গুগুল এডসেন্স নিয়ে ছোট টিপস্ কাজে আসতে পারে

গুগুল এডসেন্স নিয়ে ব্যপক তুলপাড় কিন্তু খুব কম সংখ্যক লোক সফলহয়েছেন।যারা সফল হয়েছেন তারা মাসে তার ভাল টাকা পাচ্ছেন। গুগুল এডসেন্স নিয়ে কৌতুহলের শেষ নেই।আমরা বেশির ভাগ গ্রামীন অথবা অনান্য মোবাইল ফোন অপারেটর দের ইন্টারনেট ব্যবহার করি।এসকল কোম্পানির আইপি এক তাই এডসেন্স ডিজেবল হয়ে যায়। Hide Your IP Address নাম ত অবশ্যই শুনেছেন।এটা নিয়ে পোস্ট হয়েছে ঠিকানা:https://www.techtunes.io/hacking/tune-id/45040/।ওই পোস্ট টা দেখে আপনার পিসি তে সেট আপ করে নিন এবং আপনার আপি হাইড করুন।তারপর নতুন একটা জিমেইল আইডি খুলুন এবং একটা  ব্লগস্পট থেকে নতুন একটা ব্লগ খুলে তাতে কিছু মান সম্পন্ন পোস্ট করুন এবং তারপর এডসেন্স আবেদন করুন কিছুক্ষন পরে দেখবেন আপনার একাউন্ট টি হয়ে গেছে। লক্ষ্য রাখবেন আইপি হাইড না করে আপনার একাউন্টে প্রবেশ করবেন না।

প্রবেশ করুন সদ্য করা গুগুন এডসেন্স

ফেইজবুক পাতায় যোগ দিন

Level 2

আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা যে ইমেইল দিয়া ব্লগ create করা হবে সেই ইমেইল দিয়েই কি এডসেন্স account করতে হবে?????

    Level 0

    একবার এডসেন্স এপ্রুভ করতে পারলে আপনার হাজার টা সাইটে সেই একাঊন্ট ব্যবহার করতে পাবেন

    আর যারা গুগল এডসেন্স এর জন্যে অপেক্ষা করতে চান না তারা adbrite দিয়ে চেষ্টা করতে পারেন, প্রয়োজনে নিচের পোষ্টটি দেক্তে পারেন
    http://earnerblogs.blogspot.com/2011/01/make-money-with-adsense-alternative.html

    আমি তো দীর্ঘদিন এই লাইনে আছি । কিন্তু ব্লগ এর মেইল আইডি দিয়েই একাউন্ট করতে হবে এরকম কথা এই প্রথম শুনলাম । আমি অনেকবার বিভিন্ন ফ্রেন্ডকে এডসেন্স একাউন্ট করে দিছি ।কখনও কখনও ভিন্ন ইমেইল আইডি ব্যবহার করেছি । কোন সমস্যা হয় নি । আপনি এ্যাডসেন্স ডট কম এ গিয়ে সাইনআপ পেজ এ ক্লিক করে রেজিষ্টার করুন , সেক্ষত্ত্রে ভিন্ন ইমেইল আইডি ব্যবহারের সুযোগ পাবেন ।

আপনার সাথে আমি এক মত হতে পারলাম না অনেকেই জিপি ব্যবহার করছে

জি আপনার ব্লগ বানানোর পর ড্যাসেবোডের নিচে লিখা মেইক মানি তে ক্লিক করে এডসেন্স account করতে হবে

Level 0

না http://www.a2zbd.info , খুশি হতে পারলাম না বলে দুখিঃত।
তারপরও ধন্যবাদ

আর যারা গুগল এডসেন্স এর জন্যে অপেক্ষা করতে চান না তারা adbrite দিয়ে চেষ্টা করতে পারেন, প্রয়োজনে নিচের পোষ্টটি দেক্তে পারেন
http://earnerblogs.blogspot.com/2011/01/make-money-with-adsense-alternative.html

কিছুদিন আগে একজনকে দেখলাম এডসনস একাউন্ট সেল করে এই ব্যাপারে কারো জানা থাকলে পোষ্ট আশা করছি।

ভাই, আসলে গুগুল এডসেন্স একাউন্ট একটিভ করতে IP Hide করতে হয় না। আপনি সঠিক ভাবে করতে পারলে ২-৩ ঘন্টায় একটিভ হয়ে যায়। দরকার হলে ভিজিট করতে পারেন
http://www.projuktimela.com

Level 0

এলোমেলো