কিভাবে জানবেন আপনার পন্যটি অরিজিনাল

অনলাইনে কেনার ব্যাপারে বিশ্বস্ততার কথা আসে প্রথমে। ক্রেতা তখনই একটি জিনিস কিনবে অনলাইন থেকে যখন সে অনলাইনের সম্পূর্ণ পদ্ধতিটিকে বিশ্বাস করতে পারবে।অনেক অনলাইন শপিং সাইট রয়েছে যারা ফেইক প্রোডাক্ট বা কপি প্রোডাক্ট দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। আবার ১০০% অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে বা ওয়ারেন্টি প্রোডাক্ট দিচ্ছে কিনা এরও কোন নিশ্চয়তা নেই। মানুষের বিশ্বস্ততা অর্জন করা তখনই সম্ভব যখন ক্রেতার কাছে ১০০% অরিজিনাল এবং ওয়ারেন্টি প্রোডাক্ট পৌঁছে দেয়া হবে।

মানুষ যখন অনলাইনে কোন জিনিস অর্ডার করে তখন শুধু ছবি দেখে বা কনফিগারেশন দেখে কিনতে আগ্রহী হয়। যদি সেই প্রডাক্টি খারাপ হয় তাহলে ক্রেতার কাওকে বলার কিছু থাকে না এবং সেই অনলাইন শপিং সাইটের উপর থেকেও সম্পূর্ণভাবে আস্থা উঠে যায়। মানুষ তখনই অনলাইনের উপর বিশ্বাস করবে যখন সে প্রোডাক্টটি হাতে পেয়ে দেখবে সে প্রোডাক্টি যেমন ভেবেছিল ঠিক তেমনই প্রোডাক্ট এবং ১০০% অরিজিনাল প্রোডাক্ট তিনি হাতে পেয়েছেন।

ভাল মানের ব্র্যান্ডের ফোন কিনলেই তা কপি বা নকল যে হবে না তার কোন নিশ্চয়তা নেই। কপি মোবাইল ফোন বা প্রোডাক্টগুলি এমনভাবে তৈরি করা হয় যে খুব কম মানুষই বুঝতে পারবে কোনটা অরিজিনাল প্রোডাক্ট আর কোনটা নকল।তাই কোন জিনিস কেনার আগে অবশ্যই সেই জিনিস সম্পর্কে ভাল একটা ধারনা থাকা দরকার। আউটলুক দেখে বোঝা সম্ভব না কোনটা কপি প্রোডাক্ট। তবে রঙ, বাটনের অবস্থান, সাইজ অথবা ব্র্যান্ডের নামের বানান এসব ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায় অনেক সময়। এছাড়া ফোনের ফিচারেও অনেক সময় পার্থক্য দেখা যায়। দেখা গেলো যে এই ফোনে আপনি ডুয়াল সিম, অ্যানালগ টিভি এসব ফাংশন পাচ্ছেন যেটা আসল ফোনে নেই। মডেল নাম্বার আর টেকনিক্যাল অনেক ব্যাপারেও আলাদা হবে তাই এগুলো ভালোভাবে চেক করে নিন। দেখা গেলো যে আসল ফোনে বলা আছে এটা ৮ মেগা পিক্সেলের কিন্তু নকল ফোনে সেটা অনেক কম হবে। এমনও হতে পারে এমন রঙয়ের ফোন পেয়েছেন যেটা হয়ত আসল কোম্পানি বেরই করেনি। তাই এসব ব্যাপারে খেয়াল রাখবেন।

সব থেকে নকল ফোন বের করার কার্যকরী উপায় হচ্ছে এর IMEI নাম্বার দেখা। প্রতিটা ফোনেরই একটা IMEI নাম্বার থাকে। এর মাধ্যমে আপনি ফোনের সঠিক তথ্যগুলো পাবেন। আর এটা জানার জন্য এর জন্য মোবাইল থেকে *#06# নম্বরে ডায়াল করুন। ১৫ ডিজিটের একটা নম্বর দেখাবে। যদি না দেখায় তবে ব্যাটারীর পিছনের প্লেটে চেক করুন। এরপর নম্বরটা এই ওয়েবসাইটে গিয়ে চেক করুন -http://www.imei.info/ অরিজিনাল হলে পেয়ে যাবেন অরিজিনাল ফোনের ডিটেলস।

এছাড়া রয়েছে ওয়ারেন্টির ব্যাপার। কপি বা নকল ফোনে আপনি কখনই ব্র্যান্ড কর্তৃক ওয়ারেন্টি পাবেন না। ব্র্যান্ড কর্তৃক ওয়ারেন্টি সেই সব ফোন বা প্রডাক্টের ক্ষেত্রে পাওয়া যাবে সেসব সাইট ওই ব্র্যান্ড এর অথোরাইজড। প্রোডাক্ট সব সাইট থেকে পাওয়া গেলেও ১০০% অরিজিনাল এবং ওয়ারেন্টি প্রোডাক্ট অথোরাইজড প্রতিষ্ঠানের কাছেই পাওয়া সম্ভব।

অনেক অনলাইন শপিং সাইটে দেখা যায় একই ব্র্যান্ডের একই প্রোডাক্ট কম দামে পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবে ক্রেতারা সেইদিকে ঝুঁকে পরে।নকল ফোনের দাম আসল ফোনের চেয়ে কম হবে।কারন নকল বা কপি ফোন তৈরি হয় নকল যন্ত্রপাতি দিয়ে।তাই দামের দিকে কম হতেই পারে। ১০০% অরিজিনাল এবং ওয়ারেন্টি কোন প্রোডাক্টের উপর তখন দেয়া যাবে যখন সেই প্রতিষ্ঠান অথোরাইজড হবে। TrustBuy কথাটি প্রতিটি শপিং সাইটের জন্যই গুরুত্বপূর্ণ।

তথ্যঃ mobileblog24.com

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস