সহজ পদ্ধতিতে টাই ১০ সেকেন্ডের ভিতরে বাঁধুন

প্রিয় টেকটিউনস প্রেমিক বন্ধুরা আপনারা কিরকম আছেন নিশচয় ভাল আছেন, আমিও ভাল আছি আপনাদের দোয়ায়। আমি এই টেকটিউনসে দীর্ঘ ৭ মাস যাবত এই অনলাইন জ্ঞানের ভাণ্ডার টেকটিউনসের টিউনস গুলো প্রতিদিন পড়ি এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে শুধু শেখাই নই এবং যা আমি শিখেছি তা আপনাদের সামনে তুলে ধরা। এখন আসল কথাই আসি, কিভাবে আপনার টাই ১০ সেকেন্ডের ভিতরে তৈরি করবেন।

কিভাবে তৈরি করবেন তা নিচে পয়েন্ট আকারে দেয়া হলঃ

  • প্রথমে টাই এর মোটা অংশটা ডান হাতে ধরুন এবং চিকন অংশটা বাম হাতে ধরুন।
  • এখন সিধা করে টেবিলে রেখে দিন।
  • এখন টাই এর অর্ধেক মোটা অংশটা গোল করে একবারে মোটা অংশটা একটু নিচের দিকে বের করে রাখুন এবং বাকি অর্ধেক গোল করে একবারে চিকন অংশটা উপরের দিক রাখুন।
  • এখন যে চিকন অংশটা গোল করেছেন ওইটার মাযখানে হাত ঢুকিয়া তিন বার ডান দিকে ঘুরানো দিন।
  • এখন মোটা গোল অংশের ভিতরে চিকন গোল অংশটা ঢুকিয়া দিন।
  • এখন চিকন অংশের লেজটা অর্ধেক ঢুকান গোল অংশের ভিতর।
  • এখন চিকন অংশের যে  লেজটা ভিতরে ঢুকালেন  ওইটা ডান হাত দিয়া ধরুন এবং চিকন অংশের যে লেজটা গোল হইলো সেটা বাম হাত দিয়া বাম দিকে টান মারুন দেখবেন টাই হয়ে গেছে। এখন নিজের মত করে ঠিক করে নিন।

যদি  না করতে পারেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেনঃ

ভিডিওটা ১০ সেকেন্ডের আপনার তেমন এমবি যাবে নাহ

Level 0

আমি রাশিদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অস্থির!!!