অ্যান্ড্রয়েড দিয়েই ভিডিওর ব্যাকরাউন্ড পরিবর্তন করুন। সাথে $76 KineMaster Pro নিয়ে নিন।

আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন, আমি  আজকে আপনাদের দেখাব কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন।
একাবারে যারা নতুন তারাও পারবেন। অ্যাডমিন স্যার দয়া করে এই টিউনটি ডিলিট করবেন। এই টিউনটি থেকে আশা করি অনেকেই  নতুন কিছু জানতে পারবে, কিভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ভালোমানের ভিডিও এডেটিং করা যায়?

আজকের পর্বে যা যা দেখবেন

১. কিভাবে ভিডিও ব্যাকরাউন্ড পরিবর্তন করবেন।

২. কিভাবে জমজ ভিডিও বা Double Role Video বানাবেন?

৩. KineMaster এ কিভাবে ভিডিও লেয়ার এড করবেন?

আপনার যা যা লাগবে

(১) একটা ভালো কনফিগারেশনের অ্যান্ড্রয়েড মোবাইল। র‍্যামটা ১জিবির উপরে হলে ভালো। ভালো ফোন বলতে শুধু ব্যান্ডের ফোনকে বলছি না! অনেক চায়না ফোন আছে যেটা দিয়েও আপনি এই কাজগুলা করতে পারবেন।

তবে অনেক চায়না ফোনে ভিডিও লেয়ার অবশনটি আসে না। চিন্তার কোন কারণ নাই, এটাও দেখাবো কিভাবে ভিডিও লেয়ার এড করবেন।

(২) যে Application দিয়ে ভিডিও এডিটিং করবেন।  KineMaster Full Version

সাইজ মাত্র ৩৮ এম্বি। সাথে Root Explorer Pro সাইজ ৫এম্বি, কারন Root Explorer ছাড়া ভিডিও লেয়ার এড করতে পারবেন না।  এবং ভিডিও লেয়ার এড করার জন্য . Xml ফাইল মাত্র ৮ কেবি। নিচের লিংক থেকে  ডাউনলোড নিন।
KineMaster Full (No Watermark)
https://www.mediafire.com/download/hcv1u4y7xlpbbxc

Video Layer Xml file
https://www.mediafire.com/download/m648i6nja7w2yt6

Root Explorer full Version
https://www.mediafire.com/download/xwdlbw07rbb9xpd

আশা করছি Application গুলা ডাউনলোড করে ফেলেছেন। Install করুন।  এবার কাজ শুরু করার পালা।
প্রথমে KineMaster' ওপেন করুন। এবার প্লাস + এ ক্লিক করুন।
নিচের ছবির মতো
এবার Empty Project এ ক্লিক করুন নিচের ছবির মতো

এখন যে উইন্ডো দেখতে পারছেন এখানেই আমরা ভিডিও এডিটিং এর কাজ করবো।

সম্পূর্ন কাজ এভাবে বলে বুঝানো অনেক কষ্টকর!! আর আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করলাম। যাতে করে আপনারা সহযেই ব্যাপারটা বুঝতে পারেন।

১। কিভাবে ভিডিও ব্যাকরাউন্ড পরিবর্তন করা যায়। জানতে দেখুন মাত্র ৫মিনিট।

২। KineMaster এ কিভাবে ভিডিও লেয়ার এড করবেন? জানতে দেখুন মাত্র ৫মিনিট।

৩। কিভাবে জমজ ভিডিও/ Double Role Video বানাবেন? জানতে দেখুন মাত্র ৪মিনিট।

তার পরেও কারো বুঝতে কোন সমস্যা হলে আবশ্যই টিউমেন্ট করবেন।
আমি সমাধান দেবার চেষ্টা করবো।

সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন, এই কামনায় আজকের মত বিদায়।

Level 0

আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই প্রিন্স মাহমুদ দারুন পোস্ট। ধন্যবাদ ।