
১। একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে।
২। একটি ব্রডক্যাসট সফটওয়্যার দরকার।
প্রথমে ক্রিয়েট পেজ খুঁজতে আপনার ফেসবুকে যান না বুজলে আমার ভিডিও দেখতে পারেন। এখন আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করুন এবং আপনি একটি পেজ পাবেন যেখানে লিখা থাকবে লোকাল বিজনেস, এন্টার টেইনমেন্ত, কজ কমুনীতি ইত্যাদি। এখন আপনি কজ কমুনিতিতে ক্লিক করুন আপনার প্রয়োজন মত নাম লিখুন এবং গেট স্টার্ট বাটনে ক্লিক করুন। এর পর ডেসক্রিপ্সন দিতে বলবে আপনি চাইলে দিতে পারেন তবে না দিলে অসুবিধা নাই তবে দিলে ভাল হয় এবং সেফ ইনফো ক্লিক করুন। এর পর আপনাকে প্রোফাইল পিকচার দিতে হবে আপনার পেজটার ভালো দেখার জন্য এবং সেফ ইনফোতে ক্লিক করুন। এর পর যা আসবে তা স্কিপ বা সেফে ক্লিক করুন। এখন আপনার পেজ তৈরি হয়ে গেল।
প্রথমে Xsplit Broadcaster সফটওয়্যারটা গুগল থেকে ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হলে তা ইন্সটল করুন এবং এটি ওপেন করুন। ওপেন করলে আপনাকে এটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে এবং আপনি আপনার জিমেইল আর পাসওয়ার্ড দিয়া ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এখন দেখবেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টে একটা মেসেজ গেছে এবং সেই মেসেজে গিয়া আপনি আপনার সফটওয়্যারের অ্যাকাউন্টটা কনফার্ম করুন। কনফার্ম করার পর আপনি এখন সফটওয়্যারটা ওপেন করুন এবং কনটিনিউ বাটনে ক্লিক করুন। এখন ব্লাক স্ক্রীন শো করবে আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হলে সবার নিচের বাটন অ্যাড এ ক্লিক করুন দেখবেন লিখা আছে যে স্ক্রিন রেকর্ডার ওঁটা তে ক্লিক করুন। তার পর সবার উপরে আউট পুটস এ ক্লিক করুন দেখবেন যে সেট আপ এ নিউ আউট পুটস দিয়া আছে সেটাতে ক্লিক করুন দেখবেন ফেসবুক লাইভ আছে সেটাতে ক্লিক করুন। এখন দেখবেন ফেসবুক লাইভ প্রপার্টিজ চলে এসেছে এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়া authentic করে নিন।
আমি রাশিদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।