শুধু ভিপিএন কিনে কি আপনি নিশ্চিন্ত যদি না হয়ে থাকেন এখান থেকে নিশ্চিন্ত হয়ে যান। গুগলের বাপও আপনাকে ট্রাক করতে পারবে নাহ এবং আপনি নিশ্চিন্তে ইউটিউব অথবা যেকোনো জায়গা থেকে ইনকাম করতে পারবেন!!!!

যা যা প্রয়োজনঃ

  • একটি পেইড ভিপিএন। (ফ্রি ভিপিএনও চলবে তবে পেইড ভিপিএন সব সময় ভালো কারন এটা শুধু মাত্র একটা আইপি শো করে পিছি বন্ধ করার আগে পর্যন্ত)
  • ছি ক্লিনার পিছিতে ইন্সটল দিতে হবে। (যা দারা ব্রাওজার খোলার আগে এবং বন্ধ করার পরে হিস্ট্রি ক্লিন করতে হবে)
  • অপেরা ব্রাউজার এবং মজিলা ব্রাউজার ইউস করতে পারবেন। (কিন্তু ভুলেও ক্রম ব্রাউজার ইউস করতে যাবেন না)

কিভাবে ভিপিএন আইপি দিয়ে গুগলের ট্রাক রেকর্ড থেকে বাঁচার উপাইঃ

  • প্রথমে আপনার মজিলা ব্রাউজারের মেনুতে যান এবং অ্যাড অন্সে ক্লিক করুন।
  • দেখবেন একটি উইন্ডো ওপেন হচ্ছে এবং এখন তাহার সার্চ অ্যাড অন্সে ক্লিক করুন।
  • টাইপ করুন "ওয়েব আড় টি ছি" এবং এটি ইন্সটল করুন।
  • এখন আপনার ভিপিএন অন করুন। যেকোনো দেশ সিলেক্ট করুন।
  • আপনার ব্রাউজারের ফ্লাশ প্লেয়ার ডিজেবল করুন। ডিজেবল করতে আপনার মজিলা ব্রাউজারের অ্যাড অন্সে ক্লিক করুন তারপর প্লাগিন্সে ক্লিক করুন এবং ফ্লাশ প্লেয়ার ডিজেবল করুন।
  • এখন আপনি আপনার ব্রাউজারে গুগল সার্চে টাইপ করুন whoer.net এবং ইন্টার চাপুন।
  • এখানে দেখবেন আপনার ভিপিএন  অন হওয়ার পর যে আইপি আপনি পেয়েছেন সেটা শো করছে।
  • এখন আপনার আইপি এবং ডিএনএস এক রাখার চেষ্টা করবেন। পেইড ভিপিএন হলে খুব সহজেই সম্ভব।
  • এখন দেখবেন যে আপনার ৭০ % ঠিক আছে তো আপনি এখনো ট্রাক থেকে সেফ না।
  • তো আপনি ৭০% এর উপর ক্লিক করুন এবং দেখুন কি বলছে।
  • আপনাকে আপনার কম্পিউটারের সময় ঠিক করতে বলছে।
  • সময় ঠিক করতে হলে আপনার ভিপিএন এর স্থানিও সময় গুগলে সার্চ করে জেনে নিন। কিভাবে জানবেন তা whoer.net এর ওয়েবসাইটে টাইম অপশনে দেখবেন আপনার দেশের জিএমটি আর ভিপিএন দেশের জিএমটি দেয়া আছে ওই ভাবে ঠিক করে নিন আপনার কম্পিউটারে। ব্যাস আপনি রিলোড দিন ওই ওয়েব সাইটটি দেখবেন ১০০% হয়ে গেছে।

এখন থেকে আপনাকে আর কেও ট্রাক করতে পারবে নাহ এমনকি গুগলের বাপও নাহ। উপরের সব গুলো নিওম অক্ষরে অক্ষরে মানুন তাহলে ১০০% কেও আপ্নারে ট্রাক করতে পারবে নাহ।

না বুযে থাকলে এই ভিডিওটা দেখতে পারেনঃ

Level 0

আমি রাশিদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ZenMate Premium Version কেমন হবে,ভাই?টিউনটি খুব চমৎকার হয়েছে।ধন্যবাদ।

ভাই আপনাকে আমি সাজেশন দিব পেইড ভিপিএন কেনার জন্য এবং সেই ভিপিএন এর নাম হল http://www.privateinternetaccess.com এখানে আপনি কিনতে পারেন তাদের কাছে থেকে। আমার জানা মতে এটি ভালো সার্ভিস দেয়।

Level 0

#রাশিদুল হাসান – thanks a lot,sir.

Level 0

গাজা কি সস্তা হওয়ে গেল নাকি ?? ভাই
আপনি যে নিয়ম দিয়েছেন সেটা আমি আরও এক বছর আগে থেকেই ব্যাবহার করেছি। এবং এই নিয়ম ব্যাবহার করার পরেও আমার ২ টা ইউটিউব চ্যানেল ব্যান হইছে। আর আমি পেইদ ভিপিএন ব্যাবহার করি। পি আই এ এবং পিউর ভিপিএন। তারপরেও আমার ২ টা ইউটিউব চ্যানেল ব্যান হইছে।

আসলে যারা গুগল বা ইউটিউবকে বোকা মনে করে তারা নিজেরাই যে কতবড় বোকা সেটা তারা নিজেরাই জানে না।

আপনি লিখেছেন ” গুগলের বাপও আপনাকে ট্রাক করতে পারবে নাহ ”
সত্যি করে বলেন তো আপনার নিজেরও কি এমন মনে হয় ? এতই সস্তা।

আমিতো এক বছর ধরে চালাচ্ছি কৈ সমস্যা তো হল নাহ