জেনারেটর তৈরি করুন এখন বাসায় আর চালান লাইট, ফ্যান, মোবাইল র্চাজার :: ম্যাগাইভার [পর্ব-০৬]

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন আজ আপনাদের একটি ছোট্র ট্রিক নিয়ে এসেছি। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি ডিসি মটর দিয়ে খুব সহজে একটি জেনারেটর বানাতে পারেন এবং তা ব্যবহার করে ব্যাটারি চার্জার অথবা লাইট জালানো সহ আরো অন্যান্য কাজে। তো চলুন শুরু করা যাক

প্রথমে আপনাকে একটি হার্ডবোড নিতে হবে যার উপর আপনি ডিসি মটর টা বসাতে পারেন আপনি চাইলে এখানে অন্য কাঠ ও ব্যহার করতে পারেন। প্রথমে ছোট করে বোর্ড

৪টি টুকরো করতে হবে যাতে হুইল টি বসাতে পারেন একটি কলম ও দুটি টিনের কাটা ছোট অংশ নিয়ে কাঠের উপরের অংশ বসাতে হবে. অব্যবহারিত  সিডি দিয়ে বানানো হুইল এবার কাঠের উপরে বসিয়ে দিন। এবার গুলুগান দিয়ে দিসি মটরটি বোর্ড এক প্রান্তে  লাগিয়ে দিন বাস হয়ে গেল আপনার জেনারেনটর।

ভিডিওটি দেখে ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সবার শুসাস্থ্য  কামনা করে আজ এ পর্যন্তই।

সম্পূন বিষয়টি ভাল ভাবে ‍বুঝার জন্য নিচের ভিডিও টি দেখুন। আর কোন সম্যস্যা হলে টিউমেন্ট এ জানান।

Level 0

আমি মো সবুজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।