এবার জাভা মোবাইল(J2ME) অ্যাপ্লিকেশন চালান কম্পিউটারে

আমি টেকটিউন্সের সাথে আছি অনেক দিন থেকে। এত দিনেও আমি tt সম্পর্কে হয়তো জানতাম কিনা তা জানিনা। কিন্তু এই tt সমন্ধে আমার শ্রদ্ধেয় শিক্ষক  আভিষেক স্যারের কল্যানে জানতে পারি। তাই তার কাছে আমি চির কৃতজ্ঞ।আর আমি এই জ্ঞানের সাগর থেকে অনেক জ্ঞান লাভ করেছি এবং করছি এখানের অসংখ্য টিউনার দের কাছ থেকে।তাই আমি তাদের কাছে ঋণী।

আজ আমি আর কথা না বাড়িয়ে আমার ছোট্ট জ্ঞানের বিন্দু থেকে কিছু শেয়ার করতে চাই।

আমরা যে সব মাল্টিমিডিয়া মোবাইল সেট ব্যাবহার করি,প্রায়  গুলো জাভা সাপোর্টেড। এই সেট গুলতে যে সব অ্যাপ্লিকেশন ইনস্টল করে চালাই সেই গুলো কম্পিউটারেও চালানো সম্ভব। এখন তা কিভাবে সম্ভব তা জানব এইখানে,

প্রথমে আমাদের যা যা দরকার

১।জাভা -->ডাউনলোড করুন নিচের মত আইকনে ক্লিক করে

jdk Download

২।Sun Java Wireless Toolkit for CLDC -->ডাউনলোড করুন

আপনাদের অবশ্যই আগে জাভা ইনস্টল করতে হবে। এরপর    Sun Java Wireless Toolkit ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে এইবার অ্যাপ্লিকেশন চালানোর পালা।

1.এইবার যে অ্যাপ্লিকেশন টা চালাতে চান সেটির jad file টা ডাউনলোড করুন  এরপর jar file ডাউনলোড করুন।

2. এরপর jad ফাইল টি রান করুন।

ব্যাস এখন আপনার মোবাইল অ্যাপ্লিকেশন চলছে আপনার মোবাইল এ।

উদাহরন স্বরুপ আমি এইবার অপেরা মিনি কিভাবে চালাতে হয় তা  দেখাব

আমি নোকিয়া ৩১১০ ক্লাসিক এর জন্য দেখাব কিন্তু একইভাবে যে কোন ভার্সন এর জন্য আর যে কোন অ্যাপ্লিকেশন  এর জন্য।

১। প্রথমে আপনাকে অপেরা মিনি ডাউনলোড করতে হবে।

উপর এর লিঙ্ক এ ক্লিক করলে ওই পেজ এর নিচের দিকে নিচের ছবির মত ছবি আসবে

এখান থেকে ভাসা সিলেক্ট করে opera-mini-latest-advanced-en-us.jad এবং opera-mini-latest-advanced-en-us.jar ফাইল দুটি ডাউনলোড  করুন।

২। ডাউনলোড করা শেষে নিচের মত দুটি ফাইল দেখতে পাবেন । এখন   বাম দিকের মত ফাইল (jad) টা তে ক্লিক করে রান করুন।

এরপর নিচের মত একটা উইন্ডো আসবে

এইবার launch লিখা যেই দিকে আছে সেদিক এর বাটনে ক্লিক করলে অপেরা মিনি চলবে।

ঠিক একি ভাবে যে কোন মোবাইল অ্যাপ্লিকেশন চালাতে পারবেন আপনার কম্পিউটারে।

ও হ্যাঁ আরেকটা কথা , আপনারা Sun Java Wireless Toolkit দিয়ে নিজের জাভা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন।

এটা আমার প্রথম টিউন, কোন কিছু ভুল হলে ক্ষমা করিয়েন আর ভুলটা শুধ্‌রিয়ে দিয়েন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি ফাহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই টিপস নকল করছে community.uraadhura.com/showthread.php?t=2913&page=1 এই সাইট

ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
কমেন্ট করার জন্য। আমার প্রথম পোস্ট এ প্রথম কমেন্ট ।

আর নকল এর কথা কি আর বলব ।
আমার টিউন কপি করে পেস্ট করতে পারছে কিন্তু একটা কমেন্ট করতে পারেনি।

আসলে যার যা কাজ সে তো তাই করবে।

একটা ওয়েব সাইট এর অ্যাডমিন এর কাছ থেকে এইরকম আসা করিনি।

Level 0

কাজে লাগবে, ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ।
    আপনাদের কাজে আসলে আমি খুশি হব।