কেন হচ্ছে বার বার ব্যাটারি বিস্ফোরন

স্মার্টফোনের উপর মানুষের নির্ভরতা বাড়ছে সেই সাথে আতঙ্কও বেড়ে যাচ্ছে।কারন কিছুদিনের মধ্যেই ঘটে গেছে বেশ কয়েকটি মোবাইলের ব্যাটারি বিস্ফোরনের ঘটনা।এবার কারনও জানা গেল কেন হচ্ছে বার বার এই ধরনের বিস্ফোরনের ঘটনা।

কোন ব্যবহারকারীই চান না তার খুব সখের মোবাইল ফোনটি পুড়ে যাক বা এর মাধ্যমে কোন ধরনের ক্ষয়ক্ষতি সাধিত হোক।কিন্তু এমনটাই হচ্ছে কিছু দিন থেকে।আর এই ব্যাপারটি আলোচনার ঝড় তুলেছে পৃথিবীর প্রায় সব জায়গায়।বিলাশবহুল মানুষের দুর্বলতার জায়গা গ্যালাক্সি নোট ৭। সেখানেও ঘটে গেছে এই ভয়াবহ ঘটনা।পর পর বেশ কয়েকটি গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরনের ঘটনা আমরা ইতিমধ্যেই জেনেছি। বিভিন্ন সামাজিক মাধ্যম গুলি প্রকাশ করা হচ্ছে ঘটনা গুলি। এমনকি আইফোন ৭-ও রয়েছে এই ধরনের বিস্ফোরনের মধ্যে।

সম্প্রতি কাশ্মিরে ঘটেছে এমন বিস্ফোরন।তাই সবারই প্রশ্ন কেন হচ্ছে মোবাইলের ব্যাটারি বিস্ফোরন। ব্যাটারি হচ্ছে রাবার ব্যান্ড এর মত।রাবার ব্যান্ড এর বৈশিষ্ট্য হচ্ছে যত টানা হবে তত বড় হবে এবার ছেড়ে দিলে সংকুচিত হয়ে যাবে।তেমনই যখন ব্যাটারিকে চার্জ করা হয় তখন ব্যাটারি রাবার ব্যান্ড এর মত চার্জ নিয়ে বড় হয় এবং যখন এই চার্জ ব্যবহার করা হয় তখন রাবার ব্যান্ডটি ছেড়ে দেয়ার মত সংকুচিত হয়, এমনভাবেই তুলনা করা হয়েছে।যখন ব্যাটারিতে অতিরিক্ত চার্জ দেয়া হবে তখন ব্যান্ডটি বেশি টেনে ছিড়ে ফেলার মত অবস্থা হবে,আর তখনই ঘটতে পারে ব্যাটারির ক্ষেত্রে বিস্ফোরন। আমরা এখন যে ফোনগুলো পাচ্ছি সেই ফোনগুলিতে খুব দ্রুত চার্জ হওয়ার ব্যবস্থা রয়েছে।এর জন্য প্রয়োজন হয় বেশি ভোল্টেজের। ভোল্টেজ যত বেশি হবে আপনার ফোনের ব্যাটারির মাঝেও শক্তি ততটাই বেশি হবে। এর জন্য ব্যবহার করা হয় নিকেলের মত উপাদান।এর সাহায্যে ব্যাটারির বাড়তি চার্জ লিথিয়ামে সংরক্ষণ করা হয়।তখন অনেক সময় ঘটে যেতে পারে বিপদ,এমনটাই ভাবছেন প্রিন্সটন ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সাইন্টিস্ট ড্যান স্টেইগার্ট।এই ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য নতুন ধরনের ইলেকট্রোলাইট তৈরি করা হচ্ছে। যার ফলে ব্যাটারি যত বেশি গরম হোক না কেন বিস্ফোরন ঘটবে না।

তথ্য সংগ্রহঃ mobileblog24.com

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস