
প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা ককরি ভাল। বর্তমানে ইবুক বিশেষ করে পিডিএফ, ইপাব বা মুবি ফরম্যাটের ডিজিটাল ইবুকের চাহিদা অনেক বেশি। তাই বর্তমানে অনেক প্রিমিয়াম ইবুক সাইট তৈরি হয়েছে। এসব সাইট থেকে ইবুক ডাউনলোড করতে টাকা বা ডলার লাগে। টাকা ববা ডডলার ছাড়া যে কোন ইবুক কিভাবে ডাউনলোড করবেন তা নিয়েই আজকের টিউন। কোন প্রকার রেজিস্টার করা লাগবে না। কোন ক্রেডিট বা ডেবিট কার্ডও লাগবে না। বিষয়টি খুবই সোজা। ভিডিওটি দেখুন আর জানুন প্রিমিয়াম ইবুক সাইট থেকে পিডিএফ, ইপাব বা মুবি ফরম্যাট ইবুক কিভাবে ডাউনলোড করবেন।
নিচের ভিডিওটিতে বিস্তারিত দেয়া আছে। আশা করি আপনাদের উপকারে আসবে।
অথবা
আশা করি এখাবে আপনার প্রয়োজনীয় সব বই পাবে পিডিএফ, ইপাব বা মুবি ফরম্যাটে। আর ডাউনলোড করে ফেলুন যেটি আপনার দরকার। অথবা আপনার যে কোন বইয়ের প্রয়োজনে ভিডিটির ননিচে টিউমেন্ট করুন আর পেয়ে যান আপনার প্রিয় বইটি।
বই হোক আপনার প্রিয় বন্ধু কারণ বই সব সসময়ই আপনার পাশে থাকবে। বিপদে সবাই আপনাকে ফেলে গেলেও বই তার বুদ্ধি দীপ্ত পরামর্শ দ্বারা বিপদ থেকে উদ্ধারের পথ বলে দিবে। বেশি বেশি বই পড়ুন এতে আপনার মেধা যেমন বাড়বে তেমনি তেমন হবেন সৃজনশীল, সৃষ্টিশীল। প্রতিটি মানুষের প্রিয় শখ হওয়া উচিত বই।
প্রিমিয়াম ইবুক সাইট থেকে পিডিএফ, ইপাব বা মুবি ফরম্যাট ইবুক কিভাবে ডাউনলোড করবেন টিউনের শেষে আবারও ধন্যবাদ।
আমি backlink। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।