
আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আজ আপনাদের যে বিষয়টা দেখানের চেষ্ঠা করবো তা হলো একটি পাওয়ার ব্যাংক তৈরির নিয়ম. যাতে খুব সহজেই আপনি বাসায় বসেই তৈরি করে ফেলতে পারেন. এর জন্য আপনার প্রয়োজন হবে একটি ৯ ভোল্টের একটি ব্যাটারি, একটি 7805 আসি, একটি ইউ এস বি পোর্ট, আর ব্যাস্ক বানাতে যে কোন বোর্ড আপনি ব্যবহার করতে পারেন,
প্রথমে আপনাকে প্রোয়জন মতো সাইজ এর একটি বস্ক বানিয়ে নিতে হবে যে খানে আপনি আপনার ব্যাটারিটি এবং আই সি রাখতে পারেন. এবার আসি মূল কথায়, আপনাকে প্রথমে ব্যাটারি আইসে এবং ইউ এস বি ক্যাবল গুলো সঠিক নিয়ে লাগাতে হবে যেমন টা আমি আমার নিজের ভিডিওতে করেছি. ভিডিওটি যদি আপনার ভাল লাগে বা আপনার উপকারে আসে সাবস্কাইব করতে ভুলবেন না. আর নতুন কিছু জানার থাকলে জানাতে পারেন ঔই বিষয়ের উপর ভিডিও তৈরি করবো.
আজ এ পর্যন্ত. সবাই ভাল থাকবেন. ধন্যবাদ.
আমার আগের টিউন গুলো দেখে আসতে পারেন
এখন বাসায়ই তৈরি করে ফেলুন কফিমেকার আরেকটি ম্যাকগাইভার র্পব ১.
গ্যাস লাইটার এর কিছু অবিশ্বাস ব্যবহার আর হয়ে যান ম্যাকগাইভার Life Hack র্পব ২
কাপড়ের ক্লিপ এর কিছু অসাধারন ব্যবহার. শিখেনিন কাজে আসবে বিপদে পর্ব ৩
এখন ওয়ারলেস চার্জার তৈরি করে ফেলুন বাসায় খুব সহজেই... লাইফ হ্যাক র্পব ৪
আমি মো সবুজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরাই মাথা নষ্ট !!!!