প্রথমেই আপনাদের কাছে একটি প্রশ্ন ২১৪৩২ X ১১=? (সময় মাত্র ৬ সেকেন্ড)
কি গণনা করা শেষ হয়েছে? সঠিক উত্তর হলঃ
আপনাদের উত্তর যদি এটাই হয় তাহলে আপনাদের গণনা করার ক্ষমতা খুব ভাল ।আর যদি আপনার উত্তর এটার থেকে ভিন্ন হয় বা আপনি ৬ সেকেন্ড সময়ের মধ্যে গুণফল বের করতে না পারেন তাহলেও চিন্তার কোন কারণ নেই।আশা করি ২-৩ মিনিট পর আপনি যেকোন-যেকোন ডিজিট এর সংখ্যার সাথে ১১ এর গুনফল বের করতে পারবেন।
আমরা শুরু করি ,প্রথমে যে সংখ্যার সাথে ১১এর গুন করতে হবে তার প্রথম ডিজিট(২) উত্তর এর প্রথম ডিজিট(২) হবে।এবার প্রথম ডিজিট(২) এবং দ্বিতীয় ডিজিট (১) এর যোগফল (৩) ,উত্তর এর দ্বিতীয় ডিজিট হবে
এবং একইভাবে পর্যায়ক্রমে এভাবে চলতে থাকবে যেমনঃ ১+৪=৫ যেটা উত্তর এর ৩য় ডিজিট,৪+৩=৭,৩+২=৫.....
সবশেষে, ১ম ডিজিট এর মত শেষের ডিজিট(২),উত্তর এর শেষ ডিজিট(২) হবে।
আপনার কাছে কি মনে হচ্ছে এটি অনেক সহজ ?
সঠিক উত্তর টি হলঃ ৪৬৩৭৬
এখানেও প্রথম ডিজিট(৪) উত্তর এর প্রথম ডিজিট(৪) হবে আগের মতই প্রথম ডিজিট(৪) এবং দ্বিতীয় ডিজিট (২) এর যোগফল (৬) উত্তর এর দ্বিতীয় ডিজিট(৬) এইভাবে চলতে থাকবে....শেষের ডিজিট উত্তর এর শেষ ডিজিট হবে।
আমরা আরও একবার চেষ্টা করি
এখানে ১ম ডিজিট উত্তর এর ১ম ডিজিট হবে(চিত্র-২.৮),তারপর ৩+৫=৮ হবে পরের ডিজিট,৫+৬=১১ হবে তারপরের ডিজিট কিন্তু ১১ যেহেতু দুই ডিজিট সংখ্যা তাই ১১ এর ১ম ডিজিট ৮ এর উপর এবং ২য় ডিজিট স্বাভাবিক নিয়মে ৮ এর পরবর্তী সংখ্যা হবে,৬+৩=৯ হবে তারপরের ডিজিট এবং সবশেষে শেষের ডিজিট উত্তরের শেষ ডিজিট হবে।অতএব সঠিক উত্তর টি হলঃ ৩৯১৯৩
চিত্র-২.৮
আশা করছি এই পর্যন্ত যা শিখলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সবাই মজাও পেয়েছেন।মনে করুন,এর পর থেকে কোন একজন লোক আপনাকে ১১ এর সাথে কোন সংখ্যার গুণ জিজ্ঞাসা করলো, আপনি ৫-৬ সেকেন্ড এর মাঝে উত্তর দিয়ে দিলেন লোকটা তখন কি মনে করবে?মনে করবে,আপনি একজন জিনিয়াস!!
সবচেয়ে মজার কথা হচ্ছে এই ভাবে শুধুই ১১ না অন্য সংখ্যা যেমনঃ ১২,১৩,১৪,১৫,১৬,.........সংখ্যা গুলোর সাথে সকল সংখ্যার গুণ করা যায়।কি অবাক লাগছে তাইনা।ভাবছেন কেন সারা জীবন এত কঠিন নিয়মের গুন করা শিখেছেন ।তবে আপনারা নিজে নিজে বের করার চেষ্টা করতে পারেন কিভাবে এটা সম্ভব।
আমি মামুন হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
???????????????????????????????????