
১। remotr আপনার কম্পিউটারের জন্য।
২। remotr app আপনার অ্যানড্রইডের জন্য।
১। প্রথমে আপনার অ্যানড্রইডের গুগল প্লে স্টোরে যান এবং সার্চ দিন রিমোটর অ্যাপটি। এখন সেটা ইন্সটল করুন আপনার সেটে এবং ওপেন করুন।
২। তার পর আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করুন এবং দেখবেন লিখা থাকবে এরকম একটা সফটওয়্যার আপনার কম্পিউটারের জন্য ডাউনলোড করতে বলবে। ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওতে দেয়া আছে আপনাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়াছি যাতে সহজে ডাউনলোড করতে পারেন।
৩। এখন আপনি আপনার কম্পিউটারে যান এবং ডাউনলোড দেয়ার পর এটা ইন্সটল করুন। এখন সেটা ওপেন করুন এবং দেখবেন যে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়া লগিন করতে বলছে কিন্তু তো আপনার অ্যাকাউন্ট নাই তাই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন। যা যা চাবে তা তা দিন। এর পর ক্রিয়েট বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়াছে।
৪। এখন এই সফটওয়্যারটি ক্লোজ করুন। এখন আপনার অ্যানড্রইডে আসুন সেটিং অপশনে যান এবং মোবাইল হটস্পট টিথারিং এ ক্লিক করুন তার পর আপনার মোবাইল হটস্পট অন করে দিন। এখন আপনার কম্পিউটারে ওয়াইফাই সিগন্যালের মত সিগন্যাল পাবে সেখান থেকে কানেকট হয়ে নিন।
৫। এখন আপনার মোবাইলে আপনার অ্যাপে আসুন ওপেন করুন এবং আপনি যে অ্যাকাউন্ট দিয়া রিমোটর অ্যাক্সেস করেছেন সেটা আপনার মোবাইলে ওই একই অ্যাকাউন্ট দিয়া লগিন করুন তার পর দেখবেন চলে এসেছে এবং আপনি আপনার নেটওয়ার্ক পেয়ে গেলেন। আপনি এখন সব অ্যাক্সেস করতে পারবেন কম্পিউটারের বন্ধ থেকে শুরু করে সব কিছু।
আমি রাশিদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice Video