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া বা  মাধ্যমে পেইজ বা অ্যাকাউন্ট থেকে থাকে সেই লিঙ্ক গুলো আপনি আপনার ওয়েবসাইটে যুক্ত করে দিতে পারেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সকলেই  বেশ সক্রিয়। সুতরাং আপনি যদি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় না থাকেন একটি বড় সুযোগ হাতছাড়া করছেন। ভেবে দেখুন সুযোগ টা কাজে লাগাবেন কিনা  🙂

গ্রাহকদের মতামত প্রকাশের সুযোগ ঃ

আপনার সেবা বা পন্য সম্পর্কে গ্রাহকদের মতামত প্রকাশের সুযোগ দিতে পারেন টিউমেন্ট অপশন টি রাখতে পারেন। এতে নেতিবাচক মতামত আপনাকে আপনার পন্যের মান উন্নত করতে সাহায্য করবে এবং ইতিবাচক  মতামত আপনাকে উৎসাহিত করবে।

ডোমেইন  এবং হোস্টিং ঃ

সঠিক  ডোমেইন এবং হোস্টিং নির্বাচন একটি গুরুত্ব পূর্ণ বিষয়। ডোমেইন টি রাখতে পারেন আপনার পন্যের ব্র্যান্ড বা ক্যাটাগরি কে বা প্রাসঙ্গিক কোন নাম রাখতে পারেন যাতে  ডোমেইন থেকেই আপনার গ্রাহক বুঝতে পারে আপনার উদ্দেশ্য স্পষ্ট হয়।এবং ডোমেইন টি এমন নির্বাচন করা  উচিত যা সহজে মনে রাখা যায়। সেক্ষেত্রে। .com ডোমেইন কে প্রাইওরিটি  দেয়া উচিত। কারন আমরা .com ডোমেইন এর সাথে বেশ পরিচিত বলে এটি মনে রাখা সহজ।  উদাহারন হিসেবে নিঃসন্দেহে chaldal.com  (ডোমেইন থেকেই বুঝা যাচ্ছে তাদের ব্যবসার বিষয় বস্ত  হল অনলাইনে  কাচা বাজার,চাল, ডাল প্রভৃতি দ্রব্যাদি সরবরাহ করে  ) কে নেয়া যেতে পারে। অথবা technobd.com যার নাম শুনেই বুঝা যাচ্ছে তাদের ব্যবসার বিষয় বস্তু আই টি সেবা প্রদান করা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট অথবা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অথবা ডোমেইন হোস্টিং সেবা। এমন ডোমেইন নির্বাচন করতে হবে যা মনে রাখা সহজ।

 

আজ এ পর্যন্তই। আপনার মতামত জানাতে ভুলবেন না। আমার লেখা টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level New

আমি জোহরা কেয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস