এবার Google Drive এর যে কোন ফাইল ডাউনলোড করুন IDM দিয়ে মাত্র ১ ক্লিকে

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন আজও আপনাদের মাঝে আরেটি ছোট্র ট্রিক নিয়ে এসেছি.আজ দেখাবো কিভাবে খুব সহজে গুগল ড্রাইভের যে কোন ফাইল ডাউনলোড করতে পারেন। এ জন্য আপনাকে ফায়ার ফক্স ব্রাউজারটি ব্যবহার করতে হবে. সহজ কথা আমরা একটি এডন ব্যবহার করে এই কাজ করবো। এডনটির নাম হচ্ছে Flashgot .

প্রথমে ফায়ার ফক্স ব্রাউজারটি অপেন করে নতুন এডন যোগ করার অপশনটি সিলেক্ট করতে হবে। সেখানে extensions  কিক্ল করে সার্চ বক্সে Flashgot লিখে সার্চ

দিয়ে flashgot mass downloader একটি এডঅন পাবেন। তার পর তা ইন্সটল করার পর রিস্টারড চাইবে। পুনরায় ফাইয়ার ফক্স চালু করার পর আপনার কাংক্ষিত গুগল ড্রাইভ ফাইলটির মানে লিংকটি ওপেন করুন। ওপেন করার পর ডাউলোড অপশনটি ক্লিক  করার পর আপনার কাছে একটি বক্স অপেন হবে। সেখান দেখে flashgot mass downloader অপশনটি সিলেক্ট করে IDM করে দিতে হবে। বাস আপনার কাজ শেষ। (আগে থেকেই আপনার পিসিতে IDM ইন্সটল করা থাকতে হবে অথবা ইন্সটল করে নিতে হবে)

বিষয়টি সম্পূন বুঝতে নিচের ভিডিওটি দেখুন। কোন প্রশ্ন থাকলে টিউমেন্টস করুন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত ই

Level 0

আমি মো সবুজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস