যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে।

সবাইকে অনেক অনেক ভালবাসা জানিয়ে শুরু করছি আমার ২০১১ সালের প্রথম টিউনটি।আমার আজকের এই টিউনটি বিষয় হলো কিভাবে অতি অল্প সময়ে আপনি ফেসবুকে হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠাবেন।তো আর সময় নষ্ট না করে চলুন দেখে নেয়া যাক আমার ২০১১ সালের প্রথম টিউনটি।

ডাউনলোড করুন Facebook Blaster Pro

আপনি অটোমেটিক ভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠাতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে Facebook Blaster Pro নামের একটি সটওয়্যার।দাম মাত্র $৫০ ডলার!
FB pro
আরে নাহ ঘাবড়ানোর কিছু নাই।আমি আপনাদেরকে এই সফটওয়্যারটাই দেব সম্পূর্ণ ফ্রীতে।আর সফটওয়্যারটি ফ্রীতে ডাউনলোডের জন্য চলে যান এই লিংকে
এবার সফটওয়্যারটি ডাউনলোড করুন।ডাউনলোড করা হয়ে গেলে আনজিপ করুন।এবার সফটওয়ারটি ইনস্টাল করুন এবং সাথে থাকা TXT ফাইল থেকে Facebook Blaster Pro এর সিরিয়াল কী দিয়ে এক্টিভ করে নিন।আর মওকুফ পান ৫০ ডলার।

এবার আসি প্রধান কাজে

ডাউনলোড তো হয়ে গেলে।প্রিমিয়াম সফটওয়্যার ও রেডি।এবার কাজের পালা।
প্রথমে Facebook Blaster Pro চালু করুন।এখানে আপনি সফটওয়্যরের ২টি অংশ দেখতে পাবেন।
f
বামে যে অংশটি রয়েছে সেটি হল সফটওয়্যারের আর ডান দিকেরটি হলো ব্রাউজার।আপনাকে ২দিকেই কাজ করতে হবে।
এবার আপনি আপনার ফেসবুকের লগইন ইমেল ও পাসওয়ার্ড দিয়ে Login বাটনে ক্লিক করুন।
http://lh4.ggpht.com/_5syshzImdro/TTcDpyslPlI/AAAAAAAAAGo/D8luTDqTlCA/s640/FaceBook%20Blaster%20pro%201.JPG
আর বারবার লগইন করা থেকে মুক্তি পেতে Save New বাটনে ক্লিক করে আপনার ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন।

লগইন হয়ে গেল।এবার আপনি যদি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে চান তাহলে ব্রাউজার থেকে যেকোন নাম লিখে সার্চ করুন।এবার যে পেজ আসবে তার একদম নিচে থেকে

see more resultএ ক্লিক করে আপনি আরো অনেক ফ্রেন্ডের লিস্ট আনতে পারেন।আপনার ফ্রেন্ড রিকুয়েস্টের পেজ ওকে।

এবার আপনি বায়ের দিক থেকে "Gather ID" ট্যাবে ক্লিক করুন।ওখানে থেকে Gather ID তে ক্লিক করুন।দেখবেন বাম পাশে ঐ পেজে থাকা সকল ফ্রেন্ডের একাউন্টের আইডি চলে এসেছে।

এবার Import List ID To থেকে Friend Request মেনু সিলেক্ট করে Import বাটনে ক্লিক করুন।
এবার Friend Request অপশন আসবে।এখানে যে বক্স আছে সেখানে আপনি যদি রিকুয়েস্টের সাথে কোন মেসজ পাঠাতে চান তাহলে তা লিখুন।

আর এই লেখার যেকোন স্থানে যদি আপনি $$NAME$$ ভ্যালুটি টাইপ করেন তাহলে মেসেজ এ অটোমেটিক ভাবে ইউজারের নামটি ইনপুট হবে।এবার আপনি "start" বাটনে ক্লিক করুন।
ব্যস আপনার কাজ শেষ।এবার কেবল অপেক্ষার পালা।সফটওয়্যারটি অটোমেটিক ভাবে সবগুলো আইডিতেই আপনার হয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দেবে।

আপনি একইভাবে ওয়াল পোস্ট ও মেসেজ পাঠাতে পারেন।আপনি যদি আপনার নিজের ফ্রেন্ডদের মেসেজ বা ওয়াল পোষ্ট করতে চান তাহলে "Gather ID" ট্যাব থেকে "My Friends" ক্লিক করুন।

তাহলে আপনি আপনার ফ্রেন্ডের লিস্টের পেজ এ চলে যাবেন।এবার আগের মত করে Gather ID করুন আর Import List ID To থেকে পছন্দ মত Friend Request,Messanger, বা Wall post সিলেক্ট করে মাত্র ১ ক্লিকেই তা সবার কাছে পাঠিয়ে দিন।

আরো ফ্রী হিসাবে পাচ্ছেন কিছু জটিল টিপস

১।ফেসবুকে একদিনে ২৫০ জনের বেশি ফ্রেন্ড রিকুয়েস্টা পাঠানো যায় না।সম্ভব হলে ২০০ এর বেশি একদিনে পাঠাবেন না।এতে করে একাউন্ট ব্যান হবার কোন আশংকা আর থাকবে না।
২।আপনার যদি ৫০০ ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের পেজে প্রথমে প্রথম ৫০ জনের লিস্ট আসবে।আপনি যদি সবাইকে একসাথে মেসেজ বা ওয়াল পোসট পাঠাতে চান তাহলে আপনি পেজের নিচের দিকে এসে see more result এ ক্লিক করে

সবগুলো ফ্রেন্ডের লিস্ট নিয়ে আনুন।তার পর "Gather ID তে ক্লিক করুন।
৩।দ্রুত করে ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠানোর জন্য নিচের পদ্ধতি অনুসরন করতে পারেন
প্রথমে Setting ট্যাব এ যান।এবার নিচের দেখানো স্ক্রীণ শটের মত করে সব কিছু ইনপুট করুন।আর কিছুই করা লাগবে না।

৪।আপনার নেট স্পীড যদি কম হয় কিংবা আপনি যদি লিমিটেড ইন্টারনেট ইউস করে থাকেন তাহলে এই টিপসটি অনুসরন করুন।

আপনার ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ওপেন করে এর "Tools &gt
; Internet Option মেনুতে যান।Internet Option" মেনু ওপেন হবার পর Advance ট্যাবে যান।
এবার এখান থেকে Multimedia তে যেসব টিক দেয়া আছে তার সবগুলো টিক আনচেক করুন।

Apply ও Ok করে বের হয়ে আসুন।এতে করে ব্রাউজিং করার সময় কোন ইমেজ লোড হবে না।ফলে একদিক থেকে যেমন পেজ দ্রুত লোড হবে অন্য দিক থেকে আপনার ইন্টারনেটের ব্যান্ডউইথের ব্যবহার ও কমবে।

এই হলো আমার এবছরের প্রথম টিউন।কেমন লাগলো আপনাদের?যদি ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না।সবাই ভালো থাকুন।সুন্দর কাটুক এই নতুন বছর।সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আনেক ধন্যবাদ আপনাকে।

যদি ১০০ রিকয়েস্ট পেন্ডিং থাকে তাহলে নাকি আর কাওকে রিকোয়েস্ট প্রেরন করা যায়না? অনেককেই এই প্রবলেমে পড়তে দেখেছি তো তাই জীজ্ঞেস করলাম।
টিউন্টা ফাটাফাটি হয়েছে 😀

    পন্ডিত মশাই আমিতো জানতাম যে ২৫০ জন এর বেশি রিকুয়েস্ট পাঠালে একাউন্ট ব্যান হবার সম্ভবনা থাকে।আর একদিনে ২৫০ বারের বেশি হলে অটোমেটিক ভাবে রিকোয়েস্ট পাঠানো বন্ধ হয়ে যায়।ধন্যবাদ আপনাকে।

    ১৫০-২০০ রিকোয়েস্ট ১বার ই পাঠানো যায় তারপরে র পারবেন না। আমি এটা দিয়ে সোসাল মিডিয়ার কাজ করেছি। আমি ১০টি একাউন্ট ইউস করতাম। প্রত্যেক একাউন্ট থেকে ১০-১৮টার বেশী রিকোয়েস্ট বা মেসেজ পাঠানো সম্ভব নয়। বেশি পাঠাতে গিয়ে আমার মেসেজ অপশন,ফ্রেন্ড রিকোয়েস্ট ২দিনের জন্য বন্ধ করে দিয়েছিল।
    তাই এত সহজ না রিকোয়েস্ট পাঠানো।

বরাবরের মত ফাটানো টিউন, কিচ্ছু বলার নাই।

    ধন্যবাদ আকাশ।কিন্তু বলার মত কিছু না পাইলে তো আমি আর টিউন করতে…………….

তাহলে বিষয়টা দাড়ালো একদিনে খুব বেশি রিকোয়েস্ট না পাঠিয়ে প্রতিদিন অল্প অল্প করে পাঠানো উচিত 🙂
আর নয় অপেক্ষা ৫ মিনিটে অনলাইন থেকে $ ইনকাম। সাইনআপ করুন এখান থেকে বিস্তারিত পাবেন এখানে

    আপনি একদম ১০০% সঠিক কথাটি বলেছেন।ধন্যবাদ নিঝুম দ্বীপ

ধন্যবাদ আপনাকে।ফাটাফাটি

একটা প্রশ্ন ছিল এই সফট ইউজ করলে ব্যান হওয়ার সম্ভাবনা আছে কি? আপনি কয়দিন ধরে ইউজ করছেন? কয়জন ফ্রেন্ড বানিয়েছেন + কোন অ্যাকাউন্ট ব্যান হয়েছে কি?
(টিউন কিন্তু ফাটাফাটি হয়েছে)

    অস্বাভাবিক ভাবে ইউস করলে ব্যান হবার সম্ভবনা থাকবে।আমি ৮ মাস ধরে ইউস করছি।মোট একাউন্ট ১৩ টি ।সব একাউন্টে মোট ফ্রেন্ডস এর সংখ্যা ৬০০০ এর বেশি।আর কোনো একাউন্টই এখন পর্যন্ত ব্যান হয়নি।ধ্যনবাদ বিষয়গুলো তুলে ধরার জন্য।

Level New

excellent…100% working

ধারুন হইছে ।

ধন্যবাদ দেওয়ার ভাষা খুজে পাচ্ছিনা……………….
তবুও অনেক ধন্যবাদ। তবে দিনে ১০ বেশি পাঠাব না। কারণ যদি ব্যান হয়ে যায় 🙁 ।

    ঠিক চিন্তা।কেননা কথায় আছে সবুরে মেওয়া ফলে ,আর অতি লোভে তাতি নষ্ট 🙂 ধন্যবাদ সাইফুল ভাই

সহমত, তবে ব্যান হবার সম্ভবনা কতটুকু এব্যাপারে তো কেউ কিছু বলল না। আমার একবার ১৮০০ ফ্রেন্ড সহ একাউন্ট ব্যান হয়েছে

    এ ধরনের সব সফটওয়্যারে ব্যান হবার সম্ভবনা একদম উড়িয়ে দেবার নয়।ব্যান হতেই পারে।তবে সঠিক ভাবে আর ন্যাচারাল ভালে যদি সব করা হয় তাহলে ব্যান হবার সম্ভবনা ৯৫% নাই।

ভাই আমার একটা আডি ব্যান হইছিল…তাই সংযত থাকি…আর ৫০০০+ প্লাস ফ্রেন্ড বানায়ে লাভ কি? তবে ওয়াল পোস্ট পোক এগুলা আছে বলে ভাল লাগসে…আপ্নাকে এটা শেয়ার করার জন্য ধন্যবাদ
……।।

    রাফী ভাই একাউন্ট ব্যান হতেই পারে যদি ফেসবুকে অস্বাভাবিক ভাবে সব কিছু করেন।আর এখন কেবল ফ্রেন্ড বানানোর অর্থ সামাজিক যোগাযোগ নয়।এতে আছে ফ্রিল্যান্সিং করে আয় করার সুযোগ।ধন্যবাদ আপনাকে

Level 3

সজীব ভাই জোস একটা সফটওয়্যার নিয়ে টিউন করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 2

ধন্যবাদ সজিব ভাই , সুন্দর একটা সফটওয়্যার শেয়ার করার জন্য । টিউনে ছবি বা স্ক্রীনসট কিভাবে দিতে হয় জানাবেন কি ???? তাহলে উপকৃত হইতাম ।

thanks for your nice tune

ভাই, এইডা আবার Phishing না তো?
(একটা ব্যাপার আমার মাথায় ঢোকেনা। এত ফ্রেন্ড দিয়ে কি করবেন? হাজার হাজার ফ্রেন্ড আপনার লিস্টে থাকলে বছরে একবার ‘পোক’ মারার সময়ও তো হবেনা। কি হবে এমন ফ্রেন্ড দিয়ে? ফ্রেন্ড আর বন্ধু কি তবে আলাদা জিনিষ?)

    না না আপনি ভয় পাবেন না ।কারন এইটা ফিশিং টিশিং নয়

সজীব ভাই,অনেক ধন্যবাদ আপনাকে সফটয়্যার টা সবার সাথে শেয়ার করার জন্যে।একটা মজার তথ্য শেয়ার করি আপনার সাথে,২০০৮ সালে আমি পিটিসিতে কাজ করতাম,তো এই নিয়ে ফেসবুকে আমার একটা গ্রুপ ছিলো,এইটার প্রমোশনের জন্যে আমি ২৮ টি একাউন্ট বানিয়েছিলাম ফেসবুক এ,এবং প্রতিতি প্রতি একাউন্ট থেকে ১০০০ রিকোয়েষ্ট পাঠাতাম(ঘাবড়ানোর কিছু নাই,আপনার তথ্য ঠিক আছে যে প্রতিদিন আপনি ২৫০ এর বেশি রিকোয়েস্ট পাঠাতে পারবেন না,প্রতিবারে ২৪৯ করে ৪ বার পাঠান,এখন ফেসবুক কতটুকু কড়াকড়ি শুরু করেছে আমি জানি না তবে আমি তখন পারতাম)।বুঝেন এইবার,হাজারে হাজারে ফ্রেন্ড আমার সব কয়টি আইডি তে,এখন সব আইডি দিয়ে কি করি জানেন?ফেসবুকে টেক্সাস হোল্ডেম পোকার খেলি।হা হা হা…

    ও আরেকটি ব্যাপার যেটি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে সফটয়্যারটির আপডেটেড ভার্সন শেয়ার করতে।আমি জানি না আপনি যে লিংক শেয়ার করেছেন সেটি কোন ভার্সনের তবে আপডেটেড ভার্সনের (আমি যে সময় এই কমেন্ট লিখছি তখনকার সর্বশেষ ভার্সন হচ্ছে 7.20) জন্যে এইখানে ক্লিক করুন।অটোমেটিক ডাউনলো শুরু হবে।আরেকটা ব্যাপার আমি যে সিরিয়াল কি ব্যাব্যার করতাম সেটি সব ভার্সনের জন্যে কাজ করত।মানে যতবার ফেসবুকে কোন মেজর বা মাইনর আপডেট হয়েছে আমি ততবার – ই সফটয়্যারটি আপডেটেড ভার্সন ডাউনলোড করেছি(কারণ ফেসবুক এ সামান্য যে কোন ফিচার বা অন্য কিছু আপডেট হলে এই সফট এর পুরানো ভার্সন আর কাজ করে না)।সিরিয়াল কি হিসেবে 0YES3CD0X0CXZ137EJMO এটি ব্যাবহার করুন।আপনাদের কাছে শেয়ার করব বলে আমি এই সিরিয়াল কি দিয়ে সর্বশেষ ভার্সন ও ডাউনলোড করে কাজ করে কিনা ট্রাই করে দেখেছি।তারপরেও যদি কারো সিরিয়াল এর প্রয়োজন হয় আমাকে এইখাবে রিপলাই করুন আমি আরো সিরিয়াল কি দিয়ে দিবো।আর সজীব ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি উনার টিউন এসে এতো প্যাচাল লেখার জন্যে।দয়া করে আমাকে ভুল বুঝবেন না,আমি শুধু যা জানি তা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র।আপনাকে আবারো ধন্যবাদ…

    অনেক ধন্যবাদ ভাই অসমাপ্ত কথা গুলো তুলে ধরার জন্য।আসলে এত ব্যস্ত থাকী যে সবকিছু লেখা সম্ভব হয়না।আবার ও ধন্যবাদ

    ভাই আপনার Email Address টা কি যেন ?

    If you want to sell your facebook acc with thousands of friends than contact with me. I need to buy some facebook acc with thousands of friends. Just shoot an email to –
    kickonass [@] aol.com

    Have a nice day.

    শাকিল ভাই কার ইমেইল এড্রেস চাইছেন?

Level 0

Download .NET 2.0.50727 leka ase . চালু তো হয় না। কি করব?

    আপনার পিসি তে Microsoft .NET 2.0 না থাকলে এটা কাজ করবেনা।তাই আগে Microsoft .NET 2.0 ডাউনলোড করে নিনি।ধন্যবাদ

    Level 0

    Microsoft .NET 2.0 এর অভাবে আমি এটা ইউস করতে পারতাসি না ।
    Microsoft .NET 2.0 ar ডাউনলোড লিক টা দেন ভাই ।

Level 0

Hello ,

1st ei sorry bolsi karon ami PC te Bangla likhte pari na . And ami soft ta aro 1.5 year age theke use kori so jara ekhon use korben sabdhan 60+ request pathale apnar account 2-7 diner jonno block kore dite pare . Ekhon Facebook er onek besi restriction . R edhoroner product amar kache onek ache . Ami dite pari but ami to bangla likhte pari na tai Tune kori na . Jodi english a lekhar onumoti pai then Myspace , Twitter and Youtube er software registration key soho dite pari .

Thanks .

    আপনি ঠিক কথায় বলছেন।আসলে আগে থেকে ফেসবুক অনেক রেস্টেকশন হয়ে গেছে।এখন ন্যাচারাল ভাবে ছাড়া অন্য কোনো ভাবে কাজ করা বেশ কষ্টকর হয়ে গেছে।তারপরও আশা করা যায় যে সফটওয়্যার টা সবার একটু হলেও কাজে আসবে

    বাংলা লিখতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। এই লিংক থেকে http://niponwave.com/download/setup_avrokeyboard_5.1.0.exe অভ্র ডাউনলোড করে নিন। তারপর ইনস্টল করুন। এবার লিখে দেখুন তো বাংলা লিখছেন নাকি ইংরেজি? যদি ইংরেজি হয় তবে কীবোর্ড থেকে f12 কী চাপুন। এবার লিখুন। এর জন্যে কোন লেআউট মুখস্থ করতে হবেনা। ইংরেজির মতো করেই বাংলা (যেমনঃ ‘আমার’-এর জন্যে amar) লিখুন।

    Level 0

    মুক্ত ভাই , আপনাকে অনেক ধন্নবাদ ।
    দেখতেই পারছেন কেন ধন্নবাদ দিলাম । আমার কাছে এরকম Facebook এর মতন Youtube , Twitter and Myspace এর software আছে । আমি খুব তারাতারি ইনশাল্লাহ Tune করব ।

    Level 0

    Tunerরা ,
    ভাল Screen shot software কোনটা ? তাহলে আমি আমার Tune টা screen shot সহ করবো ।

ধন্যবাদ, আমিও অনেক আগে ইউস করেছি এটা, ২০০৭ এর দিকে। ও-ডেস্ক বা ফ্রিল্যানসিং এর কিছু কাজ থাকে যে ফেসবুকের গ্রুপ প্রোমোট করা, সেটার জন্য ইউস করতাম তবে এখন আর আগের মত এড করা যায় না, আইডি ব্লক করে দেয় ফেসবুক থেকে।

    অনেক ধন্যবাদ পুদিনা পাতা ভাই আপনার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার জন্য।

ওয়াও। এইঠা কি দিলেন।

দারুন জিনিস।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

একটি নতুন ধারনা পেলাম……
আমার জানা ছিলো না…যে এভাবেও বন্ধু বানানো যায়….
অন্তর থেকে অভিন্দন……

    আপনাকে নতুন কিছু ধারনা দিতে পেরে আমি খুব আনন্দিত।ধন্যবাদ

সজীব ভাই আপডেটেড লিংক নিয়ে তো কিছু বললেন না, মনে হয় খেয়াল করেন নি। যাই হোক আপনাকে আবারো ধন্যবাদ আপনার পজিটিভ মন্তব্যের জন্যে…

    “টেক্সাস হোল্ডেম পোকার খেলি”……
    এটা কি ধরনের খেলা…..id দিয়ে কি ভাবে খেলতে হয়….জানাবেন কিন্তু

    কলকাতা ভাই আপনি ভাল মানুষ না,আপনার সাথে আমি “Facebook Blaster Pro” এর সর্বশেষ ভার্সন 7.20 শেয়ার করলাম,আর আপনি ভাই একটা ধন্যবাদ পর্যন্ত দিলেন না।বুঝছি আপনার টিউনে এসে মাতবরি করাতে আপনি রেগে গিয়েছেন 😀 ।দুষ্টামি করছিলাম ভাই,যাই হোক এই গেমটা খেলার জন্যে এইখানে যান।এরপর খেলার চেষ্টা করুন,আগে যদি তাসের বেশ কিছু খেলা খেলে থাকেন তাহলে আশা করি খুব তাড়াতাড়ি শিখতে পারবেন,এরপরেও যদি সমস্যা হয় আমিতো আছি।

      দু:খিত কলকাতা ভাই,সফটয়্যারের ব্যাপারে কথাগুলো ছিল সজীব ভাইয়ের জন্যে,ভুলে আপনার নাম লিখে ফেলেছি,যাই হোক আশা করি দুই ভাই ই এই ভাইয়ের ভুল বুঝে ক্ষমা করবেন।

    আসলে ভাই আমি লাস্ট ভার্সনটা ব্যবহার করি নাই।তাই কিছু বলতে পারলাম না বলে দু;খিত।আর আপনার শেয়ার করা গেমটা অনেক সুন্দ।আবারো ধন্যবাদ।

সজীব ভাইকে ধন্যবাদ টিউনের জন্য।
টিউনতো অনেক সুন্দর হইছে।
আপানার ১৩টি একাউন্ট কি নিজের নাকি অনেকের একাউন্টে এইটা এপ্লাই করেছেন।
যদিও এই প্রশ্নটা আমার করার দরকার নাই কারন এখনো একটা একাউন্ট খোলার ভাগ্যই হয়নাই,
তাই ফেসবুক সম্মন্ধে কিছু জানিওনা কিন্তু মাঝে মাঝে খবরের কাগজে দেখি একেক জনের বন্ধুর সংখ্যা লাখের উপরে,
আমি বুঝতে পারিনা এত বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করে কিভাবে।
যাক ধন্যবাদ সজীব ভাই যাদের দরকার তাদের ঠিকই উপকারে আসবে আপনার টিউনটি।

    অনেক ধন্যবাদ আতাউর ভাই আপনাকে।১৩ একাউন্ট আমি নিজেই খুলেছিলাম।আর এখন ফ্রেন্দ এড করা কেবল যোগাযোগ রক্ষা করার জন্য সীমাবদ্ধ নয় কারন কোনো কিছুর মার্কেটিং করতে গেলে এই ফ্রেন্ড গুলোই আপনাকে কাজে দেবে।আর মেসেজ,ওয়াল এ লেখা।কমেন্ট ও ছবি শেয়ার করা ইত্যাদির মাধ্যমে ফেসবুকে যোগাযোগ রক্ষা করে।

Level 0

ফাটাফাটি

Level 0

Microsoft .NET 2.0 ar ডাউনলোড লিক টা দেন ভাই ।

Level 0

সবাই এটা ইউস করতাসে কিন্তু আমি পারতা সি না কারন একটা ই Microsoft .NET 2.0 ar ডাউনলোড লিক টা দেন ভাই ।

    আশা করি এখন থেকে আপনিও ইউস করতে পারবেন।ধন্যবাদ

ফেসবুকে আমার একখান একাউন্ট আছে কিন্তু ব্যাবহার করা হয়না। যেটুকু সময় পাই টেকটিউনসেই থাকি।

Level 0

ভাই কঠিন একটা সফটওয়ার শেয়ার করলেন। কিন্তু প্রথম সেট আপ করে কাজ করলাম এরপরে সমস্যা করছে। আচ্ছা বাঁ দিকে যেখানে আই ডি আর পাসওয়ার্ড দেই তার নীচে কি সব সময় “Account: Hasn’t login yet”-এই লেখাটা থাকে। যদি থাকে তাহলে ঠিক আছে আর না থাকলে আমারটায় কেন থাকে ভাই,জানাবেন দয়া করে!!

amar kaasey Daily 3-4 ta koira Frnd Request Ashey… Now Frnd asey 1100+ And remove ditesi. Kno Software sarai amar 23 ta Facebook id te average 700 frnd asey. er moddhey 8 ta account asey jegular frnd 3000+

ভাই আমি ডাউনলোড করেছি। কিন্তু একটা সমস্যা আছে সেটা হল সফটওয়্যার টা ওপেন করার সময় Internet Explorer ওপেন হয়ে যায়। যেহেতু আমি Mozilla Firefox ব্যবহারে অভ্যস্ত তাই Internet Explorer ব্যবহার করতে ভালো লাগে না। ভাই এটা কী Mozilla Firefox এ ব্যবহার করা যাবে না?

Level 0

ছাবি কি করে দেব

ভাই আপনার লিংকে সফটওয়ারটা তো পেলামনা

ফেসবুকে 5,000 এর বেশি কি friend request পাঠানো যা কি ? আমার একটা আইডিতে 5,000 পর্যন্ত friend আছে । এখন friend request পাঠালে আমাকে বলে Unable to Add More Friends
You’ve reached the 5,000 friends limit. You can remove some friends or follow people you want to hear from. এই কথা । আমি জানতে চাই এর বেশি পাঠানো যাবে কি যাবে না ? উত্তর দিলে খুশি হবো ।