
এখন বাসায়ই তৈরি করে ফেলুন কফিমেকার আরেকটি ম্যাকগাইভার র্পব ১.
গ্যাস লাইটার এর কিছু অবিশ্বাস ব্যবহার আর হয়ে যান ম্যাকগাইভার Life Hack র্পব ২
কাপড়ের ক্লিপ এর কিছু অসাধারন ব্যবহার. শিখেনিন কাজে আসবে বিপদে পর্ব ৩
এখন ওয়ারলেস চার্জার তৈরি করে ফেলুন বাসায় খুব সহজেই... লাইফ হ্যাক র্পব ৪
আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আজ আপনাদের যে বিষয়টা দেখানের চেষ্ঠা করবো তা হলো একটি ওয়ারলেস চার্জার. এর জন্য আপনার দরকার হবে একটি হাই পাওয়ার ম্যাগনেট (কম্পিউটার হার্ডডিস্ক এ থাকে). একটি ইউ এস বি কেবল এবং একটি ৫ ভোল্ট র্চাজার এডাপটার.
প্রথমে ইউ এস বি ক্যাবলের দুটি অংশ কেটে নিতে হবে. তার পর ঐ ক্যাবলে দুই পাস থেকে আবরনটি ফেলে তামা টা বের করে নিতে হবে. তার পর ফয়েল পেপার দিয়ে দুই পাশের তার গুলো ভাল করে মোরাই নিতে হবে. এবং তার কিছু তামার তার দিয়ে তা ভাল করে মুরিয়ে নিতে হবে একটি ম্যাগনিটিক ফিল্ড তৈরি হয় এরম বাবে মোড়াতে হবে.
আমি মো সবুজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কাজ করেনা। কেউ নিজের চার্জার নষ্ট করবেন না।